Microsoft Excel এ Marks অনুসারে Pass/Fail বার করুন | How To Use Formula For Pass And Fail In Excel

Microsoft Excel এ আমরা যাবতীয় কোম্পানীর আয়-ব্যায় হিসাব রাখার পাশাপাশি যেকোন স্কুলে কলেজের হিসাবও রাখতে পারি। একটি শিক্ষা প্রতিষ্টানে কত জন ছাত্র-ছাত্রী আছে, তাদের মাসিক বেতন, উপস্থিত-অনুপস্থিত, পরীক্ষার ফলাফল, শিক্ষক-শিক্ষিকার বেতনসহ যাবতীয় অনেক কাজ রয়েছে যা খুব সহজেই Microsoft Excel ডাটা এন্ট্রি করে রাখা যায়।


সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা শিখব Microsoft Excel কিভাবে পরীক্ষার নাম্বারের উপরে ভিত্তি করে খুব সহজেই Pass/Fail বার করা যায়। এই কাজটি Microsoft Excel অনেক নিয়মে করা যায়। তবে আজকের নিয়মটা অনেক সহজ করে দেখানো হবে।  

Download Link: Microsoft Excel  File 

সর্বপ্রথম নিচের মত করে একটি ডাটা তৈরী করুন অথবা আমার এই লিংক থেকে আপনাদের প্রয়োজনীয় ফাইলটি ডাউনলোড করে নিন-



এবার Marks কলামের সকল ডাটা সিলেক্ট করে কপি(Ctrl+C) করেন-


এবার Status এর কলাম সিলেক্ট করে পেষ্ট (Ctrl+V) করুন


এখন আপনাকে Status এর কলামটি সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে Format Cell এ ক্লিক করুন-


Format Cell অপশনটি আসলে এখানে সর্বশেষে নিচের দিকে Custom লিখা আছে তাতে ক্লিক করতে হবে-

এবার General এর ঘরে এই কোডটি টাইপ করুন- [Red][<33]"Fail";[Blue][>=33]"Pass"

 

Fail হলে লাল রং এবং Pass করলে ব্লু রং হবে। আপনি চাইলে অন্য যেকোন রঙের নাম দিতে পারেন।



খুব সহজ করে শিখানো হলো। আশাকরি আপনারা শিখতে পেরেছেন কিভাবে নাম্বার দিয়ে আপনারা Pass and Fail বার করতে পারবেন। আপনারা যারা নতুন মাইক্রোসফট এক্সেলে শিখছেন। আশাকরি আপনাদের খুব ভালো লেগেছে।



Keywords:

microsoft excel,excel,microsoft excel crash course,microsoft excel tutorial,microsoft excel course 2020,microsoft excel courses online,microsoft excel bangla tutorial 2019,microsoft excel tutorial full course,microsoft excel full course in english,excel 2016,ms excel,vba in excel,excel tutorial free,result sheet in excel,microsoft word,excel software,microsoft word page layout,pass fail in excel,ms excel এ মেধা তালিকা তৈরি

No comments

Powered by Blogger.
.