Font Problems (Unicode Fonts Download)

অনেক বাংলা Blog Site অথবা Web সাইটে যে Unicode Font দিয়ে লিখা হয়। সাধারণ সেই Font যদি আপনার ল্যাপটপ অথবা ডেক্সটপ কম্পিউটারে ইনস্টল করা না থাকে। তাহলে সব লিখা দেখতে বক্স বক্স দেখা যায়। 

যার ফলে আপনাদের সেই ব্লগ সাইট অথবা ওয়েব সাইট ব্রাউজ করতে অনেক সমস্যা হয়। তাছাড়া অনেক চাকুরী আবেদন ফরম আছে যেগুলো ইন্টারনেট থেকে Download করে ফরমটি পূরণে করে ডাকযোগে প্রেরণ করতে হয়। সেই Job Application Form আপনারা যখন Download করে থাকেন সেই আবেদন ফরমও কিন্ত বক্স বক্স আকারে দেখা যায়। তাই আপনাদের সকলের ফন্ট সমস্যার সমাধান করার জন্য আমার এই পেজটি তৈরী করা হয়েছে। এখানে আমি আপনাদের কিছু Unicode Font এর Download Link ও কিভাবে সেই ইউনিকোড ফণ্ট ইনস্টল করবেন সেটাও শিখিয়ে দিব।

সর্ব প্রথম আপনারা নিচের ডাউনলোড লিংক থেকে ফন্ট গুলো ডাউনলোড করে নিন।



সব গুলো ফন্ট একসাথে ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন এবং কিছু সময় অপেক্ষা করুন-

 


ডাউনলোড সম্পূর্ণ হলে একটি জিপ ফোল্ডার পাবেন।

এর পরে Zip Folder কে আনজিপ করতে হবে। এই জন্য জিপ ফোল্ডারকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে Extract Flies এ ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ্য করুন-


Unzip শেষ হওয়ার পরে ফোল্ডারটি ওপেন করেন । ফোল্ডারটি ওপেন হলে এখানে আপনারা Bangla Unicode Font দেখতে পাবেন। নিচের ছবিটি লক্ষ্য করুন-




এবার যে ফন্টটি আপনি ইনস্টল করতে চান সেটা সিলেক্ট করে ডবল ক্লিক করুন। যার ফলে ফন্টটি ওপেন হবে।  আমি Siyam Rupali ANSI টি সিলেক্ট করে ওপেন করলাম। এবার ভাল করে লক্ষ্য করে দেখুন উপরে Print এবং install লিখা দুটো বাটন আছে।   


 আপনি install লিখায় ক্লিক করলেই বাংলা ইউনিকোড ফণ্টটি ইনস্টল শুরু যাবে। এর পর থেকে  আপনি যেকোন ধরনের বাংলা ওয়েব সাইট খুব সজেই ব্রাউজ করতে পারবেন। 



এছাড়াও আপনাদের যদি নির্দিষ্ট করে জানা থাকে কোন ফণ্টটি আপনাদের প্রয়োজন তাহলে নিচের লিংক থেকেও অতি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তাই সব গুলো ইউনিকোড ফন্ট আলাদা ভাবে দেওয়া হলো। 
Nirmala UI

No comments

Powered by Blogger.
.