How to create Partition on Windows 10 during installation

New Hard disk (HDD) এ নতুন করে উইন্ডোজ ইনস্টল করার সময় ৩টি প্রাইমারী পার্টিশন তৈরী করা যায়। বাকী যে পার্টিশন গুলো আছে, তা আর তৈরী করা যায় না।


কিন্তু আপনার হার্ডডিক্স তো 1 টেরা(1024জিবি)। তাহলে বাকী পার্টিশন গুলো কিভাবে করবেন। আপনাদের মধ্যে অনেকেই আছেণ যারা নতুন কম্পিউটারের কাজ শিখছেন । তারা অনেকেই আছেণ যারা এই সমস্যায় পরে থাকেন।
 


তাই আপনাদের সকলের কথা চিন্তা করেই আজকের ভিডিওটি শেয়ার করতে যাচ্চি। আপনারা নতুন কম্পিউটার অথবা পুরনো কম্পিউটারে নতুন হার্ডডিক্স লাগানোর পরেই যখন উইন্ডোজ 10 ইনস্টল করবেন। ঠিক সেই সময় ৩টি প্রাইমারী পার্টিশন তৈরী করতে পারেন। বাকী যে Logical Partition আছে সেগুলো তৈরী করতে পারেন না। কিন্তু সেই সব পার্টিশন আপনারা খুব সহজেই উইন্ডোজ ইনস্টল করার পরেই তৈরী করতে পারবেন। 

খুব সহজ করে ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে উইন্ডোজ ইনস্টল করার পরেই্ আপনারা খুব সহজেই পার্টিশন তৈরী করতে পারবেন। সাধারণত নতুন হার্ডডিক্স ক্রয় করার পরেই যখনই আপনরা উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ সেভেন, উইন্ডোজ 8 উইন্ডোজ 10 ইন্সটল করতে যান। ঠিক সেই সময় আপনাদেরকে আগে পার্টিশন তৈরী করতে হয়। তারপরেই্ সেই পার্টিশনে নতুন করে উইন্ডোজ ইনস্টল করা হয়ে থাকে। সম্পূর্ণ উইন্ডোজ ইস্টল করার পরেই আপনারা বাকী পার্টিশন গুলো খুব সহজেই করতে পারবেন। 

Keywords:
how to create partition in windows 10 during installation,how to create partition in windows 10,windows 10,how to create partition on windows 10,how to partition windows 10,how to create hard drive partitions in windows 10,how to create partition,how to make partition in windows 10,how to create custom partition to install windows 10,how to create partition in hp laptop windows 10,partition on windows 10,create partition,how to partition a hard drive

No comments

Powered by Blogger.
.