Free Adobe Photoshop Tutorial Course for Beginners | Zoom Tool
এডোবি ফটোশপের সবচেয়ে বেশি ব্যবহৃত টুলগুলোর মধ্যে Zoom Tool(z) একটি। এডোবি ফটোশপে আপনি যখন কোন ডিজাইন বা ছবি অথবা ইমেজ এডিটিং করবেন। সেই সময় ছবিকে বড় করে দেখার জন্য এই Zoom Tool(z)s ব্যবহৃত হয়ে থাকে। এতে করে আপনার কাজটি অনেক সুক্ষ্ম ভাবে করা যায়।
যেকোন ধরনের ডিজাইনকে আপনি বড় করে
দেখলে কাজটি নিখুঁত ভাবে করা যাবে। এছাড়াও কোন ছবির উপর কোন ময়লা থাকলে সেই সব ময়লাকে
পরিস্কার করার জন্য ছবিটিকে বড় করে দেখার জন্য এই জুল টুলস।
তাই আজকের পোষ্টে
আমরা Zoom Tool(z) এর বিস্তারিত জানব। আপনারা সকলেই মনোযোগ সহকারে আজকের পোষ্টটি পরবেন,
কারণ Zoom Tool(z) এর ব্যবহার বিস্তারিত না জানলে কাজের সময় অনেক সমস্যা দেখা যাবে।
Zoom In (বড়
করা)
এই কাজটি শিখতে
হলে প্রথম একটি ছবি ওপেন করুন। যেকোন ছবি ওপেন করলেই হবে। এই জণ্য কমান্ড দিন
File>Open(ctrl+o)
ওপেন বক্স আসলে আপনার ছবিটি সিলেক্ট করে Open বাটনে ক্লিক করুন-
এবার বামপাশের Tools bar থেকে Zoom tool(z) সিলেক্ট করুন-
এবার ছবির মাঝ বরাবর ৩বার ক্লিক করুন। তাহলে আপনার ছবিটির জুম বড় হবে। এটাকে গ্রাফিক্স বা কম্পিউটারের ভাষায় বলে Zoom In-
Zoom Out (ছোট করা)
এবার ছবিটিকে
ছোট করতে হলে Zoom Out করতে হবে। এই জন্য Menu bar এর Layer Menu নিচে যে অপশন বারে
লক্ষ্য করে দেখেন Magnifier আইকন এবং ঠিক মাঝখানে (-) এই চিহ্ন রয়েছে, তাতে ক্লিক করুন-
এবার আপনার ছবির উপর ৩বার ক্লিক করুন। তাহলে ছবিটি Zoom Out হয়ে ছোট হবে-
আবারও ছবিটিকে বড় করতে হলে অপশন বারে গিয়ে লক্ষ্য করে দেখেন Magnifier আইকন এবং ঠিক মাঝখানে (+) এই চিহ্ন তাতে ক্লিক করেন
এবং পূনরায়
আপনার ছবির উপর ক্লিক করুন। তাহল ছবিটি পূনরায় বড় হবে। এই ভাবে আমারা যেকোন ছবিকে খুব
সহজেই বড় এবং ছোট করে দেখতে পাবো।
এবার ছবিটিকে যদি স্বাভাবিক আকারে ফিরিয়ে আনতে চাই, তাহলে টুলবার থেকে পূনরায় Zoom tool(z) এর উপরে যে Hand tools(h) আছে তাতে দ্রুত ডবল ক্লিক করুন-
কিবোর্ড শর্টকাটের
সাহায্যে জুম ছোট-বড় করা-
যদি
অন্য কোন টুল সিলেক্ট করা থাকে, আর তখণ যদি জুম বড় করতে হয় তাহলে কিবোর্ড শর্টকাটের সাহায্যে আমরা খুব সহজেই এই কাজটি
করতে পারি। এই জন্য কি-বোর্ড থেকে ctrl+space এক সাথে চাপুন।
তাহল আপনার কার্সারের আইকন যাই থাকুন না কেন সেটা জুম টুলের আইকন হবে এবং ক্লিক
করার সাথে সাথে ছবিটি বড় হবে। পূনরায় জুম ছোট করতে হলে কিবোর্ড থেকে ctrl+alt+space এক সাথে চাপুন এবং ক্লিক করুন তাহলে ছবিটির জুম ছোট হবে।
নির্দিষ্ট অংশ
বড় করা-
আমরা কোন ছবির নির্দিষ্ট কিছু অংশ বড় করে দেখতে চাই। তাহলে জুম টুলের সাহায়্যে কাজটি খুব সহজেই করতে পারব। এই জন্য যে অংশটুকু বড় করতে চাই ঠিক তার উপরের অংশে বাম বাটনে ক্লিক করে চেপে ধরে টেনে নিচের দিকে নিয়ে যাবো। তাহলে সেই অংশটুকু অনেক বড় করে দেখা যাবে। নিচের ছবির মত-
ঠিক অবস্থায় আপনারা যদি ছবির অন্য অংশটুকু দেখতে চান, তাহলে Hand tool এর সাহায্যে খূব সহজেই দেখতে পারবেন। এই জন্য Tool bar থেকে Hand tool এ ক্লিক করুন। তাহলে আপনার কার্সর হাতের মত হয়ে যাবে। এখন মাউস দিয়ে ক্লিক করে চেপে ধরে ডানে টান দিলে বামের অংশ দেখতে পাবেন এবং বাম দিকে টান দিলে ডানের অংশ দেখতে পাবেন-
পূনরায় স্বাভাবিক অবস্থায় আনতে হলে Tool bar থেকে Hand tool এ দ্রুত ডবল ক্লিক করুন। অথবা কিবোর্ড থেকে ctlr+0 চাপুন
এই আমাদের
জুম টুলের ব্যবহার । আশাকরি azmol
photoshop ওয়েব সাইটের মাধ্যমে আপনারা খূব সহজেই শিখেছেন Zoom Tools এর ব্যবহার।
No comments