Microsoft Excel এ DSUM ফর্মৃলার কাজ খুবই গুরুত্বপূর্ণ
বিভিন্ন কোম্পানি তাদের যাবতীয় মালামালের ক্রয়, বিক্রয় এবং অবশিষ্ট এর সকল হিসাব MicrosoftExcel এন্ট্রি করে থাকে। তবে এই জাতীয় ডাটা এন্ট্রির কাজ করার জন্য অনেক ধরনের Paid Software রয়েছে। যা অনেক ব্যায় বহুল। সবার পক্ষে এই ব্যায় বহুল সফটওয়্যার ক্রয় করা সম্ভব না।
তাই তাদের সকলের জন্যই Microsoft Excel যথেষ্ট। তাই আজকের লেসনে আমরা Microsoft Excel এর DSUM ফর্মৃলার কাজ শিখব। তবে এ ফর্মুলা দিয়ে কি হবে একটু বিস্তারিত জানিয়ে রাখি। ধরুন আপনার কোম্পানীতে অনেক ধরনের পন্য রয়েছে। এই সব পন্য কত গুলো বিক্রয় হলো আর কত গুলো আপনার কাছে আছে, তা জানতে চাইলে অথবা খোজ করলে অনেক সময় লেগে যাবে।
No comments