How to make money from blogging- Part-2 | earn money from blogging 2021

টাকা ইনভেস্ট না করেই কিভাবে প্রত্যেক মাসে ২৫-৩০ হাজার টাকা ইনকাম করা যায়। আজকে ২য় পোষ্ট

How to make money from blogging- Part-2 | earn money from blogging


হাতে কিছুটা সময় নিয়ে একটু ভাবুন, আপনারা যে বিভিন্ন web site থেকে software, natok, movie, image, অডিও গান, এমপিথ্রি, ভিডিও ক্লিপ, চাকুরীর বিজ্ঞপ্তি, নিউজ, সমসাময়িক যেকোন ঘটনা, ওয়াজ, গজল, ইসলামিক সংগীতসহ আরো অনেক কিছু ওয়েব সাইট থেকে ডাউনলোড করে থাকেন এবং বিভিন্ন ধরনের খরব পেয়ে থাকেন । এই download বা খরব প্রচার করার ফলে আপনার অনেক উপকার হচ্ছে । কিন্তু যারা এই সকল কিছু শেয়ার করে তাদের কি লাভ? তারা কেনইবা আপনার জন্য তারা এই সব শেয়ার করবে। আপনি ঘরে বসেই একটা laptop অথবা desktop computer এর সাহায্যে অথবা কোন দামী স্মার্ট মোবাইল দিয়ে আপনি সব কিছু download করে নিচ্ছেন, কোন প্রকার টাকা-পয়সা না দিয়ে। আপনার খুব উপকার হলো কিন্তু তাদের কি লাভ?

 

আপনারা হয়তবা লক্ষ্য করেছেন, যখনই কোন কিছু ডাউনলোড করতে যান, ঠিক সেই সব ওয়েব সাইটে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন চলে। এই বিজ্ঞাপন থেকেই তাদের ইনকাম্। তা না’হলে কেউ কি বিনা লাভে কোন কিছু শেয়ার করবে। বিভিন্ন ধরনের সফওয়্যার রয়েছে যেগুলো আপনি ব্যবহার করতে চান কিন্তু ব্যবহার করতে পারেন না। কারন এই সব কিনতে ডলার প্রয়োজন আর আপনার কাছে ডলার নেই। ঠিক সেই সব সফটওয়্যার, ভিডিও, অডিও, ছবি, যা যা আপনার প্রয়োজন সব কিছুই আপনি পাচ্ছেন বীনা পয়সায় তাদের মাধ্যমে। একটি web site এ যত বেশি ভিজিটর তত বেশি ইনকাম। আপনারা যত সময় ধরে বিভিন্ন ওয়েব সাইটে থাকবেন, তত বেশি তাদের ইনকাম হবে। তাই আপনার না চাইলেও বিভিন্ন ওয়েব সাইটে সময় দিন। কারণ তাদের জন্য আজকে আপনি বিনা পয়সায় অনেক কিছু download করতে পারছেন।

 

How to make money from blogging- Part-2 | earn money from blogging

এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ওয়েব সাইটে ads গুলো কারা দেয়? বিভিন্ন ধনের বিজ্ঞাপনের site রয়েছে, যেখানে আবেদন করতে হয়। আপনার যে ওয়েব সাইট আছে, সেটা তারা যাচাই করে দেখবেন। আপনি যে সাইট তৈরী করেছেন, সেটা তাদের নিয়ম অনুসরন করেছেন কিনা? কোন কপি-রাইট কিছু আছে কিনা? এডাল্ট কোন ছবি, মুভি, ভিডিও, অথবা যেকোন সফটওয়্যারের ক্রাক, মাদক, ভয়ানক ভিডিও, জাতীয় কিছূ আছে কিনা? এই সকল কিছু না থাকলেই আপনি বিজ্ঞাপন পাবেন। তারপরেই আপনার সাইটে ads লাগানোর অনুমতি দিবে।

 



কারণ আপনি যদি কষ্ট করে না লিখে অন্য কারওটা কপি পেষ্ট করে সাইটে প্রচার করেন। তাহলে একই ধরনের ওয়েবসাইট অনেক গুলো হয়ে গেলো। তাই ওয়েব সাইট বানাতে হবে সম্পুর্ণ নতুন। তখনই বিজ্ঞাপন দাতারা আপনার সাইটে বিজ্ঞাপন দিবে। অনেক ধরনের বিজ্ঞাপন সাইট আছে, যারা বিভিন্ন সাইটে তাদের বিজ্ঞাপন প্রচার করে থাকে। সেখান থেকে টাকা ইনকাম করা সম্ভব। তবে সবচেয়ে বিশ্বস্থ হচ্ছে গুগলের এডসেন্স। এখান থেকে আপনি নিশ্চিন্তে বিজ্ঞাপনের মাধমে মাসে ২৫-৩০ হাজার কি তার চেয়েও বেশি টাকা ইনকাম করতে পারবেন। আপনারা যে ইউটিউবে ভিডিও দেখেন। 


সেখানেো কিন্তু বিজ্ঞাপন চলে, সেই বিজ্ঞাপন থেকে সেই youtube channel মালিকের টাকা ইনকাম হয়। কারণ এত কষ্ট করে একজন ভিডিও বানাবে, যদি তার কোন লাভ না হয়, তাহলে এত কষ্ট কেন করবে? আপনি চাইলে ইউটিউব থেকেও ইনকাম করতে পারে, সেটাও কিন্তু এই AdSense এর মাধ্যমে। কারণ গুগল, ইউটিউব, এডসেন্স, জি-মেইল, ব্লগার সব এক কোম্পানী। অনেকেই আছে, যারা ইউটিউবের ভিডিও বানিয়ে মাসে ৬-৭ লাখ অথবা তারচেয়েও বেশি টাকা ইনকাম করে, যেটা শুনলে বিশ্বাস করার মত না। কিন্তু সত্যিটাই হলো আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত বেশি ইনকাম করতে পারবেন।

 

How to make money from blogging- Part-2 | earn money from blogging


যেকোন ধরনের ওয়েব সাইট তৈরী করা সহজ আবার কঠিণ। আসলে যেকোন ধরনের কাজের মাঝে যদি আপনি আনন্দ খুজে পান। তাহলে সেই কাজটি করতে আপনার কোন পরিশ্রম হবে না। কিন্তু যদি আপনি সেটাকে অনেক কঠিন মনে করেন, তাহলে কোনকা্জই আপনি ঠিক মত করতে পারবে না। দুটি মাধ্যমে আমরা ওয়েব সাইট বানাতে পারি। একটি হচ্ছে গুগলের blog স্পটে অপরটি হচ্ছে ওয়ার্ড প্রেস। তবে গুগলের blog সাইটে একটি web site করতে কোন প্রকার টাকা ইনভেস্ট করতে হবে না। এটা সম্পূর্ণ ফ্রি ও বিনা মূলে। আর WordPress সাইট করতে আপনাকে ডোমেইন ও হোস্টিং ক্রয় করতে হবে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে,  ডোমেইন ও হোস্টিং কি?

 

ডোমেইন হচ্ছে ওয়েব সাইটের এড্রেস বা নামকে বলে। যেমন-https://azmolphotoshop.blogspot.com/, www.Facebook.com, www.youtube.com, www.twitter.com, www.prothom-alo.com, লাল বর্ডার দেওয়া যে নাম আছে এই নাম গুলোকে বলে ডোমেইন। ওয়ার্ড প্রেসের জন্য ডোমেইন কিনতে হয় কিন্তু ব্লগের জন্য কোন ডোমেইন কিনতে হয় না। তবে আপনি যে নামটি পছন্দ করবেন, ঠিক তার শেষে blogspot.com এই কথাটি যুক্ত থাকবে। যেমন আমার ওয়েব সাইটটি। যদি আমি ডোমেইন কিনতাম তাহলে হতো www.azmolphotoshop.com এখানে আর কোন নাম যুক্ত হতো না।


 

How to make money from blogging- Part-2 | earn money from blogging


হোস্টিং হচ্ছে, আপনার যে ফাইল, ছবি, ভিডিও, এই গুলো  যখন web সাইটটে আপলোড করবেন তখন কোথায় থাকে এই সব ফাইল? কখনও কি আপনি ভেবে দেখেছেন। এই সব থাকে হোষ্টিং এ, সহজ ভাষায় হোস্টিংকে জায়গা বলা যেতে পারে। আপনার যেমন কম্পিউটারে হার্ডডিক্স আছে, ঠিক ওই রকম ওয়েব সাইটের হার্ডডিক্স আছে এবং সেগুলোকে যেখানে রাখে তাকে সার্ভার বলে। সাধারণত আপনারা অনেকে সময় লক্ষ্য করবেন যে, কোন সাইটে গিয়ে আপনি ডুকতে পারছে না, কারণ সার্ভার ইরর দেখায়। মানে হচ্ছে আপনি যে এড্রেস টাইপ করেছেন, সেই নামের সাথে কোন হোস্টিং এর লিংক নেই। সাধারণত আপনারা যখন কোন ওয়েব সাইটের এড্রেস লিখেন, সেটা সরাসরি সার্ভারে গিয়ে ওই সব ফাইলকে ওপেন করে আপনার সামনে নিয়ে আসে। যেমন পরীক্ষার ফলাফল দেখার সময় ওয়েব সাইট অনেক স্লো হয়ে যায়। ঠিক মত রেজাল্ট দেখতে পারা যায় না।  সারা ঢাকা বোর্ডের সবাই একই এড্রেস থেকে সার্ভারে ডোকার চেষ্টা করে।  নিচের ছবিটি একটি সার্ভারের


 

How to make money from blogging- Part-2 | earn money from blogging

 


বিভিন্ন ধরনের ওয়েব সাইট থেকে আপনরা ডোমেইন ও হোস্টিং কিনতে পারেন। তবে ডোমেইন ও হোস্টিং না কিনে কি করে একটি ফ্রি-তে ওয়েব সাইট বানাতে হয়, সেটাই আজকে শিখব।

 

যেহেতু আমরা প্রথম অবস্থায় একটি ফ্রি ওয়েব সাইট বানাবো। তাই আমরা প্রথমে গুগলের ব্লগ স্পটে বানাবো। কিন্তু একটি ওয়েব সাইট বানাতে কি কি দরকার?

১। ল্যাপটপ অথবা ডেক্সটপ কম্পিউটার / স্মার্ট মোবাইল

২। ইন্টারনেট কানেকশন

৩। জি-মেইল আইডি

৪। নিশ বা টপিক

 

১। আপনার যদি একটি ল্যাপটপ অথবা ডেক্সটপ কম্পিউটার থাকে। তাহলে আপনি খুব সহজেই ওয়েব সাইট বানাতে পারবেন। আর যদি স্মার্ট মোবাইল থাকে,তাতে আপনি ওয়েব সাইট বানাতে পারবেন। তবে কাজ করতে কিছুটা হলেও কষ্ট হবে।

 

২। আপনাদের কাছে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। যদি ব্রন্ডব্যন্ড অথবা ওয়াই-ফাই থাকে, তাহলে কাজ করে অনেক সুবিধা হবে। তবে এমবি (ডাটা) কিনে একটি ওয়েব সাইট বানাতে হলে অনেক ডাটার খরচ সাথে টাকার খরচ বেশি হবে। সাথে নেটওয়ার্ক সমস্যা হলে ঠিক মত কাজ করে সুবিধাহবে না। তাই চেষ্টা করবেন ওয়াই-ফাই অথবা ব্রডবেন্ড লাইন ব্যবহার করার জন্য।

 

৩। ইন্টারনেটে যাবতীয় কাজের জন্য একটি ই-মেইল আইডির প্রয়োজন। ফ্রি মেইল আইডি তৈরী করার অনেক সাইট আছে, যেমন- yahoo, G-mail, Hotmail। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে জি-মেইল। কারণ একটি জিমেইল দিয়ে আপনি অনেক ধরনের একাউন্ট করতে পারবেন। যেমন-Google Adsense, youtube, blogging, google drive, google meet, google photo সহ আরো অনেক সেবা আছে যা আপনি মাত্র একটি G-mail ID খুলেই করতে পারবেন।

 

৪। আপনি কোন নিশ বা টপিকের উপর blog site বানাবেন, সেটা্ আগে সিদ্ধান্ত গ্রহণ করেন। আগের পোষ্টে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। আশাকরি সেই পোষ্ট আপনারা পরেছেন। যদি না পরে থাকে, তাহলে অবশ্যই বলব সেই পোষ্টটিতে একটু ঘুরে আসুন।

 

সাধারণত আপনারা বিভিন্ন ধরনের blog site দেখেছেন যেখানে আপনারা নিদিষ্ট একটি নিশ বা টপিকের উপর blog site তৈরী করা। স্বাস্থ্য, নিউজ, পত্র-পত্রিকা, খেলাধুলার খরব, ম্যাগাজিন, নাটক, মুভি, ওয়াজ, হাদিস, ইসলামিক বিষয় সহ আরো অনেক বিষয় আছে। যেগুলো নিয়ে আপনারা গুগলের ব্লগ সাইটে চমৱকার একটি blog site বানাতে পারেন। তবে একটি ওয়েব সাইটে আপনারা চাইলে একাধিক বিষয় নিয়েও blog site বানাতে পারেন এবং সেখান থেকে অনেক টাকা আয় করতে পারবেন।

  

আশাকরি আজকের পোষ্টটি আপনাদের ভাল লেগেছে। আগামী পোষ্টে আমরা একটি জিমেইল আইডি তৈরী করা এবং কিভাবে সেটি ভ্যারিফাই করবেন? কিভাবে জি-মেইল আইডিকে হাই সিকিউরিটি বানাবেন, যাতে করে কেউ হ্যাক করতে না পারে। এই সকল বিষয়ে আপনরা জানতে পারবেন। আর আজকের পোষ্টটি বেশি বেশি শেয়ার করেন আপনার সকল সোস্যাল মিডিয়াতে, আপনার বন্ধুদের সাথে, যাতে করে তারাও আপনার মত ব্লগ সাইট থেকে প্রত্যেক মাসে প্রচুর পরিমানে টাকা ইনকাম করতে পারে।




 

Keywords:
how to make money from blogging
how to start a blog and make money
how to create a blog for free and make money
how to make money blogging for beginners
how do bloggers make money
how to monetize a blog
how to start a blog for free and make money
how to earn money from blog
how to start a blog with no money
how to make money on medium
how to write a blog and make money
how to monetize your blog
how to earn from blogging
how to start blogging and earn money
how to start a blog and get paid
how to blog and make money
how to earn money through blogging
how to earn through blogging
how to create a blog and make money
how to create blog and earn money
how do bloggers get paid
how to do blogging and earn money
how to make money under 18
how to make money 2021
how to become a blogger and make money
how to blog and earn money
how to make money blogging 2020
how to make money off a blog
how do you make money blogging
how to make money with wordpress in 48 hours
how to write blog and earn money
how to get paid for blogging
how to start a blog to make money
how to make money through blogging
how to blog for money
how to blog for profit
how to start a blog on facebook and earn money
how to make money on pinterest without a blog
how do bloggers earn money
how to start blogging for money
how to make blog and earn money
how to start a food blog and make money
how to become a blogger and earn money
how to start a profitable blog
how to earn money by writing blogs
how to make money writing a blog
how to become a blogger and get paid
how to make a blog and make money
how to earn from blog writing
what is blogging and how to make money from it
how to make money on wordpress
how to monetize wordpress blog
how to create a blog for free on google and earn money
how to earn money from wordpress
how does medium make money
how does wordpress make money
how to put ads on blogger without adsense
how to be a blogger and get paid
how to make money online games legit
how to make money under 16
how to earn from wordpress
how to get paid to blog
how to monetize my blog
how to earn money from free wordpress blog
how to monetise a blog
how do food bloggers make money
how to earn money under 18
how to make money on tumblr
how to make money from your blog
how to make money from medium
how to earn money from medium
how to start a travel blog and make money
how to earn money on pinterest without a blog
how to become a successful blogger and make money
how to start a blog and get paid for it
how to make a profitable blog
how do you start a blog and make money
how to write a blog for money
how to start your own blog and make money
how to monetise your blog
how can i make fast money online
how to get money from blogging
how to start blogging to earn money
how to start a successful blog and make money
how can i earn money at 14
how to make money from blogging 2020
how to start blogging and earn
how do people make money blogging
how to start a blog that pays
how to be a blogger and earn
how to make passive income 2021
how to earn money in 2021
how to make money from home 2021
how does tumblr make money
how to start a blog and make money from it
how to make money with easkme
how to monetize wordpress
how to blog and earn
how can i start blogging for money
how can i earn money from home as a student
how can i write blog and earn money
how can i become a blogger and earn money
how do i start a blog to make money
how to make money online blog
how can i make money from blogging
how to make $200 a day passive income
how to make money on pinterest with a blog
how do you get paid for blogging
how to earn money without investment through mobile for students
how wordpress makes money
how to start writing blogs and earn money
how can i earn money by blogging
how do you make money on medium
how to make a blog that makes money
how to make money under 13
how to make money blogging fast
how to start a blog for free and get paid
how to make money as a food blogger
how can i earn from blogging
how do you earn money from blogging
how to earn money without investment through mobile apps
how to monetize a blog without ads
how to make money from my blog
how to make money writing on medium
how to get paid for blogging on wordpress
how to make a blog for free and earn money
how to earn through wordpress
how to make money blogging 2021
how to make money from a blog 2020
how to start a blog and make money youtube
how to earn money from blogging

 

 

 

 

 

No comments

Powered by Blogger.
.