Free Adobe Photoshop Tutorial Course for Beginners | Image Open-Close best tutorial
এডোবি ফটোশপের
প্রথম টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। azmolphotoshop ওয়েব সাইটের মাধ্যমে আপনারা গ্রাফিক্স
ডিজাইনের কাজ খুব সহজেই শিখতে পারবেন। আপনারা যারা আউট সোসিং অথবা ফ্রিল্যান্সীং এর
কাজ করতে চান। তারা সকলেই নিয়মিত আমার ওয়েব সাইটের সব গুলো পোষ্ট মনোযোগ সহকারে পরবেন।
এডোবি ফটোশপ
অথবা গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে হলে আপনার কিছু Image-Pictures এর প্রয়োজন হবে।
এই সব Image-Pictures দিয়ে আমি আপনাদের সকল কাজ শিখাবো। তাই আপনাদের সুবিধার্থের কারণে
নিচের ডাউনলোড লিংক থেকে ছবি গুলো ডাউনলোড করে নিন এবং জীব ফাইলকে আনজীপ করে আপনার
কম্পিউটারের যেকোন ড্রাইভে রাখতে পারেন। তবে কাজ শিখানো সুবিধার্থে D-Drive এর রাখলে
খুব ভালো হবে। কারণ আমিও সব গুলো ইমেজ D-Drive এ রাখব।
আজকের টিউটোরিয়ালে যা যা শিখব-
Multiple Image-PicturesOpen করা-
Image/Pictures Open
সর্বপ্রথম এডোবি ফটোশপ ওপেন করুন। তাহলে নিচের মত ছবিটি দেখতে
পাবেন-
এবার উপরের
ছবিটি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন (লাল বর্ডার)। Open এবং select one দুটির যেকোন
একটিতে আপনি ক্লিক করুন। কারণ Open এ ক্লিক করলে যে Open বক্স আসবে এবং select one
ক্লিক করলেই সেই একই Open বক্স আসবে। তাই ছবি ওপেন করার জন্য আপনি যেকোন একটাতে ক্লিক
করলেই হবে-
এবার পাশে লক্ষ্য করে দেখেণ যে, আপনার হার্ডডিক্সের সকল ড্রাইভ দেখা যাচ্ছে। আপনি ডাউনলোড করা ইমেজ যে ড্রাইভের ফোল্ডারের মধ্যে রেখেছেন ওই ড্রাইভে ক্লিক করে ফোল্ডারটি ওপেন করুন। তারপরে আপনার পছন্দের ছবিটি ক্লিক করে Open বাটনে ক্লিক করুন। আমি Orange ইমেজটি সিলেক্ট করলাম-
ঠিক এই ভাবে
আপনারা যেকোন ছবি ওপেন করতে পারবেন।
Image/Pictures Close
এবার আমরা এই ওপেন করা Image কে Close করা শিখব। এই জন্য খুব ভালো করে লক্ষ্য করে দেখেণ ইমেজের যে নাম দেওয়া আছে Orange এই লিখার শেষে ( x ) ক্রোস চিহ্ন আছে, ওখানে ক্লিক করার সাথে সাথেই আপনার Image টি ক্লোজ বা বন্ধ হয়ে যাবে।
Multiple Image-Pictures Open
এবার আমরা শিখব
একের অধিক ২,৩,৪,৫ ছবি বা ইমেজ কিভাবে ওপেন করতে হয়। এই জন্য প্রথমের মতই Open এ ক্লিক
করুন। তারপরে সেই ইমেজ ফোল্ডারটি আসলে কি-বোর্ড থেকে Ctrl চেপে ধরে যতগুলো ছবি
ওপেন করতে চান। ততগুলো ছবিতে মাউস দিয়ে ক্লিক করুন-
প্রয়োজনীয় সব
ছবি সিলেক্ট করার পরেই ওপেন বাটনে ক্লিক করুন। তাহলে আপনার সিলেক্ট করা সব গুলো ছবিই
ওপেন হবে। আমি ৫টি ছবি এক সাথে ওপেন করছি-
Multiple Image-Pictures Close
এবার সব গুলো
ছবিকে একসাথে Close করতে হবে। এই জন্য কিবোর্ড
থেকে Shift বাটনে চেপে ধরে ছবির নামের শেষে ( x ) ক্রোস চিহ্ন ক্লিক করুন, তাহলে সব গুলো ছবি ক্লোজ হয়ে যাবে-
এছাড়াও ছবি
ওপেন করার জন্য আপনারা মেনুবার থেকে Pictures ওপেন এবং Close করতে পাবেন। এই জন্য
File>Open ক্লিক করুন। তাহলে সেই আগের মতই Open বক্স আসবে। তখণ প্রয়োজনীয় ছবি
সিলেক্ট করে Open বাটনে ক্লিক করুন-
আর ক্লোজ করতে
হলে File>Close ক্লিক করুন। তাহলে আপনার সব গুলো ছবি Close হয়ে যাবে।
এছাড়াও আপনারা
যখন কোন ছবি নিয়ে কাজ করবেন, সব গুলো ছবি Recent এ History হয়ে থাকবে। আপনি চাইলে ওখানে
থাকা ছবিকে ওপেন করতে হলে, ছবিতেই ক্লিক করুন। তাহলে সেই ছবিটি ওপেন হবে-
আপনার কাছের
সুবিধার জন্য যদি অনেক গুলো ছবি একসাথে ওপেন করে থাকে, যেমন 150-200 অথবা তার চেয়েও
বেশি সেই সব ছবি একসাথে ক্লোজ করতে হলে File>Close All এ ক্লিক করুন-
Keyboard Shortcut কমান্ড প্রয়োগ-
কিবোর্ড শর্টকাটের
সাহায্যে ফটোশপের কাজ অনেক সহজ ভাবে করা যায়। তাই খুব সহজেই শিখিয়ে দিচ্ছি
Keyboard Shortcut কমান্ড। মেনুবার থেকে যেকেনা মেনুতে ক্লিক করার সাথে সাথে যেকমান্ড
আসে সেগুলোর শেষে লিখা থাকে কি-বোর্ড শর্টকার্ট
কমান্ড। যেমন ফাইল মেনুর কিছু শর্টকাট কমান্ড দেখাচ্ছি:
File> New
(Ctrl+N)
File> Open
(Ctrl+O)
File>
Close (Ctrl+W)
File>
Close All (Alt+Ctrl+W)
প্রতিটি কমান্ডের শেষে যে Ctrl+N এই জাতীয় লিখা আছে, সেগুলোই হলো
কি-বোর্ড শর্টকাট কমান্ড। তবে কিবোর্ড শর্টকাট কমান্ড দিতে হলে কিবোর্ড থেকে Ctrl বাটন
চেপে ধরে ইংরেজি বর্ণতে একবার চাপ দিলেই হবে। তবে Ctrl বাটন চেপে ধরে রাখতে হবে। আপনি
চাইলে এখন কিবোর্ড থেকে Ctrl চেপে ধরে O চাপুন, তাহলে ওপেন বক্স আসবে। এছাড়াও আরো অনেক
কি-বোর্ড শর্টকার্ট কমান্ড আছে যা কাজ করতে করত আপনারদের মুখস্ত হয়ে যাবে।
আজকের আমাদের ফটোশপের ১ম টিউটোরিয়াল ক্লাস। আশাকরি আপনারা নিয়মিত আমার ফটোশপের টিউটোরিয়াল পোষ্ট গুলো মনোযোগ সহকারে পড়বেন। যদি কোন সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টের উত্তর দেওয়ার।
No comments