Free Adobe Photoshop Tutorial Course for Beginners | Image Open-Close best tutorial

এডোবি ফটোশপের প্রথম টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। azmolphotoshop ওয়েব সাইটের মাধ্যমে আপনারা গ্রাফিক্স ডিজাইনের কাজ খুব সহজেই শিখতে পারবেন। আপনারা যারা আউট সোসিং অথবা ফ্রিল্যান্সীং এর কাজ করতে চান। তারা সকলেই নিয়মিত আমার ওয়েব সাইটের সব গুলো পোষ্ট মনোযোগ সহকারে পরবেন।

Free Adobe Photoshop Tutorial Course for Beginners | Image Open-Close best tutorial


এডোবি ফটোশপ অথবা গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে হলে আপনার কিছু Image-Pictures এর প্রয়োজন হবে। এই সব Image-Pictures দিয়ে আমি আপনাদের সকল কাজ শিখাবো। তাই আপনাদের সুবিধার্থের কারণে নিচের ডাউনলোড লিংক থেকে ছবি গুলো ডাউনলোড করে নিন এবং জীব ফাইলকে আনজীপ করে আপনার কম্পিউটারের যেকোন ড্রাইভে রাখতে পারেন। তবে কাজ শিখানো সুবিধার্থে D-Drive এর রাখলে খুব ভালো হবে। কারণ আমিও সব গুলো ইমেজ D-Drive এ রাখব।


Download Link: Image Open-Close

আজকের টিউটোরিয়ালে যা যা শিখব-

Image/Pictures Open করা-

Image/PicturesClose করা-

Multiple Image-PicturesOpen করা-

Multiple Image-PicturesClose করা-

Keyboard Shortcut কমান্ড প্রয়োগ

 


Image/Pictures Open

সর্বপ্রথম এডোবি ফটোশপ ওপেন করুন। তাহলে নিচের মত ছবিটি দেখতে পাবেন-

 

এবার উপরের ছবিটি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন (লাল বর্ডার)। Open এবং select one দুটির যেকোন একটিতে আপনি ক্লিক করুন। কারণ Open এ ক্লিক করলে যে Open বক্স আসবে এবং select one ক্লিক করলেই সেই একই Open বক্স আসবে। তাই ছবি ওপেন করার জন্য আপনি যেকোন একটাতে ক্লিক করলেই হবে-

 
Free Adobe Photoshop Tutorial Course for Beginners

এবার পাশে লক্ষ্য করে দেখেণ যে, আপনার হার্ডডিক্সের সকল ড্রাইভ দেখা যাচ্ছে। আপনি ডাউনলোড করা ইমেজ যে ড্রাইভের ফোল্ডারের মধ্যে রেখেছেন ওই ড্রাইভে ক্লিক করে ফোল্ডারটি ওপেন করুন। তারপরে আপনার পছন্দের ছবিটি ক্লিক করে Open বাটনে ক্লিক করুন। আমি Orange ইমেজটি সিলেক্ট করলাম-

 Free Adobe Photoshop Tutorial Course for Beginners

ঠিক এই ভাবে আপনারা যেকোন ছবি ওপেন করতে পারবেন।

 Free Adobe Photoshop Tutorial Course for Beginners
 

Image/Pictures Close 

এবার আমরা এই ওপেন করা Image কে Close করা শিখব। এই জন্য খুব ভালো করে লক্ষ্য করে দেখেণ ইমেজের যে নাম দেওয়া আছে Orange এই লিখার শেষে ( x ) ক্রোস চিহ্ন আছে, ওখানে ক্লিক করার সাথে সাথেই আপনার Image টি ক্লোজ বা বন্ধ হয়ে যাবে। 

Free Adobe Photoshop Tutorial Course for Beginners

Multiple Image-Pictures Open

এবার আমরা শিখব একের অধিক ২,৩,৪,৫ ছবি বা ইমেজ কিভাবে ওপেন করতে হয়। এই জন্য প্রথমের মতই Open এ ক্লিক করুন। তারপরে সেই ইমেজ ফোল্ডারটি আসলে কি-বোর্ড থেকে Ctrl চেপে ধরে যতগুলো ছবি ওপেন করতে চান। ততগুলো ছবিতে মাউস দিয়ে ক্লিক করুন-

 Free Adobe Photoshop Tutorial Course for Beginners

প্রয়োজনীয় সব ছবি সিলেক্ট করার পরেই ওপেন বাটনে ক্লিক করুন। তাহলে আপনার সিলেক্ট করা সব গুলো ছবিই ওপেন হবে। আমি ৫টি ছবি এক সাথে ওপেন করছি-

Free Adobe Photoshop Tutorial Course for Beginners 

Multiple Image-Pictures Close

এবার সব গুলো ছবিকে একসাথে  Close করতে হবে। এই জন্য কিবোর্ড থেকে Shift বাটনে চেপে ধরে ছবির নামের শেষে ( x ) ক্রোস চিহ্ন  ক্লিক করুন, তাহলে সব গুলো ছবি ক্লোজ হয়ে যাবে-

 

এছাড়াও ছবি ওপেন করার জন্য আপনারা মেনুবার থেকে Pictures ওপেন এবং Close করতে পাবেন। এই জন্য File>Open ক্লিক করুন। তাহলে সেই আগের মতই Open বক্স আসবে। তখণ প্রয়োজনীয় ছবি সিলেক্ট করে Open বাটনে ক্লিক করুন-

Free Adobe Photoshop Tutorial Course for Beginners


আর ক্লোজ করতে হলে File>Close ক্লিক করুন। তাহলে আপনার সব গুলো ছবি Close হয়ে যাবে।

 

এছাড়াও আপনারা যখন কোন ছবি নিয়ে কাজ করবেন, সব গুলো ছবি Recent এ History হয়ে থাকবে। আপনি চাইলে ওখানে থাকা ছবিকে ওপেন করতে হলে, ছবিতেই ক্লিক করুন। তাহলে সেই ছবিটি ওপেন হবে-

 
Free Adobe Photoshop Tutorial Course for Beginners

আপনার কাছের সুবিধার জন্য যদি অনেক গুলো ছবি একসাথে ওপেন করে থাকে, যেমন 150-200 অথবা তার চেয়েও বেশি সেই সব ছবি একসাথে ক্লোজ করতে হলে File>Close All এ ক্লিক করুন-


Keyboard Shortcut কমান্ড প্রয়োগ-

কিবোর্ড শর্টকাটের সাহায্যে ফটোশপের কাজ অনেক সহজ ভাবে করা যায়। তাই খুব সহজেই শিখিয়ে দিচ্ছি Keyboard Shortcut কমান্ড। মেনুবার থেকে যেকেনা মেনুতে ক্লিক করার সাথে সাথে যেকমান্ড আসে  সেগুলোর শেষে লিখা থাকে কি-বোর্ড শর্টকার্ট কমান্ড। যেমন ফাইল মেনুর কিছু শর্টকাট কমান্ড দেখাচ্ছি:

File> New (Ctrl+N)

File> Open (Ctrl+O)

File> Close (Ctrl+W)

File> Close All (Alt+Ctrl+W)

প্রতিটি কমান্ডের শেষে যে Ctrl+N এই জাতীয় লিখা আছে, সেগুলোই হলো কি-বোর্ড শর্টকাট কমান্ড। তবে কিবোর্ড শর্টকাট কমান্ড দিতে হলে কিবোর্ড থেকে Ctrl বাটন চেপে ধরে ইংরেজি বর্ণতে একবার চাপ দিলেই হবে। তবে Ctrl বাটন চেপে ধরে রাখতে হবে। আপনি চাইলে এখন কিবোর্ড থেকে Ctrl চেপে ধরে O চাপুন, তাহলে ওপেন বক্স আসবে। এছাড়াও আরো অনেক কি-বোর্ড শর্টকার্ট কমান্ড আছে যা কাজ করতে করত আপনারদের মুখস্ত হয়ে যাবে।


আজকের আমাদের ফটোশপের ১ম টিউটোরিয়াল ক্লাস। আশাকরি আপনারা নিয়মিত আমার ফটোশপের টিউটোরিয়াল পোষ্ট গুলো মনোযোগ সহকারে পড়বেন। যদি কোন সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টের উত্তর দেওয়ার। 





Keywords:
photoshop tutorial
photoshop tutorial for beginners
adobe photoshop tutorial
photoshop for beginners
adobe photoshop
photoshop tutorials for beginners
photoshop tutorials
photoshop
how to use photoshop
adobe photoshop tutorial for beginners
photoshop course
photoshop complete course
best photoshop course
photoshop course for beginners
photoshop tutorial for beginners 2021
photoshop basics tutorial for beginners
learn adobe photoshop
photoshop basics
tutorial
photoshop tutorial
tutorial (media genre),web design tutorial
edits tutorial
paint tutorial
open camera tutorial
matlab tutorial
in28minutes tutorial
ae tutorial
beginners tutorial photoshop
open camera app tutorial
perfect bow tutorial
photoshop beginner tutorial
matlab tutorial for beginners
drawing tutorial
matlab tutorial in hindi
photoshop cc tutorial beginner
blinking tutorial
photoshop tutorials
basic tutorial photoshop

No comments

Powered by Blogger.
.