Free Adobe Photoshop Tutorial Course for Beginners | Photoshop Interface Menu bar Tools Palate

আজকে আমাদের ২য় ক্লাস। আজকের ক্লাসে আমরা এডোবি ফটোশপের Interface, Menu bar, Tools bar, Palate সম্পর্কে বিস্তারিত জানবো। যেকোন সফটওয়্যারের কাজ শিখলে অবশ্যই সেই সফটওয়্যারের Interface সম্পর্কে  জানা খুবই জরুরী। কারণ প্রত্যেকটি সফটওয়্যারের কাজের জন্য ব্যবহৃত টুল গুলো বা কমান্ডের আলাদা আলাদা নাম আছে। সেই নাম অনুসারে আমরা সকলেই তাদের কে চিনে থাকি। এছাড়াও আপনারা যখনকোন সমস্যার সম্মুখিন হবেন, ঠিক তখনই আপনাদের কাছে আসবে সেই সফটওয়্যারের ইন্টারফেস সম্পর্কে জেনে। যেমনঃ কোন কাজের কারও হেল্প প্রয়োজন হলে, সে মোবাইলে বলতে পারে Palate গিয়ে দেখেন। এখন আপনি Palate কাকে কবলে সেটাই চিনেন না।তাহলেকি করে সমস্যার সমাধান হবে। 


Free Adobe Photoshop Tutorial Course for Beginners | Photoshop Interface Menu bar Tools Palate


তাই মনোযোগ সহকারে এডোবি ফটোশপের ইন্টারফেস সম্পর্কে  ভালো করে জেনে নিন।  

এডোবি ফটোশপের ১ম ক্লাস সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

নিচের ছবিটি ভালো করে লক্ষ্য করে দেখেন-
Free Adobe Photoshop Tutorial Course for Beginners | Photoshop Interface Menu bar  Tools bar Palate

যা যা আজকে শিখব-


Free Adobe Photoshop Tutorial Course for Beginners | Photoshop Interface Menu bar  Tools bar Palate

Menubar

সর্ব উপরে যে বারটি আছে তাকে Menu bar বলা হয়ে থাকে। মেনুবারে মোট ১২টি মেনু রয়েছে। যেমন: File, Edit, Image, Layer Type, Select, Filter, 3D, View, Plugins, Window, Help। এছাড়াও এই সব মেনুর ভিতর অসংখ্যা সাব কি-মেনু রয়েছে। যেমন: Image>Adjustments>Levels ।

মেনুবারের যেকোন মেনুতে ক্লিক করলে লম্বা একটি লিষ্ট আসবে। লিষ্টের মধ্যে থাকা সেই সকল নামের শেষে Ø এই চিহ্ন দেখলে বুঝবেন আরো মেনু আছে। আমাদের যাবতীয় কাজ এই সব মেনুবারের সাহায্যে করব।



Free Adobe Photoshop Tutorial Course for Beginners | Photoshop Interface Menu bar  Tol

Optionbar:

Menu bar এর ঠিক নিচেই রয়েছে Option bar। বিভিন্ন কাজের প্রয়োজনে আমরা যে টুলবার সিলেক্ট করব। সেই টুলবারের জন্য মূলত এই Option bar। টুলবারের সবগুলো টুলের বিভিন্ন ধরনের সেটিং রয়েছে। সেই সব সেটিং  করার জন্য মূলত এই Option bar। যেমন: ব্রাশ টুলের সাইজ ছোট-বড় করা, ক্রোপ টুলের সাইজ সঠিক ভাবে দেওয়া সহ যাবতীয় টুলবারের টুলের সেটিং করা হয় এই Option bar দিয়ে।  নিচে কয়েকটি টুলের অপশনবারে ছবি দেওয়া হলো-

Free Adobe Photoshop Tutorial Course for Beginners | Photoshop Interface Menu bar  Tools bar Palate



Free Adobe Photoshop Tutorial Course for Beginners | Photoshop Interface Menu bar Tools Palate

Document Tab:

আপনারা যে ছবি বা Image নিয়ে কাজ করবেন সেটির যে নাম লিখ আছে, তাকে Document Tab বলা হয়। আপনি যখন কোন Image বা ছবির কাজ করে সেটাকে সেভ করার সময় যে নাম দিবেন সেই নামটি যে ট্যাবে দেখা যাবে তাকেই মূলত বলে থাকে Document Tab । আপনারা যখন ৫টি ছবি একসাথে ওপেন করবেন ঠিক তখন ৫টি Document Tab এবং Save Name দেখতে পাবেন। আপনি যখন যেই Image বা ছবি নিয়ে কাজ করতে চান, সেই Document Tab এ ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে Image টি ওপেন হবে।

এছাড়াও মেনুবার থেকে Window এ ক্লিক করে একদম নিচে লক্ষ্য করে দেখেন, ফটোশপে যতগুলো Image ওপেন করেছেন সব গুলোর নামের লিস্ট দেখতে পাবেন। আপনি চাইলে ওখান থেকেও Image সিলেক্ট করতে পারবেন।


  Plate:


Free Adobe Photoshop Tutorial Course for Beginners  Photoshop Interface Menu bar Tools Palate
মনিটরের বাম পাশে যে টুলস গুলো দেখা যাচ্ছে তাকে তাদের সবগুলোকে Plate বলে থাকে। আপনাদের কাজকে সহজ করর জন্য Adobe Corporation এই সব Plate তৈরী করেছে। এই সব Plate ছাড়াও আরো অনেক Plate রয়েছে। যেগুলো আপনারা Menu bar এ যে Window মেনু আছে, ওখানে ক্লিক করলেই সব গুলো Plate এর নাম দেখতে পাবেন। যেনামের আগে টিক চিহ্ন আছে ওই সব Plate আপনার উন্ডোতে দেখা যাচ্ছে আর যেগুলোর নামের শুরুতে টিক চিহ্ন নেই। সেই সব Plate গুলো আপনারা দেখতে পাবে না। তবে যেগুলো আপনার প্রয়োজন সেগুলের নামের উপর ক্লিক করলেই চলে আসবে। আবার পূনরায় বাদ দিতে চাইলে Plate এর কোনায় ছোট চিকন কয়েকটি দাগ দেওয়া আছে ওখানে ক্লিক করে Close এ ক্লিক করলেই হবে। অথবা Menu bar এ গিয়ে Window মেনুতে ক্লিক করে  Plate এর নামে ক্লিক করলেই সেটা চলে যাবে। 


Free Adobe Photoshop Tutorial Course for Beginners  Photoshop Interface Menu bar Tools Palate

Tools bar

স্কীনের বামপাশে লম্বা যে বারটি আছে, তাকে Tools bar বলা হয়ে থাকে। প্রাথমিক অবস্থায় আমরা যাবতীয় কাজ করবে এই সব Tools bar এর সাহায্যে। এই খানে সর্বমোট ২২টি টুল রয়েছে। তবে এই ২২টি টুলবারের আওতায় প্রতিটি টুলের মধ্যে কোন কোনটিতে ১ টি, ২ টি, ৩ টি, ৪ টি, ৫টি অথবা ৬টি করে Tools আছে। যে টুলবারের নিচের কোনায় ছোট কালো চিহ্ন আছে বুঝে নিবেন ওখানে আরো Tools  আছে। মাউসের বাম বাটনে ক্লিক করে চেপে ধরে রাখবেন। তখণই সেই সব টুল গুলো দেখতে পাবেন। এছাড়াও কিবোর্ড থেকে Alt চেপে ধরে যেকোন টুলে ক্লিক করার সাথে সাথেই সেই টুল পরিবর্তন হতে থাকবে।

 

এছাড়াও কিবোর্ড শর্টকার্ট কমান্ডের সাহায্যে আপনারা Tools bar থেকে টুলস সিলেক্ট করতে পারবেন। যেমন: Move Tools (v) এর শর্টকাট কমান্ড হচ্ছে V । আপনারা কিবোর্ড থেকে V চাপলেই Move Tools (v) সিলেক্ট হবে। অন্য সব টুলের আলাদা আলাদা শর্টকার্ট রয়েছে। তবে যে টুলগুলোর মধ্যে আরো টুল আছে, সেই টুলটি শর্টকার্ট কমান্ড দেওয়ার পরে Shift বাটন চেপে ওই শর্টকার্ট বাটনটি চাপলে সেটি পরিবর্তণ হবে। যেমনঃ একবার কিবোর্ড থেকে  তাছাড়া V চাপার পরেই Shift+V চেপে দেখেন।


তাছাড়া আপনারা একটু লক্ষ করে দেখেন Tools bar টি লম্বা। এডোবি ফটোশপের অন্য ভার্সনে Tools bar টি ছিলো পাশাপাশি ‍দুটি করে  টুল। তবে আপনি চাইলে এখানেও এই কাজটি করতে পারেন। এই জণ্য Tools bar টির উপরে লক্ষ্য করে দেখেন8  এই চিহ্ন তে ক্লিক করার সাথে সাথে আপনার Tools bar টি মোটা হয়ে পাশাপাশি টুলস গুলো চলে আসবে। আবার পূনরায় ওই চিহ্নে ক্লিক করার সাথে সাথে Tools bar টি চিকন হয়ে Single Row Tools হয়ে যাবে।


Free Adobe Photoshop Tutorial Course for Beginners | Photoshop Interface Menu bar Tools Palate
Zoom Identifier 

এই অপশনটির সাহায্যে আপনার ইমেজটি কত % জুম করা হয়েছে, সেটা খুব সহজেই বুঝতে পারবেন। এডোবি ফটোশপের কাজের সুবিদার্থে ছবিকে বড় করে নেওয়া হয়, তাকেই বলে জুম করা। কাজের সময় অনেকেই ছবিকে 500% অথবা এর চেয়ে বেশিও বড় করে কাজ করে। যার ফলে কাজটি খুবই নিখুত হয়ে থাকে। 


মনোযোগ সহকারে ফটোশপের সব গুলো বার সম্পর্কে ভালো করে জেনে নিন। গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে হলে আপনাকে ফটোশপ সম্পর্কে সব জানতে হবে। কারণ ফটোশপের অনেক কমান্ড রয়েছে। যার সব ব্যবহার সবার জানা সম্ভব না। তবে যতটুকু শিখবেন মন দিয়ে শিখবেন এবংপুরটাই মনে রাখবেন। যাতে করে কোন কাজ করতে গিয়ে কোন সমস্যা পড়তে না হয়। 



Keywords:

photoshop,photoshop tutorial,how to reset photoshop tools,photoshop interface,how to reset tools in photoshop,photoshop menu bar missing,adobe photoshop,adobe photoshop tutorial,adobe photoshop (software),photoshop cc,how to use photoshop,photoshop tutorials,photoshop interface psd,photoshop cs2 interface,photoshop interface tutorial,learn photoshop,user interface design photoshop,interface of photoshop photoshop course, photoshop tutorial,adobe photoshop tutorial,photoshop tutorial for beginners,photoshop tutorials,photoshop cc tutorial,photoshop interface,photoshop,photoshop tutorials for beginners,photoshop tutorial beginner,adobe photoshop,photoshop basics,how to use photoshop,photoshop basics tutorial,tutorial,photoshop interface tutorial,photoshop basics tutorial for beginners,photoshop for beginners,photoshop tutorial in hindi,photoshop cc

No comments

Powered by Blogger.
.