How to add a watermark and page numbers to PDF | একাধিক পিডিএফ ফাইলে পেজ নাম্বার ও ওয়াটারমার্ক যুক্ত
পিডিএফ ডকুমেন্টে পেজ নাম্বার ও ওয়াটারমার্ক যুক্ত করতে পারবেন, মাত্র ১ সেকেন্ড সময়ে
যেকোন পিডিএফ ফাইল তৈরী করার সময় যদি পেজ নাম্বার ও ওয়াটারমার্ক দেওয়া না হয়, তাহলে কিন্তু আর PDF File এ পেজ নাম্বার ও ওয়াটারমার্ক দেওয়া সম্ভব না। তবে পিডিএফ তৈরী করার যে মেইন ফাইল থাকে, সেটা হতে পারে এম এস ওয়ার্ড, এম এস এক্সেল, পাওয়ার পয়েন্ট বা অন্য কোন সফটওয়্যার। যদি সেই মেইন ফাইল থাকে তাহলে খুব সহজেই আপনারা সেই ফাইলে পেজ নাম্বার ও ওয়াটারমার্ক দিয়ে খুব সহজ্যেই পিডিএফ বানাতে পারবেন। কিন্তু কোন কারণে যদি আপনার সেই মেইন ফাইল ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার তৈরী করা পিডিএফ ফাইলে কোন প্রকার পেজ নাম্বার ও ওয়াটারমার্ক দিতে পারবেন না।
Download Link: pdfpagenum.blogspot -
--
তাই আপনাদের সকলের কথা চিন্তা করেই আজকে শেয়ার করতে য াচ্ছি এমন একটি ওয়েব সাইট যেই ওয়েব েসাইটের সাহায্যে খুব সহজেই আপনারা পিডিএফ ফাইলে পেজ নাম্বার দিতে পারবেন। সেটা হতে পারে একটি পেজের পিডিএফ ফাইল অথবা একাধিক পেজের পিডিএফ ফাইল, যেকোন ধরনের পিডিএফ ডকুমেন্টের পৃষ্টার পেজ নাম্বার দিতে পারবেন। এর সাথে লিখা অথবা ইমেজ দিয়ে ওয়াটারমার্কও দিতে পারবেন।
তাছাড়া আপনারা যদি চান নির্দিষ্ট একটি পৃষ্টা থেকে পিডিএফ ডকুমেন্টে পেজ নাম্বার দিতে চান তাও দিতে পারবেন এবং যেকোন সংখ্যা থেকেও পেজ নাম্বার শুরু হবে। যেমন আপনি চাচ্ছে ৪ নং পৃষ্টা থেকে পেজ নাম্বার শুরু হবে, এবং পেজ নাম্বার ২ থেকে শুরু, সেটাও আপনারা খুব সহজেই করতে পারবেন আজকের ওয়েব সাইটের মাধমে।
এছাড়াও আপনারা যখন পেজ নাম্বার দিবেন, ঠিক সেই সময় যদি আপনাদের কাছে মনে হয় পেজ নাম্বারটি একটু সরিয়ে ফেলতে হবে অথবা উপরে বা নিচে নামাতে হবে। আপনারা খুব সহজেই এই কাজটি করতে পারবেন। তাই পিডিএফ পেজে নাম্বার দিতে উপরের লিংকে ক্লিক করুন। তাহলে নিচের মত পেজটি দেখতে পাবেন-
এবার ওয়েব সাইটিতে ভালো করে লক্ষ্য করে দেখুন। আপনার চাহিদা মত সব কিছুই আছে। তারপরেও সবগুলো কমান্ডের বিস্তারিত আলোচনা করছি।
Page Number Options
মাঝখানে পেজ দেওয়ার পরে, সেটাকে ডানে অথবা বামে সরাতে পারবেন।
এটার সাহায্যে পেজ নাম্বার উপরেঅথবা নিচে সরাতে পারবেন।
আপনি যে পেজ নাম্বার দিবেন, সেই পেজ নাম্বারের ফন্ট পরিবর্তন করতে পরবেন।
আপনি যে পেজ নাম্বার দিবেন, সেই ফন্টের সাইজ পরিবর্ত
Bold Italic Underline: আপনারা চাইলে পিডিএফ পেজ নাম্বার এর সাথে পেজ নাম্বারটিকে Bold, Italic, Underline দিতে পারবেন।
আপনারা যে পিডিএফ ফাইলে পেজ নাম্বার দিবেন। সেই পিডিএফ ফাইলের কোন পেজ থেকে পেজ নাম্বার শুরু হবে সেটা এখান থেকে উল্লেখ্য করা যাবে। আপনার পিডিএফ ডকুমেন্ট এ যদি 25টি পেজ তাকে আর আপনি যদি চান ৫ নং পেজ থেকে পেজ নাম্বার শুরু হবে। তাহলে এখানে পেজ নাম্বার ৫ দিবেন।
আপনারা পিডিএফ ফাইলে পেজে যে নাম্বার দিবেন সেটা কত নাম্বার থেকে শুরু হবে সেটা েএখানে উল্লেখ্য করতে হবে। যেমন আপনি চাচ্ছে ৪ নং থেকে শুরু হবে পেজে নাম্বার তাহলে েএখনেআপনি ৪ দিবেন।তাহলে আপনার পেজ নাম্বার হবে-4, 5, 6, 7, 8, এই ভাবে।
আপনারা সকর ধরনের পিডিএফ পেজে নাম্বার দিতে পারবেন।
No comments