Motherboard Driver Download করুন সবচেয়ে সহজ উপায়
যেকোন ল্যাপটপ অথবা ডেক্সটপ কম্পিউটারে নতুন করে উইন্ডোজ ইনস্টল করার পরে সবচেয়ে বেশি যেটি প্রয়োজন হয় সেটি হলো Motherboard Driver । এই Motherboard Driver ইন্সটল না করলে আপনি ঠিক মত পিসিতে কাজ করতে পারবেন না। এছাড়াও আপনার কম্পিউটারে সাউন্ড কার্ড, ল্যানকার্ড, ওয়াইফাই পোর্ট, গ্রাফিক্স সহ কোন ড্রাইভার ঠিক মত কাজ করবে না।
এই কারণে সকল কম্পিউটারের ক্ষেত্রে Motherboard Driver সিডি অথবা ডিভিডি খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন ডেক্সটপ কম্পিউটার ক্রয় করে থাকে, তাদের Motherboard Driver সিডি অথবা ডিভিডি সাথেই দেওয়া থাকে। তবে নতুন ল্যাপটপ ক্রয় করল তার সাথে কোন প্রকার ড্রাইভার সিডি বা ডিভিডি থাকে না। কিন্ত সেই ল্যাপটপের যাবতীয় ড্রাইভার ফাইলগুলো কপি করে দেওয়া থাকে ল্যাপটপের যেকোন ড্রাইভে।
এছাড়াও আপনারা যারা পুরাতন কম্পিউটার ক্রয় করে থাকেন। তাদের ক্ষেত্রে ভিন্ন কথা, কারণ
সেই পুরনো কম্পিউটারের সাথে কোন প্রকার Motherboard Driver সিডি অথবা ডিভিডি থাকে না। তাই তাদের কে নির্ভর করতে হয় Driverpack Solution এর
উপর। সেই
ক্ষেত্রে Driver packSolution এর সাইজ প্রায় 16 জিবি থেকে 32 জিবি পর্যর্ন্ত হয়ে থাকে। এছাড়াও পরবর্তিতে
এর সাইজ আরো বেশি হতে পারে।
সাধারনত উইন্ডোজ ইনস্টল করা হয় ৬ মাস থেকে ১ বছর পর পর।অথবা নতুন করে উইন্ডোজ ইনস্টল করার পরেই যদি ভাইরাস এটাক করে থাকে, তাহলে ২ সপ্তাহ পরেও ইনস্টল করা প্রয়োজন হয়। এছাড়াও যারা বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বাসা-বাড়িতে গিয়ে কম্পিউটার সার্ভিসিং করে থাকেন। তাদের দ্বারা এত বড় সাইজের ড্রাইভারপ্যাক সলুশন নিয়ে ঘুরাটাও সম্ভব না। যেকোন জায়গায় নতুন করে উইন্ডোজ ইন্সটল করার পরে যাবতীয় ড্রাইভার ইন্সটল করার প্রয়োজন হয়। এছাড়াও শুধু মাত্র আপনার ল্যাপটপ বা ডেক্সটপ কম্পিউটারের জন্য ৩২ জিবির একটি ড্রাইভার প্যাক ডাউনলোড করে রেখে ৩২ জিবি জায়গায় নষ্ট করার কোন প্রয়োজন নেই।
উপরে লক্ষ্য করে দেখেন মাদারবেোর্ডের নাম ও সিরিয়াল দেওয়ার সাথে সাথেই সব তথ্য চলে আসলো। এবার আপনার পছন্দ মত ড্রাইভার গুলো ডাউনলোড করে নিতে পারবেন।
No comments