যেকোন ল্যাপটপ অথবা ডেক্সটপ কম্পিউটারে নতুন করে উইন্ডোজ ইনস্টল করার পরে সবচেয়ে বেশি যেটি প্রয়োজন হয় সেটি হলো Motherboard Driver । এই Motherboard Driver ইন্সটল না করলে আপনি ঠিক মত পিসিতে কাজ করতে পারবেন না। এছাড়াও আপনার কম্পিউটারে সাউন্ড কার্ড, ল্যানকার্ড,
ওয়াইফাই পোর্ট, গ্রাফিক্স সহ কোন ড্রাইভার
ঠিক মত কাজ করবে না।
এই কারণে সকল কম্পিউটারের ক্ষেত্রে Motherboard Driver সিডি অথবা ডিভিডি খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন ডেক্সটপ কম্পিউটার ক্রয় করে থাকে, তাদের
Motherboard Driver সিডি
অথবা ডিভিডি সাথেই দেওয়া থাকে। তবে নতুন ল্যাপটপ ক্রয় করল তার সাথে কোন প্রকার ড্রাইভার সিডি বা ডিভিডি থাকে না।
কিন্ত সেই ল্যাপটপের যাবতীয় ড্রাইভার ফাইলগুলো কপি করে দেওয়া থাকে ল্যাপটপের যেকোন ড্রাইভে।
এছাড়াও আপনারা যারা পুরাতন কম্পিউটার ক্রয় করে থাকেন। তাদের ক্ষেত্রে ভিন্ন কথা, কারণ
সেই পুরনো কম্পিউটারের সাথে কোন প্রকার Motherboard Driver সিডি অথবা ডিভিডি থাকে না। তাই তাদের কে নির্ভর করতে হয় Driverpack Solution এর
উপর। সেই
ক্ষেত্রে Driver packSolution এর সাইজ প্রায় 16 জিবি থেকে 32 জিবি পর্যর্ন্ত হয়ে থাকে। এছাড়াও পরবর্তিতে
এর সাইজ আরো বেশি হতে পারে।
সাধারনত উইন্ডোজ ইনস্টল করা হয় ৬ মাস থেকে ১ বছর পর পর।অথবা নতুন করে উইন্ডোজ ইনস্টল করার পরেই যদি ভাইরাস এটাক করে থাকে, তাহলে ২ সপ্তাহ পরেও ইনস্টল করা প্রয়োজন হয়। এছাড়াও যারা বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বাসা-বাড়িতে গিয়ে কম্পিউটার সার্ভিসিং করে থাকেন। তাদের দ্বারা এত বড় সাইজের ড্রাইভারপ্যাক সলুশন নিয়ে ঘুরাটাও সম্ভব না। যেকোন জায়গায় নতুন করে উইন্ডোজ ইন্সটল করার পরে যাবতীয় ড্রাইভার ইন্সটল করার প্রয়োজন হয়। এছাড়াও শুধু মাত্র আপনার ল্যাপটপ বা ডেক্সটপ কম্পিউটারের জন্য ৩২ জিবির একটি ড্রাইভার প্যাক ডাউনলোড করে রেখে ৩২ জিবি জায়গায় নষ্ট করার কোন প্রয়োজন নেই।
তাই আজকের পোষ্টে আমি আপনাদের কে শিখাবো কিভাবে খুব সহজেই যেকোন মাদারবোর্ডের ড্রাইভার ডাউনলোড করতে পারবেন। এটা সবচেয়ে সহজ পদ্ধতি। সাধারণত আপনারা নতুন করে windows install করার পরে বুঝে উঠতে পারে না, এটা কোন ধরনের মাদারবোর্ড, নাম কি, ভার্সন কত, কত সিরিজের মাদারবোর্ড। এই সব তথ্য না জানলে আপনি কোন ড্রাইভার ডাউনলোড করতে পারবেন না। তাই মনোযাগ সহকারে আামর পোষ্টটি ফলো করুন, তাহলে যেকোন মাদারবোর্ডের ড্রাইভার আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবেন। যেকোন ল্যাপটপ অথবা ডেক্সটপ কম্পিউটারের মাদারবোর্ডের ড্রাইভার সঠিক ভাবে ইনস্টল না করলে কোন ড্রাইভার কাজ করবে না। এছাড়াও প্রথমে একবার ভুল ড্রাইভার ইনস্টল করলে পরবর্তিতে সঠিক ড্রাইবার ইন্সটল করলেও কাজে আসে না। তাই মন দিয়ে নিচের প্রত্যেকটি কমান্ড ফলো করুন।
আপনার যদি অপারেটিং সিস্টেম এক্সপি, Windows 7, Windows 8, Windows 8, Windows 10 and Windows 11 হয়ে থাকে এবং 32 বিট অথবা 64 বিট হলেও কোন সমস্যা নেই। সব অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে একই নিয়ম। আপনারা মনোযোগ সহকারে নিচের সব গুলো কমান্ডা খুব ভালো করে ফলো করুন।
সর্ব প্রথম স্টার্ট মেনুতে ক্লিক করে টাইপ করুন RUN। রান অপশনটি আসলে তাতে ক্লিক করে Run অপশনটি চালু করুন-
Run অপশনটি চালু হলে এখানে টাইপ করুন পপ তারপরে ওকে ক্লিক করুন- এর ফলে আপনার কম্পিউটারের System Information ওপেন হবে। যেখানে আপনার কম্পিউটারের যাবতীয় তথ্য খুব সহজেই সব কিছু পেয়ে যাবেন। নিচে একটি কম্পিউটারের System Information দেওয়া হলো।-
এবার ভালো করে লাল বর্ডার দেওয়া জায়গায় লক্ষ্য করে দেখেন। মাদারবোর্ডের নাম ও Product নাম্বার দেওয়া আছে। এই দুটোর সাহায্যে আপনি আপনার অথবা যেকোন কম্পিউটারের Motherboard Driver খুজে পেয়ে যাবে। এই জন্য আপনার মাদারবোর্ডের নাম এবং তার পাশে প্রোডাক্ট নাম্বার দিয়ে সার্চ করেন। নিচের ছবিটি লক্ষ্য করুন-
উপরে লক্ষ্য করে দেখেন মাদারবেোর্ডের নাম ও সিরিয়াল দেওয়ার সাথে সাথেই সব তথ্য চলে আসলো। এবার আপনার পছন্দ মত ড্রাইভার গুলো ডাউনলোড করে নিতে পারবেন।
Tags:
gigabyte motherboard driver download,how to install motherboard drivers,how to download motherboard drivers,gigabyte motherboard drivers,motherboard drivers download,motherboard drivers,motherboard,how to download gigabyte motherboard driver,download drivers,drivers,how to download all motherboard drivers,how to download motherboard drivers tamil,how to download motherboard drivers in telugu,how to download motherboard drivers without cd
No comments