অনলাইনে চাকুরীর জন্য ছবি ও স্বাক্ষরকে সাইজ করুন Adobe Photoshop 7.0 দিয়ে
অনলাইনে চাকুরীর আবেদন ফরম পূরণ করতে হলে ছবিকে 300 x 300 pixel এবং স্বাক্ষরকে 300 x 80 pixel এ সাইজ করতে হয়। Adobe Photoshop 7.0 দিয়ে কিভাবে এই কাজটি করবে তা আজকে শিখাবো।
সাধারণত
আপনারা সকলেই জানেন যে বর্তমানে অনলাইনের মাধ্যমে যাবতীয় চাকুরীর ফরম পূরণ করা হয়। এই কারণে ফরমটি পূরণ করার সাথে সাথেই আপনার এক কপি ছবি সারা সাইজ হবে 300 x 300 pixel এবং ওই মুহুর্তে আপনার স্বাক্ষর অনলাইনে আপলোড করতে হবে তার সাইজ হবে 300 x 80 pixel।
ছবি ও স্বাক্ষরকে কিভাবে সাইজ করতে হয় এই কাজটি অনেকেই জানেন না। এছাড়াও অনেকেই আছেন যারা এডোবি ফটোশপ এর কাজ ঠিক মত জানেন না।
তাছাড়াও অনেকের কম্পিউটার লো কনফিগারেশন। তাই আপনাদের এই কাজটি করার জন্য Adobe Photoshop এর Latest Version এর কোন প্রয়োজন নেই।
Adobe Photoshop 7.0 দিয়ে
খুব সহজেই এই (ছবিকে 300 x 300 pixel এবং স্বাক্ষরকে 300 x 80 pixel) কাজটি করতে পারবেন।
Open এ ক্লিক করার সাথে সাথেই Open নামে একটি বক্স আসবে।
ওখানে আপনার ছবিটি
সিলেক্ট করে ওপেনে ক্লিক করুন-
এর পরে পাশের যে Toolbar আছে, ওখান থেকে Crop Tool সিলেক্ট
করুন-
এর
পরে উপরের যে Menuber আছে, ঠিক তার নিচে লক্ষ্য করে দেখুন Option bar ওখানে আপনাকে Width এর সামনে 300px লিখুন এবং Height এর
সামনে 300px লিখুন। Resolution এর বরাবর 300 লিখে এন্টার প্রেস করুন।
এরপরে আপনার ছবিকে সিলেক্ট করুন, যতটুকু
অংশ আপনি 300 x 300
pixel সাইজ করতে চান। তারপরে এন্টারপ্রেস করুন-
এর ফলে আপনার ছবিটি 300
x 300 pixel সাইজ হয়ে যাবে।
এবার ছবিকে JEPG মুডে সেভ করতে হবে। এই জন্য মেনুবার থেকে
File menu তে ক্লিক করে Save as এ ক্লিক করুন।
File name এর বরাবর যেকোন নাম দিন। তারপরে নিচে Format এ ক্লিক করে JPEG এ ক্লিক করে Save এ ক্লিক করুন-
তারপরে যে অপশনটি আসবে, ওখানে আপনাকে
12 এর জায়গায় 3 দিয়ে ok ক্লিক
করুন।
এর ফলে আপনার ফাইলটির সাইজ কমে যাবে। হয়ে গেলে আপনার ছবিটি 300 x 300 pixel সাইজ।
এবার ঠিক একই নিয়মে আমরা স্বাক্ষরকে 300 x 80 pixel সাইজ করব।
১। এই জন্য সর্বপ্রথম পাশের যে Toolbar আছে, ওখান থেকে Crop
Tool সিলেক্ট করাই আছে।
২।
উপরের যে Menuber আছে, ঠিক তার নিচে লক্ষ্য করে দেখুন Option bar ওখানে আপনাকে Width এর সামনে 300px লিখুন এবং Height এর
সামনে 80px লিখুন। Resolution এর বরাবর 300 লিখে এন্টার প্রেস করুন।
৩। আপনার স্বাক্ষরকে সিলেক্ট করুন, যতটুকু
অংশ আপনি 300 x 80
pixel সাইজ করতে চান। তারপরে এন্টারপ্রেস করুন-
৪। আপনার স্বাক্ষরটি 300
x 80 pixel সাইজ হয়ে যাবে। এবার স্বাক্ষরকে JPEG মুডে সেভ করতে হবে। ৫।
মেনুবার থেকে File menu তে ক্লিক করে Save as এ ক্লিক করুন।
৬। File name এর বরাবর যেকোন নাম দিন। তারপরে নিচে Format এ ক্লিক করে JPEG এ ক্লিক করে Save এ ক্লিক করুন-
৭। যে অপশনটি আসবে, ওখানে আপনাকে 12 এর জায়গায়
3 দিয়ে ok ক্লিক করুন। এর ফলে আপনার
ফাইলটির সাইজ কমে যাবে। হয়ে গেলে আপনার স্বাক্ষরটি 300
x 80 pixel সাইজ।
যাবতীয় অনলাইনে চাকুরীর আবেদনের জন্য একটি ছবি ও স্বাক্ষর
ব্যবহার করতে পারবেন। ভিন্ন ভিন্ন চাকুরীর জন্য ভিন্ন ভিন্ন ছবি ও স্বাক্ষর
ব্যবহার করা ঠিক হবে না। এছাড়াও এই ছবি ও স্বাক্ষর দিয়েও আপনি চাকুরীর যে জব সাইট
গুলো আছে, তাতে একাউন্ট খূলে রাখতে পারবেন। এছাড়াও এই কাজটি শিখে আপনি আপনার
বন্ধু-আত্মীয় সকলের ছবি ও স্বাক্ষরকে সঠিক সাইজ করে দিতে পারবেন।
আজকের পোষ্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই
বলব আপনার সকল সোস্যাল মিডিয়াতে শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরাও কাজটি শিখতে
পারে।
সরকারি চাকরির জন্য ছবি ও স্বাক্ষর সাইজ কিভাবে করবেন
ছবির সাইজ ৩০০ গুন ৩০০
ছবি ও স্বাক্ষর
সরকারি চাকরির জন্য ছবি এবং স্বাক্ষর এর সাইজ
সরকারি চাকরির জন্য ছবি এবং স্বাক্ষর এর সাইজ,adobe photoshop
সরকারি চাকরির আবেদনের ছবি এবং স্বাক্ষর সাইজ করুন
যে কোন চাকুরীর আবেদনের জন্য (photo size) জন্য ছবি সাইজ করুন
মোবাইল দিয়ে রিসাইজ করুন ছবি ও সিগনেচার
কিভাবে ছবি ও স্বাক্ষর সাইজ করবে
সরকারি জবের জন্য ছবি ও সাক্ষর রিসাইজ
ছবি ও স্বাক্ষর সাইজ
চাকরির আবেদনের জন্য ছবি এবং স্বাক্ষর
No comments