Microsoft Excel Lookup এর চমৎকার কাজ | Microsoft Excel Lookup Function

সঠিক সময়ের বাইরে কেউ যদি লেট করে অফিস প্রবেশ করে, তাহলে মাইক্রোসফট এক্সেলে তাদের সময় উল্লেখ্য করার সাথে সাথে তাদের বিরুদ্ধে কি একশন নেওয়া হবে সেটা উঠে যাবে। যেমন কেউ যদি 9.20 মিনিটে প্রবেশ করে তাহলে তার নামের পাশে Fire লিখা উঠে যাবে। 

আপনাদের কোম্পানীতে যারা চাকুরী করে, তাদের প্রত্যেককে সঠিক সময়ে প্রবেশ করতে হয়। কিন্তু অনেকেই আছেন, যারা সঠিক সময়ে প্রবেশ করে না। আপনি চাইলে তাদের Attendance Sheet Microsoft Excel এ তৈরী করে রাখতে পারেন। এতে করে কেউ যদি সঠিক সময়ে বাইরে আসে, তাহলে আপনি খুব সহজেই জানতে পারবেন এবং সাথে সাথেই তাদের সময়ের পাশাপাশি তাদের বিরুদ্ধে কোম্পানী কি একশন নেবে তা জানতে পারবেন।


বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

 

No comments

Powered by Blogger.
.