How to Create Digital Clock in Microsoft Excel | Digital Clock in Excel Simple Code

মাইক্রোসফট এক্সেলে যাবতীয় ডাটা এন্ট্রির কাজ করা হয়ে থাকে। যেকোন ব্যবসা-বানিজ্যের যাবতীয় হিসাব-নিকাশ করার জন্য্য সবচেয়ে জনপ্রিয় হচ্ছে  Microsoft Excel। মাইক্রোসফট এক্সেলের কাজ যারা করে একমাত্র তারাই বলতে পারবেন যে, Microsoft Excel কাজকে কত সহজ করে দিয়েছে।  



Microsoft Excel আজকের আমরা সামান্য কয়েকটি লাইন কোড লিখে খুব সহজেই Digital Clock তৈরী করতে পারবেন। প্রতিদিন Microsoft Excel আমরা যখন কাজ করে থাকি, ঠিক সেই সময় আমাদের সময়ের হিসাব থাকে না। তাই Microsoft Excel এর সীটে যদি একটি সুন্দর Digital Clock তৈরী করে রাখি। তাহলে আমরা কাজের সময় জানতে পারবো। 

Download Link: Digital Clock in Excel Simple Code
Download Link: Digital-7Mono Font

Microsoft Excel খুব চমৎকার একটি ডিজিটাল ঘড়ি তৈরী করার জন্য আপনাদের সামান্য কয়েকটি লাইন কোড লিখতে হবে। এই জন্য আপনাদের যেকোড প্রয়োজন হবে তা উপরের ডাউনলোড লিংকে দেওয়া আছে। এছাড়াও Digital Font ডাউনলোড করে নিতে পারবেন। এই ‍দুটো ডাউনলোড করার পরেই আপনারা নিচের ভিডিওটি দেখেন এবং খুব সহজেই আপনারা Microsoft Excel Digital Clock বানিয়ে ফেলুন।



Keywords:
digital clock in excel,how to make digital clock in excel,digital clock,how to make a digital clock in excel,excel digital clock,create clock in excel,how to make clock in excel,create digital clock in excel,digital clock in excel vba code,running digital clock in excel,vba code for digital clock in excel,microsoft excel,easy way to make digital clock in excel,how to create digital clock in microsoft excel,digital clock in ms excel,create live clock in excel

No comments

Powered by Blogger.
.