How to Change Small Letters to Capital Letters in Excel Without Formula

মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে খুব সহজেই Change Case করা যায়, সেইভাবে মাইক্রোসফট এক্সেলে Change Case এর কাজ করা যায় না। এর আগের পোষ্টে আমি আপনাদের মাইক্রোসফট এক্সেলে Change Case এর কাজ শিখিয়েছি যেখানে আমরা Formula ব্যবহার করেছি। 



আশাকরি সেই পোষ্টটি সকলের কাছে অনেক ভালো লেগেছে। তবে আজকে পূনরায় Change Case এর কাজ শিখাবো তবে কোন ফরমুল ব্যবহার করবো না। সম্পূর্ণভাবে Formula ছাড়াই। এই জন্য আপনাদের কিছু কোড প্রয়োজন হবে। আমি নিচের ডাউনলোড লিংকে সেই সব কোডটি দিয়ে রাখব।

Download Link: ChangeTextCase

সর্বপ্রথম আপনাদের উপরের ডাউনলোড লিংক থেকে কোডটি ডাউনলোড করতে হবে। 

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন  অথবা ছবিতে ক্লিক করুন





No comments

Powered by Blogger.
.