How to Install Adobe Photoshop 2020 v21.2.2.289x64 | How to Install Adobe Photoshop 2020
Adobe Photoshop 2020 জনপ্রিয় গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার। বর্তমানে অনেকেই আউট সোসিং এর কাজ করে থাকে এই Adobe Photoshop 2020 সফটওয়্যারের সাহায্যে। এছাড়াও বিভিন্ন ধরনের ওয়েব সাইট রয়েছে যেখানে আপনার ডিজাইন বিক্রি করেও টাকা ইনকাম করতে পারেন, তবে তার জন্য আপনার প্রয়োজন হবে Adobe Photoshop 2020 গ্রাফিক্স সফটওয়্যারটি। তবে যারা নতুন ইউজার রয়েছ্ তাদের মধ্যে অনেকই জানেন না কিভাবে Adobe Photoshop 2020 সফটওয়্যারটি ইনস্টল করতে হবে।
তাই আপনাদের
সকলের কথা চিন্তা করেই আজকে শিখাবো Adobe Photoshop 2020 ইন্সটল কিভাবে করবেন।
সর্বপ্রথম জিপ
ফাইলকে আনজীপ করতে হবে। এই জন্য আপনার প্রয়োজন হবে WinRAR, 7zip, Peazip সফটওয়্যার।
যাদের কাছে এই সফটওয়্যার গুলো নেই তারা ডাউনলোড করার জন্য সফটওয়্যারের নামে ক্লিক করুন।
যাইহোক Adobe Photoshop 2020 জীপ ফাইলে মাউসের রাইট বাটনে ক্লিক করে
Extract Files এ ক্লিক করুন-
এর পরে Extraction path and options নামের একটি বক্স আসবে, ওখানে আপনাকে OK বাটনে ক্লিক করতে হবে। এরফলে আপনার জীপ ফাইলটি আনজীপ হওয়া শুরু হয়ে যাবে-
আনজীপ সম্পূর্ণ
হলে Adobe_Photoshop_2020_v21.2.2.289x64 ফোল্ডারিটি ওপেন করুন। Set-up লিখা ফাইলটিতে দ্রুত ডবল ক্লিক করুন-
Set-up লিখা ফাইলটিতে ডবল ক্লিক করার পরেই Photoshop 2020 Installer নাম একটি বক্স আসবে। এখানে নিচে লক্ষ্য করে দেখেন Language এর নিচে ক্লিক করে English(International) সিলেক্ট করুন। আর Location এ কোন কিছু পরিবর্তণ করার কোন দরকার নেই। তবে আপনি যদি চান সি ড্রাইভ বাদে অন্য ড্রাইভে ইনস্টল করতে তাহলে Location পরিবর্তণ করতে পারেন, অন্যথায় এর কোন প্রয়োজন নেই। তারপরে Continue বাটনে ক্লিক করুন-
Continue বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার এডোবি ফটোশপ ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে-
আপনার ইনস্টল
শেষ হলে নিচের মত ছবিটি দেখতে পাবেন। এখানে আপনাকে Close বাটনে ক্লিক করতে হবে। তাহলে
আপনার Adobe Photoshop 2020 v21.2.2.289x64 ইনস্টল
শেষ হবে।
এডোবি ফটোশপ ইনস্টল শেষ হওয়ার পরে আপনারা নিজেরাই চেষ্টা করেন ছবিকে এডিটিংকরার জন্য।
No comments