How To Change Driver Letter in Windows 10 | Change a drive letter

My Computer এর মধ্যে হাডর্ডিক্সের যে পার্টিশন থাকে। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ড্রাইভ লেটার থাকে। তা সব পর্যায়ক্রমে থাকে না। কখন C, E,F, H এইভাবে থাকে কিন্তু হওয়া উচিত ছিলো C Drive, D Drive, E Drive, F Drive, G Drive । আপনাদের মধ্যে অনেকেই আছেণ যারা নতুন কম্পিউটার কিনে থাকলে লক্ষ্য করে দেখবেন D Drive নেই। তখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমার ডি ড্রাইভ কোথায় গেলো। 

How To Change Driver Letter in Windows 10 | Change a drive letter

প্রকৃত অর্থে আপনার নতুন হার্ডডিক্স পার্টিশন করা হয় তখন নতুন একটি পার্টিশন তৈরী করলে সেটি হয় C Drive এবং ডিভিডি রোম অথবা পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ ইনস্টল করলে সেটি অটোমেটিক ভাবে হয় D Drive। যখন সব গুলো পার্টিশন করা হয়ে থাকে। তখন সেগুলো C, E,F, থাকে কিন্তু  D ড্রাইভ থাকে না। তবে আপনি চাইলে খুব সহজেই সব গুলো ড্রাইভ লেটার সুন্দর করে সাজাতে পারেন এবং পর্যায়ক্রমে রাখতে পারেন, যেমন: C Drive, D Drive, E Drive, F Drive, G Drive। 



তাই আজকে পোষ্টের মাধ্যমে জানতে পারবেন কিভাবে আপনার হার্ডডিক্সের Driver Letter খুব সহজেই Change করতে পারবেন। আমি আপনাদের কে দুটি নিয়ম করে দেখাবো। যে নিয়মটি আপনাদের ভালো লাগে সেই নিয়মটি অনুসরণ করলেই হবে।

How To Change Driver Letter in Windows 10 | Change a drive letter 

১ম নিয়মঃ

সর্ব প্রথম আপনার ল্যাপটপ অথবা ডেক্সটপ কম্পিউটারের This PC / My Computer ওপেন করুন-

 

How To Change Driver Letter in Windows 10 | Change a drive letter

তারপরে This PC এ ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করুন এবং Manage এ ক্লিক করুন-

How To Change Driver Letter in Windows 10 | Change a drive letter

তারপরে আপনার সামনে Computer Management ওপেন হবে।

How To Change Driver Letter in Windows 10 | Change a drive letter


এবার বামপাশে ভালো করে লক্ষ্য করে দেখেন Disk Management লিখা আছে তাতে ক্লিক করুন-

How To Change Driver Letter in Windows 10 | Change a drive letter

এখানে লক্ষ করে দেখেন DVD (H:)  লিখা আছে। আমরা এটাকে অন্য একটি ড্রাইভ লেটার দিব। যেমন-H। তাই DVD (H:)  গায়ে মাউসের রাইট বাটনে ক্লিক করুন এবং Change Drive Letter and Paths এ ক্লিক করুন-

 

How To Change Driver Letter in Windows 10 | Change a drive letter

Change Drive Letter and Paths for H:() নামক একটি বক্স আসবে। এখানে নিচের দিকে লক্ষ্য করে দেখেন Change লিখা আছে। তাতে ক্লিক করুন-

 How To Change Driver Letter in Windows 10 | Change a drive letter

এভার এখানে লক্ষ্য করে দেখেন Assign the following drive letter লিখার বরাবর H লিখা আছে, ওখানে ক্লিক করে আপনা পছন্দ মত Drive letter এ ক্লিক করুন। আমি আমার পছন্দ মত G এ ক্লিক করে OK ক্লিক করুন- 

How To Change Driver Letter in Windows 10 | Change a drive letter

তারপরে একটি Disk Management নামক ম্যাসেজ আসবে। ওখানে Yes ক্লিক করুন-

 

How To Change Driver Letter in Windows 10 | Change a drive letter

এবার ভালো করে লক্ষ্য করে দেখেন আপনার ড্রাইভ লেটার পরিবর্তণ হয়ে গিয়েছে।

How To Change Driver Letter in Windows 10 | Change a drive letter 

২য় পদ্ধতি

এই নিয়মে আমরা Command Prompt ব্যবহার করে  Driver Letter Change করবো। সর্বপ্রথম Start এ ক্লিক করে  টাইপ করেন cmd। তারপরে Command Prompt লিখা আসলে একটু ভালো করে লক্ষ্য করে দেখেণ Run as administrator লিখা আছে, তাতে ক্লিক করুন-

 

How To Change Driver Letter in Windows 10 | Change a drive letter

এবার Command Prompt চালু হলে তাতে Diskpart (ছোট-বড় অক্ষর মিলিয়ে লিখলেও সমস্যা নেই, বানান সঠিক হতে হবে) কমান্ডটি টাইপ করে এন্টার প্রেস করুন-

How To Change Driver Letter in Windows 10 | Change a drive letter

Diskpart অপশনটি চালূ হলে এবার কমান্ড লিখতে হবে List Volume তারপরে এন্টার প্রেস করুন-

How To Change Driver Letter in Windows 10 | Change a drive letter

এর ফলে আপনার হার্ডডিক্সের যত গুলো ড্রাইভ আছে সব দেখা যাবে এমনকি ডিভিডি ড্রাইভ পর্যন্তও।

How To Change Driver Letter in Windows 10 | Change a drive letter

এবার সব গুলো ড্রাইভ দেখা যাওয়ার পরে আমরা DVD Rom এর Drive Letter Change করব। তাই কমান্ড লিখুন  Select Volume = h

How To Change Driver Letter in Windows 10 | Change a drive letter

Select Volume = h কমান্ড লিখে এন্টার দেওয়ার পরে আপনার Volume h সিলেক্ট হবে। 

How To Change Driver Letter in Windows 10 | Change a drive letter

এবার আমরা H Volume কে পরিবর্তন করে করে G volume বানাবো, তাই নিচের কমান্ড টি টাইপ করুন- assign letter = g তারপরে এন্টার  চাপুন।


How To Change Driver Letter in Windows 10 | Change a drive letter

এবার ভালো করে লক্ষ্য করে দেখেন আপনার ড্রাইভ লেটার পরিবর্তন হয়ে গিয়েছে
How To Change Driver Letter in Windows 10 | Change a drive letter

উপরের লিখার মত আসলে আপনাকে কমান্ড প্রোমন্ড বন্ধ করতে হবে। আপনি চাইলে সরাসরি বন্ধ করতে পারেন অথবা Exit লিখে এন্টার চাপুন তারপরে পূনরায় Exit লিখে এন্টার চাপুন, তাহলে আপনার Command Prompt বন্ধ হয়ে যাবে। 

আমি আপনাদেরকে দেখালাম কিবাবে DVD Drive Letter Change করতে হয়। এই নিয়মে আপনারা হার্ডডিক্সের যাবতীয় ড্রাইভ লেটার পরিবর্তণ করতে পারবেন। তবে একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, একই ধরনের ড্রাইভ লেটার যেন না হয়। অর্থ্যাৎ E থাকা অবস্থায় আপনারা অন্য ড্রাইভ কে E Drive Letter বানাতে পারবেন না। 


Keywords:
how to change drive letter in windows 10
change drive letter windows 10
change drive letter
windows 10
how to change drive letter windows 10
how to change drive letter
change drive letter in windows 10
change drive letter and paths windows 10
change drive letter windows 8
change drive letter windows 7
drive letter
how to change drive letters in windows 10
drive letter assignment
how to change drive name in windows 10
change dvd drive letter windows 10

Tags:
change drive letter,how to change drive letter,change drive letter windows 10,drive letter,change drive letter cmd,drive letter assignment,how to change drive letter in windows 10,change drive letter and paths,change drive letter windows 8,how to change drive letter windows 10,change drive letter and paths greyed out,change disk drive letter,change drive letter windows 7,change drive letter in windows 10,change dvd drive letter windows 10

Related searches:
how to change drive letter in cmd
how to change drive letter windows 11
change c: drive letter
change drive name windows 10
change drive letter windows 7
does changing drive letter delete data
change drive letter parameter is incorrect
drive letters windows 10

No comments

Powered by Blogger.
.