কিভাবে Adobe Illustrator 10 ইন্সটল করবেন | Adobe Illustrator 10 install in Windows 10
কিভাবে Adobe Illustrator 10 ইন্সটল করবেন তা বিস্তারিত জানতে পারবেন। Adobe Illustrator 10 বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার। এর আগের একটি পোষ্টে দেখিয়েছি কিভাবে আপনারা Adobe Illustrator 10 ডাউনলোড করতে পারবেন। আশাকরি সেই পোষ্ট আপনারা পরেছেন। আর যদি না পরে থাকেন, তাহলে নিচের লিংকে ক্লিক করে দেখেন।
Download Link: Adobe Illustrator 10
আপনারা যখন Adobe Illustrator 10 ডাউনলোড শেষ হলে নিচের মত একটি জীপ ফাইল পাবেন। জীপ ফাইলকে unzip করার জন্য আপনাদের প্রয়োজন হবে WinRAR অথবা 7-zip Software।
এবার জীপ ফাইলটিকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে Extract Files এ ক্লিক করুন-
Extract Files এ ক্লিক করার সাথে সাথে নিচের মত ছবিটি দেখতে পাবেন। এখানে আপনাকে OK বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার Zip files টি extract হওয়া শুরু হয়ে যাবে।
ফোল্ডারটি আনজীপ সম্পূর্ণ হলে ওপেন করুন। তাহলে তাদে এডোবি ইলাস্ট্রেটর এর সব ফাইল দেখতে পাবেন-
এভার ভালো করে লক্ষ্য করে দেখেন Setup FIles তাতে ডবল ক্লিক করুন। তাহলে নিচের মত ছবিটি দেখতে পাবেন-
এর পরে Adobe Illustrator 10 Setup নামের একটি বক্স আসবে, সেখানে আপনাকে Next এ ক্লিক করতে হবে। তারপরে একটি ম্যাসেজ আসলে ওকে ক্লিক করতে হবে-
Next এ ক্লিক করার পরে নিচের মত ছবিটি আসবে। এখানে আপনি চাই সি ড্রাইভ ছাড়া অন্য কোন ড্রাইভে ইনস্টল করতে চাইলে, Browse বাটনে ক্লিক করার পরেই সেই ড্রাইভ দেখিয়ে দিবেন। আর যদি চান C Drive ইনস্টল করতে তাহলে এখানেও আপনাকে Next এ ক্লিক করতে হবে-
Next এ ক্লিক করার পরে নিচের মত ছবিটি আসলে এখানেও আপনাকে Yes এ ক্লিক করতে হবে-
No comments