মাইক্রোসফট এক্সেলে Formula ব্যবহার করে English Alphabets (A B C E F) লিখুন



মাইক্রোসফট এক্সেলে হলো বর্তমান সময়কার সবচেয়ে জনপ্রিয় ডাটা এন্ট্রি সফটওয়্যার। বর্তমানে অধিকাংশ জায়গায় হিসাব-নিকাশের জন্য যাবতীয় কাজ মাইক্রোসফট এক্সেলে করা হয়। মাইক্রোসফট এক্সেলে যারা কাজ করে থাকেন। তারা সকলেই জানেন যে মাইক্রোসফট এক্সেলে কোন সংখ্যা লিখে  সিলেক্ট করে টান দিলে সব সংখ্যা অটোমেটিক ভাবে চলে আসে।
মাইক্রোসফট এক্সেলে Formula ব্যবহার করে English Alphabets (A B C E F) লিখুন


এছাড়াও  Formula ব্যবহার করে কোন ডাটা এন্ট্রি তৈরী করলে সেটা আর বার বার Formula ব্যবহার করার কোন প্রয়োজন নেই। 



যেমন” জানুয়ারী, ফেব্রুয়ারী লিখে টান দিলে অটোমেটিক ভাবে বারো মাস চলে আসে। কিন্তু A B C D পর্যায়ক্রমে আসে না। আপনারা যারা মাইক্রোসফট এক্সেলের কাজ করেন। তারা সকলেই জানেন যে মাইক্রোসফট এক্সেলে এই কাজটি নরমাল ভাবে করা যায় না। তাই মাইক্রোসফট এক্সেল 2003, মাইক্রোসফট এক্সেল 2007, মাইক্রোসফট এক্সেল  2010, মাইক্রোসফট এক্সেল   2013, মাইক্রোসফট এক্সেল 2016, মাইক্রোসফট এক্সেল     2019, মাইক্রোসফট এক্সেল 2021, মাইক্রোসফট এক্সেল 2023  সকল ভার্সনে  আপনারা Formula ব্যবহার করে খুব সহজেই ইংরেজি বর্ণমালা লিখতে পারবেন। বিভিন্ন সময় মাইক্রোসফট এক্সেলে English Alphabets ব্যবহার করা হয়ে থাকে। তাই আপনাদের সকলের কথা চিন্তা করেই আজকে শিখাতে যাচ্ছি কিভাবে খুব সহজেই মাইক্রোসফট এক্সেলে যেকোন ভার্সনে English Alphabets পর্যায়ক্রমে তৈরী করতে হয়। 

Tags:
autofill the letters of the alphabet in excel,create an alphabetic list series in excel,automatically fill in the letters of the alphabet in excel,how to create custom list in excel?,alphabet in excel formula,excel formula for alphabet,autofill alphabet in excel,increment letters in the alphabet by dragging in excel,microsoft excel,how to convert date to text in excel formula,alphabet in excel,alphabet in excel sheet,excel,excel alphabet,excel tutorial

No comments

Powered by Blogger.
.