MS Office 2007 এর ফাইল PDF আকারে সেভ করুন | Save MS Word File in PDF in Office 2007
মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ব্যবহার করেন। তারা মাইক্রোসফট ওয়ার্ডের কোন ঢফাইল কে খুব সহজেই পিডিএফ ফাইল বানাতে পারে না।
বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজমল ফটোশপ ওয়েব সাইটে। মাইক্রোসফট ওয়ার্ডে যাবতীয় কম্পোজের কাজ করার পরে সেটাকে পিডিএফ ফাইল বানাতে হয়। কিন্তু ওয়ার্ড 2007 এ পিডিএফ ফাইল বানানোর কোন অপশন নেই। এমএস ওয়ার্ডে যেকোন ফাইলকে খুব সহজেই আপনারা পিডিএফ ফাইল বানাতে পারবেন। তার জন্য প্রয়োজন হবে ছোট একটি ইউটিলিটি, মাত্র কয়েক কিলোবাইট।
সাধারণত আমরা মাইক্রোসফট ওয়ার্ডে জীবন বৃত্তান্ত, সিভি, অফিসিয়াল ডকুমেন্ট সহ অনেক প্রয়োজনীয় কাজ আছে, যেটা কম্পোজ করে পিডিএফ ফাইল বানিয়ে মেইল করতে হয়। কিন্তু যারা মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭ ব্যবহার করে থাকে। তারা খুবি সহজেই এই কাজটি করতে পারে না। তবে মাইক্রোসফট ওয়ার্ড এর নতুন ভার্সণ গুলো তে এই সুবিধা দেওয়া আছে। কিন্তু যাদের লো কনভিগারেশন পিসি। তারা চাইলে নতুন ভার্সনের মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করতে পারে না। কারণ এতে করে পিসি অনেক স্লো কাজ করে। তাই আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭ ব্যবহার করে থাকে। তারা এখন থেকে যেকোন ফাইল কে খুব সহজেই পিডিএফ ফাইল বানাতে পারবেন।
সাধারণত এমএস ওয়ার্ড ২০০৭ এর Save as type কোন প্রকার pdf অপশনটা নাই।
তবে আজকের পর থেকে আপনার মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭ এ pdf অপশনটা চলে আসবে। এই জন্য নিচের লিংক থেকে SaveAsPDFandXPS.exe ফাইলটি ডাউনলোড করে নিন।
Save MS Word File in PDF in Office 2007
Technical
Title: 2007 Microsoft Office Add-in: Microsoft Save as PDF or XPS 2.0.4518.1014 for Windows
File size: 956.34 kB
Requirements: Windows Vista, Windows 2003,Windows XP, Windows 98,
Windows
8,Windows 2000,Windows 10,Windows 7
Language: English
Available languages: English,German,Spanish,French,Italian,Japanese,Polish,Chinese
License: Free
Date added: Wednesday, February 24th 2016
Author: Microsoft Corporation
http://microsoft.com
SHA-1: 4cf2d0791d8668fb4857504a178e883ab3d98533
Filename: SaveAsPDFandXPS.exe
ডাউনলোড সম্পূর্ণ হলে SaveAsPDFandXPS.exe নামে একটি ফাইল পাবেন। তাতে দ্রুত ডবল ক্লিক করতে হবে। তখন একটি ম্যাসেজ আসবে, তাতে আপনাকে Yes এ ক্লিক করতে হবে। তাহলে নিচের মত ছবিটি দেখতে পাবেন।
উপরের ছবির মত আসলে আপনাকে আর কিছুিই করতে হবে না শুধু মাত্র অপেক্ষা করবেন। কিছুটা সময় পার হবার পরেই আপনি নিচের মত ছবিটি আসলে েএখানে আপনি শুধু মাত্র Ok ক্লিক করবেন। আপনার কাজ শেষ।
এবার আপানি সরাসরি চলে যান, এম এস ওয়ার্ড 2007 এ। অফিস বাটনে ক্লিক করে সেভ এজ এ ক্লিক করুন। তারপরে file as type এ ক্লিক করলেই দেখতে পাবেন নতুন একটি অপশন pdf |এখন থেকে আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যেকোন ফাইলকে খুব সহজেই পিডিএফ ফাইল বানাতে পারবেন।
তবে কিছু কিছু পিডিএফ ফাইল তৈরী করা সফটওয়্যার আছে। যেগুলোতে মাত্র কয়েকে পেজকে পিডিএফ বানানো যায়। এছাড়াও অনলাইন থেকে েএই কাজটি করতে গেলেও কয়েক পেজ হওয়ার পরে ডলার পেয়ে থাকে। কিন্তু আমার এই কাজটি করার পর থেকে আপনাকে আর কোন চিন্তা করতে হবে না। যত পেজেই হোক না কেন। সব গুলো পেজকে একক্লিক করার সাথে সাথেই পিডিএফ বানাতে পারবেন।
আশাকরি আজকের পোষ্টটি আপনাদের খুব ভালো লেগেছে। তাই অবশ্যই আমার পোষ্টটি ফেসবুক, টুইটার সহ সকল প্রকার সোস্যাল মিডিয়াতে শেয়ার করে অন্য দের শেখার সুযোগ করে দিবেন।
Keywords :
Save as PDF Office 2007 Free download for windows 10, Microsoft word 2007 cannot save as pdf, No option to save as pdf in word 2007, MS Word 2007 to pdf converter, Save as pdf download for windows 7, 2007 to pdf download, মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭ টু পিডিএফ কনভার্ট Excel 2007 save as pdf missing, How to save a word document as a pdf in word 2007, Word to pdf, Save as pdf office 2007 free download for windows 7,
No comments