How to Disable Windows Automatic Updates on Windows 10 Permanently #azmolphotoshop
আপনারা যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন। তারা অনেক সময় দেখে থাকবেন। কম্পিউটারে শার্টডাউন করার সময় আপডেট অপশন চলে আসে। অনেক সময় আপনি না চাইলেও windows 10 Automatics ভাবে আপডেট হয়ে যায়। এটা অনেক বড় একটা সমস্যা? কি করে এই সমস্যার সমাধান করব সেটাই আজকে জানতে পারবেন।
বন্ধুরা স্বাগতম জানাচ্ছি azmol photoshop ব্লগ সাইটে। পুরোন যে অপারেটিং সিস্টেম আছে। সেগুলো খুব সহজেই কিন্তু Automatic Updates হতো না। কিন্তু বর্তমানে যে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 সেটা অনেক সময় অটোমেটিক ভাবেই আপডেট নিয়ে থাকে। যার ফলে দেখা যায় আপনার সি ড্রাইভের অনেক জায়গা নস্ট হয়। সাধারণত আমরা যে অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ ব্যবহার করি । এটার কোন প্রকার Automatic Updates করার কোন প্রয়োজন নেই। কিন্তু যখনই আমরা আমাদের পিসিতে ইন্টারনেট লাইন দিয়ে থাকি ঠিক তার কিছুদিন পরেই উইন্ডোজ ১০ Automatic Updates চেয়ে থাকে। তাই আপনারা চািইলে খুব সহজেই এই Automatic Updates বন্ধ করতে পারবেন। তার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে।
দুটি পদক্ষেপের মাধ্যমে আমরা এই কাজটি করব।
প্রথম পদক্ষেপ
প্রথম কিবোর্ড থেকে Win key+ R চেপে রান অপশন চালু করুন। এবং টাইপ করুন services.msc তারপরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন। নিচের ছবিটি লক্ষ্যা করুন-
এবার Services নামের একটি বক্স ওপেন হবে। নিচের ছবিটির মত
এখানে আপনাকে স্ক্রোল করে নিচের দিকে নিয়ে আসতে হবে। যেখানে লিখা থাকবে Windows Update নিচের ছবিটি ভালো করে লক্ষ্য করুন-
Windows Update লিখাতে দ্রুত ডবল ক্লিক করুন। তাহলে নিচের মত ছবিটি পাবেন-
উপরের মত ছবিটি আসলে এখানে আপনাকে Startup type এর বরাবর Manual এ ক্লিক করে Disable এ ক্লিক করে Apply এ ক্লিক করে OK ক্লিক করুন- নিচের ছবিটি লক্ষ্য করুন
এটা হলো আমাদের প্রথম পদক্ষেপ। এটার পরে আমাদের দ্বিতীয় পদক্ষেপ করার মাধ্যমে Windows Automatic Updates চিরদিনের জন্য বন্ধ করে দিব।
দ্বিতীয় পদক্ষেপ
প্রথম কিবোর্ড থেকে Win key+ R চেপে রান অপশন চালু করুন। এবং টাইপ করুন regedit তারপরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন। নিচের ছবিটি লক্ষ্যা করুন-
একটি ম্যাসেজ আসবে এখানে আপনাকে OK ক্লিক করতে হবে, এর পরে আপনার উইন্ডোজ এর রেজিস্ট্রেশন ওপেন হবে। নিচের ছবিটি লক্ষ্য করুন-
* বন্ধুরা রেজিষ্ট্রি ওপেন হলে এখানে আপনাকে HKEY_LOCAL_MACHINE এ ক্লিক করতে হবে।
* তারপরে যে লিস্ট আসবে সেখান থেকে SOFTWARE এ ক্লিক করতে হবে।
* তারপরে যে লিষ্ট আসবে এখানে আপনাকে কি-বোর্ড থেকে P চাপুন অথবা Policies এ ক্লিক করুন।
*Policies এ আন্ডারে আপনারা Microsoft লিখা থাকবে, তাতে ক্লিক করুন। এর ফলে বিশাল একটি লিষ্ট আসবে। এখানে আপনাকে Windows এ ক্লিক করতে হবে।
Windows এ ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করলে একটি মেনু আসবে তাতে New এ ক্লিক করে Key এ ক্লিক করে আপনাকে নতুন একটি Key যুক্ত করতে হবে। নিচের ছবিটি লক্ষ্য করুন-
New Key #1 নামে একটি ফোল্ডার তৈরী হবে। এটা আপনি WindowsUpdate নাম দিতে হবে। নিচের ছবিটি লক্ষ্য করুন-
How to Disable Windows Automatic Updates on Windows 10 Permanently
how to
disable windows 10 update permanently cmd
how to
disable windows 10 update permanently reddit
how to
disable windows update permanently
how to
disable windows 10 update permanently 2021
how to
disable windows 10 update permanently using regedit
windows 10
update disable tool
should i
turn off windows 10 updates
how to
enable automatic updates windows 10 group
disable
windows update permanently
how to
stop auto download in windows 10
No comments