বন্ধুরা স্বাগতম জান্নাচ্ছি azmol photoshop ওয়েব সাইটে। আজকে আমরা শিখব কিভাবে একটি usb Bootable Pen Drive দিয়ে Windows 10 ইনস্টল করতে হয়। আপনাদের মধ্যে অনেকেই আছেন, যাদের কম্পিউটারে কোন সিডি ড্রাইভ অথবা ডিভিডি ড্র্রাইভ লাগানো থাকে না। যার ফলে দেখা যায় যে যেকোন ধরনের অপারেটিং সিস্টেম ইনস্টল করতে গেলে বুটেবল প্নে ্ড্রাইভ বানিয়ে উইন্ডোজ সেটআপ করতে হয়। তবে আপনাদের মধ্যে অনেকই আছেন যারা জানেন না যে কিভাবে একটি বুটেবল প্নে ড্রাইভ বানাতে হয়। তাদেরকে বলব এখানে ক্লিক Create a Windows 10 Bootable USB করে জেনে নিন।
যাইহোক আমি ধরে নিলাম যে আপনারা একটি বুটেবল প্নে ড্রাইভ বানিয়ে ফেলেছেন। এখন যে কাজটি করবেন সেটা হলো বুটেবল প্নে ড্রাইভ কে আপনার ল্যাপটপ অথবা ডেক্সটপ কম্পিউটারের USB এর পোর্টে লাগান তারপরে পিসি স্টার্ট করেন।
আপনারা যেকোন ল্যাপটপ অথবা ডেক্সটপ কম্পিউটার ওপেন হওয়ার সাথে সাথে লক্ষ্য করেছেন যে লিখা আছে-
Press DEL to enter SETUP. F12 Select Boot Menu
তবে কোন কোন কম্পিউটারে F11 অথবা F10 হতেও পারে। তবে যেটাই থাকুক না কেন আপনাকে কম্পিউটার ওপেন হওয়্যার সাথে সাথে কি-বোর্ড থেকে F12 অথবা সেই কি-টি চাপতে হবে। তাহলে নিচের মত মেনুটি দেখতে পাবেন। আমার GIGABYTE এর মাদারবোর্ড তাই নিচের মত অপশনটি এসেছে।
এবার এখানে ভাল করে লক্ষ্য করে দেখুন যে আপনি যে
বুটেবল প্নে-ড্রাইভটি কম্পিউটারের ইউএসবি পোর্টে লাগিয়েছেন ঠিক তার নামটি এখানে দেখা যাচ্ছে । আপনাকে ডাউন এ্যারো দিয়ে সেটি সিলেক্ট করে কি-বোর্ড থেকে এন্টার প্রেস কর তে হবে। নিচের ছবিটি লক্ষ্য করে দেখুন।
উপরের কাজটি সঠিক ভাবে করলে আপনার অপারেটিং সিস্টেম
উইন্ডোজ 10 সেটআপ শুরু হয়ে যাবে।
এর পরে নিচের মত ছবিটি আসবে। এখানে আপনাকে কোন কিছু পরিবর্তন করতে হবে না। শুধু মাত্র আপনাকে Next এ ক্লিক করতে হবে। নিচের ছবিটি লক্ষ্য করুন-
এরপরে নিচের মত ছবিটি আসলে এখানে আপনাকে
Install now এ ক্লিক করতে হবে।
তারপরে নিচের মত ছবিটি আসলে এখানে আপনাকে উইন্ডোজ 10 এর প্রোডাক্ট কি দিতে হবে । কিন্তু যেহেতু আমাদের কাছে কোন প্রোডাক্ট কী নেই। তাই আমরা I don't have a product key এ ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ্য করে দেখুন।
তারপরে উইন্ডোজ 10 এর সব গুলো ভার্ষন এখানে শো করবে।
Windows 10 Home
Windows 10 Home N
Windows 10 Home Single Language
Windows 10 Education
Windows 10 Education N
Windows 10 Pro
Windows 10 Pro N
এখান থেকে আপনাকে আপনার পছন্দ মত ভার্সন সিলেক্ট করতে হবে।
আমি এখান থেকে Windows 10 Pro সিলেক্ট করব এবং Next এ ক্লিক করব। নিচের ছবিটি লক্ষ্য করে দেখুন।
এরপরে নিচের মত ছবিটি আসলে এখানে আপনাকে I accept the license terms এখানে ক্লিক করতে হবে ।
এবার নিচের ছবিটি ভাল করে লক্ষ করে দেখেন। এখানে দুটো অপশন আছে একটি হচ্ছে-
Upgrade: Install Windows and keep files Settings and application
আপনি যদি এই অপশনটি সিলেক্ট করেন, তাহলে আগের উইন্ডোজ টির যাবতীয় ফাইল থাকবে এবং নতুন করে উইন্ডোজ সেটআপ হবে। যার ফলে আপনার সি ড্রাইভে অনেক জায়গায় নষ্ট হবে।
তাই আমরা Custom : Install Windows only (advanced) সিলেক্ট করব।
Custom : Install Windows only (advanced) সিলেক্ট করার পরেই নিচের মত ছবিটি দেখতে পাবেন। এখানে আপনি কোন ড্রাইভে উইন্ডোজ সেটআপ করবেন, সেটা দেখাতে হবে। বরাবরই আমরা সি ড্রাইভে নতুন করে উইন্ডোজ সেটআপ দিয়ে থাকি। তাই এখানে আমরা সি ড্রাইভ সিলেক্ট করব। তবে এখানে পার্টিশন ৩ এটাই আমরা সি ড্রাইভ। এটা সিলেক্ট করে নিচে লক্ষ করে দেখেন Format লিখা আছে। তাতে ক্লিক করুন।
Format এ ক্লিক করার পরেই আপনার ড্রাইভটি সম্পূর্ণ রূপে ফরম্যাট হয়ে যাবে। আপনার ড্রাইভের আগের আর কোন ফাইল নেই। এবার সি ড্রাইভ সিলেক্ট থাকা অবস্তায় নিচে দেওয়া Next বাটনে ক্লিক করুন। ‘
Next বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার উইন্ডোজ 10 ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। এখানে কিছুটা সময় নিবে।
নিচের সব্ গুলো লাইনের শুরুতে সবুজ টিক হতে থাকবে।
উপরের কাজটি সম্পূর্ণ হওয়ার পরেই আপনার পিসিটি রিস্টার্ট
নিবে। তারপরে নিচের মত করে িএকটি কালো স্কীন আসবে। এখানেই কিছুটা সময় নিবে।
তারপরে নিচের মত করে ছবিটি আসবে।
এখানেও আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে।
নিচের মত ছবিটি আসলেএখানে আপনাকে ভাষা সিলেক্ট করতে হবে। যেহেতু সব কিছু ইংরেজিতে, তাই আমরা এখানে United States সিলেক্ট করে Yes এ ক্লিক করুন।
এবার এখানে আপনাকে আপনার Keyboard layout সিলেক্ট করতে হবে। তাই এখানেও আপনি US সিলেক্ট করে Yes এ ক্লিক করুন।
এর পরে এখানে আপনাকে দ্বিতীয় কিবোর্ড লেওয়াট সিলেক্ট করতে বলা হয়েছে। আপনি এখানে Skip বাটনে ক্লিক করুন। কারণ আমাদের কিবোর্ড
লেওয়াট একটি। এবার এখানে আপনি Set up for personal use এ ক্লিক করে Next বাটনে ক্লিক করতে হবে।
এবার এখানে আপনাকে Next এ ক্লিক করতে হবে।
একবার এখানে আপনাকে একটি একাউন্ট তৈরী করতে হবে। এই জন্য Create account এ ক্লিক করুন।
এবার এখানে আপনি আপনাির মোবাইল নাম্বার টি দিয়ে Next এ ক্লিক করুন
এখানে আপনাকে আপনার উইজার নেম দিতে হবে।
এবার এখানে আপনি একটি সুন্দর পাসওয়ার্ড দিন। যেটা আপনি খুব সহজেই মনে রাখতে পারবেন।
উপরের দেওয়া পাসওয়ার্ডটি পূনরায় নিচে আরেকবার প্রদান করুন।
এবার নিচের মত ছবিটি আসলে এখানে আপনাকে কিছু গোপণ প্রশ্ন সিলেক্ট করতে হবে এবং আপনাকেই সেই উত্তর দিতে হবে। তাই সহজ প্রশ্ন সিলেক্ট করুন।
নিচের ছবিটি ভালো করে লক্ষ করে দেখেন। এখানে আপনি একটি প্রশ্ন সিলেক্ট করেছি এবং এর উত্তর আমাকেই দিতে হবে।
এবার এখানে আপনাকে Accept বাটনে ক্লিক করুন।
এখানে আপনাকে Skip বাটনে ক্লিক করুন।
এখানে আপনাকে Not Now বাটনে ক্লিক করতে হবে।
তারপরে কিছু সময় অপেক্ষা করুন। তাহলে নিচের মত ছবিটি দেখতে পাবেন।
এখানে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে বলা হয়েছে। তাই কিছু সময় অপেক্ষা করুন।
সর্ব শেষ আপনার উইন্ডোজ 10 সম্পূর্ণ রূপে সেটআপ শেষ হয়েছে। নিচের মত ছবিটি দেখতে পাবেন। যেখানে আপনি আপনার ডেক্সটপ দেখতে পাবেন।
আশাকরি আমাার পোষ্টটি আপনাদের ভালো লেগেছে। খুব সহজ করে বুঝানো হয়েছে কিভাবে আপনারিা আপনাদের ল্যাপটপ অথবা ডেক্সটপ কম্পিউটারে বুটেবল প্নে ড্রাইভ বানিয়ে তাতে সহজেই উইন্ডোজ 10 সেটআপ করতে হবে। এছাড়াও উইন্ডোজ 10 সেটআপ করার আরো প্রয়োজনীয় যে সেটিং আছে, তার সব গুলোই আপনারা জানাতে পারবেন।
keyword:
how to install
windows 10 step by step with pictures ppt
how to install
windows 10 step by step with pictures pdf download
windows 10
installation steps from usb
windows
installation steps
how to install
windows 10 from usb step by step with pictures
how to install
windows 10 from cd
how to install
windows 10 on laptop
windows 10 pro installation steps
No comments