Microsoft .NET Framework কি এবং কিভাবে এটি কাজ করে Dot NET Framework

 আজকের আমরা আলোচনা করব Microsoft .NET Framework নিয়ে । আজকে আমরা জানব Microsoft .NET Framework Version কি এবং এটা কিভাবে কাজ করে , তাছারা আমরা যারা কম্পিউটারে বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকে তাদের জন্য Microsoft .NET Framework Version কত টা প্রযোজন।

আজকের আমরা আলোচনা করব Microsoft .NET Framework নিয়ে । আজকে আমরা জানব Microsoft .NET Framework Version কি এবং এটা কিভাবে কাজ করে , তাছারা আমরা যারা কম্পিউটারে বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকে তাদের জন্য Microsoft .NET Framework Version কত টা প্রযোজন।

Microsoft .NET Framework কি এবং কিভাবে এটি কাজ করে Dot NET Framework

মাইক্রোসফট উইন্ডোজে এমন কিছু সফটওয়্যার আছে যেগুলো কমন কোড দিয়ে সেটা তৈরী, যারা সফটওয়্যার তৈরী করে বা ডেভেলোপ করে তাদের কে কিছু কমন কোড সফটওয়্যারের জন্য তৈরী করতে হয়। এই সকল সফটও্য়্যার তৈরী করতে গেলে দেখা যায় প্রায় সব একই ধরনের কোড তাদেরকে লিখতে হচ্ছে। একটি সফটওয়্যার যখন অন্য কোন এপ্লিকেশনের জন্য তৈরী করা হয়, সেই সফটও্য়্যার ওই এপ্লিশনের ব্যবহা করার জন্য বা সাপোর্ট করার জন্য কিছু সাপোর্টেড সফটওয়্যার তৈরী করা হয়।


তখন মাইক্রোসফট উইন্ডোজ চিন্তা করলে এই ধরনের কোড তো সব সফটওয়্যারের জন্য প্রয়োজন, তাহলে আগের থেকেই এই কোড, এই ফ্রেম, মডিউল প্রত্যেক কম্পিউটারে সেট করে দেওয়া হোক। যাতে করে যারা সফটওয়্যার তৈরী করে তাদের কোড লিখতে আর কষ্ট হবেনা, কাজটা অতি সহজ হয়ে যাবে, যেকোন সফটওয়্যার উইন্ডোজে খুব সহজেই সাপোর্ট ও রান করতে পারবে। ঠিক এই সকল চিন্তা ভাবনা তেকে Dot.NET Framework তৈরী করা হয়।

এর মধ্যে তিনটি কম্পোনেন্ট একটি হচ্ছে Common Language Runtime, Frame Work Class Library ও ASP.NET


মূলত একটি সফটওয়্যার সেটা কোন অপারেচিং সিস্টেমে রান হবে কত বিটের উইন্ডোজ হতে হবে, এই সকল কোড সেই সকল সফটওয়্যারের যুক্ত করতে হয়। এছাড়াও কোন কোন ধরনের সফটওয়্যার উইন্ডোজের রান হবে, সেই কোডও কিন্তু উইন্ডোজ সেট করতে হয়। যার ফলে দেখা যায় যে একই কোড বারবার  লিখতে হচ্ছে। তাই এই সব কোড যাতে করে বার বার লিখতে না হয়,মূলত সেই জন্য কিন্তু ই Microsoft .NET Framework ব্যবহার করতে হয়।


যেদি আপনি উইন্ডোজ এক্সপি ব্যবহার করেন তাহলে আপনার প্রয়োজন হবে Microsoft .NET Framework 2.0, যদি উইন্ডোজ সেভেন ব্যবহার করেন তাহলে 3.0 এছাড়াও উইন্ডোজ সেভেন 32 বিট এবং সার্ভিস প্যাক 1 হলে Microsoft .NET Framework 4.0  এবং উইন্ডোজ সেভেন 64 বিট এবং সার্ভিস প্যাক 1 Microsoft .NET Framework 4.6 প্রয়োজন হবে। Bijoy 52 সেটআপ করতে হলে আমাদের Microsoft .NET Framework 3.5 প্রয়োজন । Microsoft .NET Framework 3.5 ছাড়া আপনারা কিন্তু বিজয় বায়ান্নো সেটআপ করতে ও ব্যবহার করতে পারবেন না।


এছাড়াও স্কীন ক্যাপচার করার সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার Camtasia Studio। েএটির সাহায্যে আপনারা খুব সহজেই ল্যাপটপ অথবা ডেক্সটপ কম্পিউটারের স্কীন রেকর্ড  করতে পারবেন। এছাড়াও সেই ক্যাপচার করা ভিডিওকে খুব সহজেই এডিটিং করতে পারবেন। শুধু  তাই নয়< আপনারা চাইলে ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করেও সেই ভিডিও এডিটিং করতে পারবেন। কিন্তু এই সফটওয়্যার রান করানোর জন্য আপনাদের প্রয়োজন হবে .NET Framework। 


অন্য সকল ভার্সন Techsmith Camtasia Studio 9.0, Techsmith Camtasia Studio 9.0.3 এবং  Techsmith Camtasia Studio 9.0.4 এগুলো আপনার পিসিতে ইনস্টল ও ব্যবহার করতে গেলে অবশ্য Microsoft .NET Framework 4.6 প্রয়োজন হবে। আপনারা অনেকেই আছেন যারা Techsmith Camtasia Studio 9.0.3 এবং  Techsmith Camtasia Studio 9.0.4 ইনস্টল করতে গেলেই একটি মেসেজ পেয়ে থাকে, তাতে লিখা থাকে যে এই সফটওয্রার ইনস্টল করতে গেলে সার্ভিস প্যাক 1 ও Microsoft .NET Framework 4.6 প্রয়োজন হবে। তবে উইন্ডোজ  সেটআপ না করে কিভাবে সার্ভিক 1 বানাতে হয়, জানতে এই লিংকে ক্লিক করুন।

How to Change Windows Service Pack 0 to Service Pack 1 Bangla Video Tutorial 2021

Microsoft .NET Framework এটা খুবই দরকারী সফটওয়্যার আপনাদের সুবির্ধার্থে আমি সকল ভার্সণ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশাকরি আপনাদের খুব উপকার হবে। তাই আপনার প্রয়োজনীয় ভার্সণ সহ সবগুলো ভার্সণ ডাউনলোড করে সংগ্রহ করে রেখে দিন। কারন কখন কোন Microsoft .NET Framework ভাসনটা প্রযোজন হয়ে পরে। নিচের আপনাদের সুবিধার্থে সবগুলোর ডাউনলোড লিংক দেওয়া হলো।


নিচের আলাদা ভাবে সব গুলোর ভার্সনের ডাউনলোড লিংক দেওয়া আছে। পছন্দ মত ক্লিক করে ডাউনলোড করে নিবেন। আর আপনার পছন্দের ভার্সন না থাকলে, অবশ্যই কমেন্টস করে জানাবেন।

Microsoft .NET Framework Version 2.0

Details:

  • Supported Operating System
            Windows Server 2003, Windows XP
  • Software: Install KB 835732 before installing .NET Framework 2.0 Service Pack 1.
  • Processor: 400 MHz Pentium processor or equivalent (Minimum); 1GHz Pentium processor or    equivalent (Recommended)
  • RAM: 96 MB (Minimum); 256 MB (Recommended)
  • Hard Disk: Up to 500 MB of available space may be required
  • CD or DVD Drive: Not required
  • Display: 800 x 600, 256 colors (Minimum); 1024 x 768 high color, 32-bit (Recommended)


Microsoft .NET Framework Version 3.0

Details:

  • Supported Operating System
  • Windows Server 2003, Windows XP

  • Processor: 400 MHz Pentium processor or equivalent (Minimum); 1GHz Pentium processor or equivalent (Recommended)
  • RAM: 96 MB (Minimum); 256 MB (Recommended)
  • Hard Disk: Up to 500 MB of available space may be required
  • CD or DVD Drive: Not required
  • Display: 800 x 600, 256 colors (Minimum); 1024 x 768 high color, 32-bit (Recommended)


Microsoft .NET Framework Version x3.5

Details:

  • Supported Operating System
           Windows Server 2003, Windows Server 2008, Windows Vista, Windows XP
  • Processor: 400 MHz Pentium processor or equivalent (Minimum); 1GHz Pentium processor or equivalent (Recommended)
  • RAM: 96 MB (Minimum); 256 MB (Recommended)
  • Hard Disk: Up to 500 MB of available space may be required
  • CD or DVD Drive: Not required
  • Display: 800 x 600, 256 colors (Minimum); 1024 x 768 high color, 32-bit (Recommended)


Microsoft .NET Framework Version 4.0

Details:

Supported Operating System

Windows 7, Windows 7 Service Pack 1, Windows Server 2003 Service Pack 2, Windows Server 2008, Windows Server 2008 R2, Windows Server 2008 R2 SP1, Windows Vista Service Pack 1, Windows XP Service Pack 3

Windows XP SP3

Windows Server 2003 SP2

Windows Vista SP1 or later

Windows Server 2008 (not supported on Server Core Role)

Windows 7

Windows Server 2008 R2 (not supported on Server Core Role)

Windows 7 SP1

Windows Server 2008 R2 SP1

Supported Architectures:

x86, x64, ia64 (some features are not supported on ia64 for example, WPF)

Hardware Requirements:

Recommended Minimum: Pentium 1 GHz or higher with 512 MB RAM or more

Minimum disk space:

x86 – 850 MB

x64 – 2 GB

Prerequisites:

Windows Installer 3.1 or later

Internet Explorer 5.01 or later


Microsoft .NET Framework Version 4.6

Details:

Supported Operating System

Windows 7 Service Pack 1, Windows 8, Windows 8.1, Windows Server 2008 R2 SP1, Windows Server 2008 Service Pack 2, Windows Server 2012, Windows Server 2012 R2, Windows Vista Service Pack 2

 Supported Operating Systems:

Windows Vista SP2 (x86 and x64)

Windows 7 SP1 (x86 and x64)

Windows 8 (x86 and x64)

Windows 8.1 (x86 and x64)

Windows Server 2008 SP2 (x86 and x64)

Windows Server 2008 R2 SP1 (x64)

Windows Server 2012 (x64)

Windows Server 2012 R2 (x64)

Minimum Hardware Requirements:

1 GHz or faster processor

512 MB of RAM

4.5 GB of available hard disk space (x86)

4.5 GB of available hard disk space (x64)


No comments

Powered by Blogger.
.