অনলাইন পাঠদান মনিটরিং এ শিক্ষার্থী সংখ্যা এন্ট্রি করা নতুন লিংক | student entry on online monitoring

12-07-2021 ইং তারিখ  রোজ সোমবার থেকে অনলাইন পাঠদান মনিটরিং এ এখণ থেকে আগের লিংক কাজ করবে না। তাই আপনাদের সকল শিক্ষক/শিক্ষিকার জন্য নতুন করে লিংক দেওয়া হলে।

অনলাইন পাঠদান মনিটরিং এ শিক্ষার্থী সংখ্যা এন্ট্রি করা নতুন লিংক student entry on online monitoring

 

সরকারি যাবতীয় কাজের জন্য আপনাদেরকে অবশ্যই মজিলা  ফায়ার ফক্স ব্যবহার করতে হবে। মজিলা ফাযার ফক্সে খুব সহজেই সরকারি যেকোন সাইটে প্রবেশ করতে পারবেন। কিভাবে আপনাদের কম্পিউটারে মজিলা ফায়ার ফক্স ইনস্টল করবেন জানতে এখানে ক্লিক করুন- 

How to Download and Install Mozilla Firefox on windows 7 Bangal Video Tutorial 2018


12.07.2021 ইং তারিখে দুপুর 12:00 ঘটিকা হতে #অনলাইন-পাঠদান-মনিটরিং লিংক পরিবর্তন করা হয়েছে। আজ থেকে সকল শিক্ষক/শিক্ষিকা নতুন লিংকে প্রবেশ করে সিডিউল তৈরি ও মনিটরিং করুন।

প্রতিদিন প্রচুর পরিমান শিক্ষক/শিক্ষকা ওই সাইটে প্রবেশ করে যার ফলে সার্ভার অনেক স্লোস কাজ করে। যার ফলে আপনারা কেউ ঠিক মত সেই সাইটে প্রবেশ করতে পারে না। সেই জন্য সার্ভারের গতি বৃদ্ধির লক্ষ্যে অনলাইন পাঠদান মনিটরিং ওয়েব পোর্টালটি দুটি পোর্টে বিভক্ত করা হলো । অর্থ্যাৎ বাংলাদেশে মোট ৮টি বিভাগকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। সকল শিক্ষক/শিক্ষিকাকে নিজ নিজ বিভাগের নির্ধারিত লিংক ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।

ঢাকা, খুলনা, সিলেট এবং ময়মনসিংহ বিভাগ এর জন্য লিংক:

http://180.211.137.133:8088/onlineclass/

রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল এবং রংপুর বিভাগ এর জন্য লিংক:

http://180.211.137.51:8088/onlineclass/

No comments

Powered by Blogger.
.