ই-প্রাইমারি স্কুল সিস্টেম হতে শিক্ষক পিন নম্বর বের করার নিয়ম| শিক্ষক পিন নাম্বার পাওয়ার পদ্ধতি-২০২১

ই-প্রাইমারি স্কুল সিস্টেম হতে শিক্ষক পিন নম্বর বের করার নিয়ম শিক্ষক পিন নাম্বার পাওয়ার পদ্ধতি-২০২১

অনলাইন পাঠদান মনিটরিং সিস্টেমের মাধ্যমে আপনাদের সকল সরকারি শিক্ষক/শিক্ষিকাকে মনিটরিং করা হবে, যে আপনারা ঠিক মত অনলাইনে ক্লাস নিচ্ছে কিনা? এই জন্য আপনাদের সকলের একটি করে শিক্ষক পিন নাম্বার প্রয়োজন হবে। কিন্তু কিভাবে আপনারা খুব সহজেই শিক্ষক পিন নাম্বার নিজেই নিজেই বের করার পদ্ধতি শিখবেন?


 আপনাদের মধ্যে অনেক সরকারি শিক্ষক/শিক্ষিকা আছেন যারা এই পিন নম্বার বের করতে পারেন না। কারন অনেকেই আছেন যারা প্রাথমিক অবস্থায় মোবাইল ও গুগল মিটআপের মাধ্যমে অনলাইনে ক্লাস নিয়ে থাকেন।  সঠিক ভাবে কম্পিউটারের ব্যবহার জানেন না। তাই আপনাদের সকলের কথা চিন্তা করেই আজকের এই পোষ্টটি লিখতে যাচ্ছি । আজকের পর থেকে আপনাদের প্রাথমিক শিক্ষকদের পিন নম্বর সংগ্রহ করতে কোণ ধরনের ঝামেলা করতে হবে না। নিজেই নিজেই পিন নম্বর বের করার  উপায় শিখে নিতে পারবেন।

ই-প্রাইমারি স্কুল সিস্টেম হতে শিক্ষক পিন নম্বর বের করার নিয়ম শিক্ষক পিন নাম্বার পাওয়ার পদ্ধতি-২০২১
 

আপনাদের শিক্ষক পিন নাম্বার পাওয়ার পদ্ধতি হচ্চে ই-প্রাইমারি স্কুল সিস্টেম হতে। এই ই-প্রাইমারি স্কুল সিস্টেম ওয়েব সাইটে গিয়ে আপনারা নিজেই পিন নম্বর বের করতে পারবেন এবং অন্য সকল শিক্ষকদেরও পিন নাম্বার বের করতে দিতে পারবেন। আপনাদের বাসায় যদি ডেক্সটপ অথবা ল্যাপটপ কম্পিউটার থাকে অথবা স্মার্ট মোবাইল থাকে। তাহলে আপনাদের প্রয়োজনীয় নম্বর খুব সহজেই বের করতে পারবেন।

 

 শিক্ষক পিন নাম্বার পাওয়ার পদ্ধতি-২০২১

প্রথম আপনাদের কম্পিউটার অথবা মোবাইলে যে ব্রাউজার আছে, তাতে প্রবেশ করে এড্রেস বারে গিয়ে লিখতে হবে- www.dpe.gov.bd

তারপরে নিচের মত ওয়েব সাইট চলে আসবে।

 

ওয়েব সাইটি আসলে আপনারা খুব ভাল করে লক্ষ করে দেখেন ডান পাশে (লাল তীর) যে স্ক্রোল বার আছে সেটাতে ক্লিক করে নিচে দিকে নিয়ে আসতে হবে।

ই-প্রাইমারি স্কুল সিস্টেম হতে শিক্ষক পিন নম্বর বের করার নিয়ম শিক্ষক পিন নাম্বার পাওয়ার পদ্ধতি-২০২১

নিচে আনার পরে ভাল করে লক্ষ্য করুন ওখানে লিখা আছে ই-প্রাইমারী স্কুল সিস্টেম (লাল বর্ডার দেওয়া) ওখানে আপনাকে ক্লিক করতে হবে।


 ই-প্রাইমারী স্কুল সিস্টেম ক্লিক করার পরেই নিচের মত ওকে ওয়েব সাইট আসবে। 

ই-প্রাইমারি স্কুল সিস্টেম হতে শিক্ষক পিন নম্বর বের করার নিয়ম শিক্ষক পিন নাম্বার পাওয়ার পদ্ধতি-২০২১

এখানেও আপনাকে পাশের স্ক্রোল বারটিতে ক্লিক করে একদম নিচে নিয়ে আসতে হবে। ওখানে লিখা আছে-

ই-প্রাইমারি স্কুল সিস্টেম হতে শিক্ষক পিন নম্বর বের করার নিয়ম| শিক্ষক পিন নাম্বার পাওয়ার পদ্ধতি-২০২১

ই-প্রাইমারী স্কুল সিস্টেমে Log In করতে নির্দিষ্ট বিভাগে  ক্লিক করুন।

আপনারা যে যে বিভাগের অন্তুভূক্তম, সে সেই বিভাগে ক্লিক করতে হবে। আমি আপনাদের সুবির্ধাতে এখানেই সেই বিভাগগুলোর নাম দিয়ে দিলাম।

  ই-প্রাইমারী স্কুল সিস্টেমে Log In করতে নির্দিষ্ট বিভাগে  ক্লিক করুন।

 

আমি আপাতত ঢাকা বিভাগে ক্লিক করলাম। ওখানে ক্লিক করার সাথে সাথেই নিচের মত ওয়েব সাইটি আসবে।

 

ই-প্রাইমারি স্কুল সিস্টেম হতে শিক্ষক পিন নম্বর বের করার নিয়ম| শিক্ষক পিন নাম্বার পাওয়ার পদ্ধতি-২০২১

এখানে আপনাদের স্কুল থেকে দেওয়া যে User ID  ও Password দেওয়া হয়েছে। সেটা দিয়ে আপনাকে Log In করতে হবে। আমি আপনাদের বুঝানোর সুবিধার্থে User ID ও Password দিয়ে দেখাচ্ছি । User ID ও Password দেওয়া হলে লগ ইন বাটনে ক্লিক করুন।

ই-প্রাইমারি স্কুল সিস্টেম হতে শিক্ষক পিন নম্বর বের করার নিয়ম| শিক্ষক পিন নাম্বার পাওয়ার পদ্ধতি-২০২১

আপনারা যদি সঠিক ভাবে User ID ও Password দিয়ে থাকেন। তাহলে নিচের মত করে ওয়েব সাইটি আসবে। 


এখানে আপনারা খুব ভাল করে লক্ষ করে দেখেন বাম পাশে শিক্ষক ব্যবস্থাপনা ওখানে মাউসের কার্সর নিয়ে গেলে নতুন একটি মেনু ওপেন হবে তাতে লিখা থাকবে শিক্ষক/শিক্ষিকার তথ্য সার্চ ওখানে ক্লিক করতে হবে। 


 তাহলে নিচের মত ওয়েব সাইটি আসবে।

 


এখানে আপনাকে শিক্ষক/শিক্ষিকার বাংলা নাম/ ইংরেজি নাম/মোবাইল/শিক্ষক পিন/স্কুল কোড/স্কুলের নাম এর যেকোনো একটি দিয়ে সার্চ করতে হবে। তবে আপনারা যদি নাম দিয়ে সার্চ করেন, তাহলে অনেক সময় লেগে যাবে। কারন একই নাম অনেক ব্যক্তির থাকতে পারে। তাই অতি দ্রুত আপনার শিক্ষক পিন নাম্বার  খুজতে হলে আপনার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করেন। যে মোবাইল নাম্বারটি আপনি শিক্ষক/শিক্ষিকার তথ্য ফরম পূরণ করার সময় ব্যবহার করেছিলেন। তাহলে অতি দ্রুত আপনার শিক্ষক পিন নাম্বার আপনি নিজেই নিজেই বের করতে পারবেন। যাইহোক আপনি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করুন বাটনে ক্লিক করুন। 

ই-প্রাইমারি স্কুল সিস্টেম হতে শিক্ষক পিন নম্বর বের করার নিয়ম| শিক্ষক পিন নাম্বার পাওয়ার পদ্ধতি-২০২১


এবার একদম নিচে লক্ষ্য করুন যে, আপনার নাম সহকারে একটি তথ্য চলে এসেছে। ওখানে আপনাকে বিস্তারিত এ ক্লিক করতে হবে(লাল বর্ড ার দেওয়া) নিচের ছবিটি লক্ষ্য করুন-
ই-প্রাইমারি স্কুল সিস্টেম হতে শিক্ষক পিন নম্বর বের করার নিয়ম| শিক্ষক পিন নাম্বার পাওয়ার পদ্ধতি-২০২১


বিস্তারিত ওখানে ক্লিক করার পরেই আপনি পেয়ে যাবেন আপনার শিক্ষন নাম্বার পিন্। কাজের সুবিধার্তে  আপনার পিন নাম্বারটি একটি সাদা কাগজে অথবা আপনার ডাইরীতে লিখে রাখতে পারেন।
ই-প্রাইমারি স্কুল সিস্টেম হতে শিক্ষক পিন নম্বর বের করার নিয়ম| শিক্ষক পিন নাম্বার পাওয়ার পদ্ধতি-২০২১

 
আশাকরি আপনারা শিখতে পেরেছেন কিভাবে ই-প্রাইমারি স্কুল সিস্টেম হতে শিক্ষক পিন নম্বর বের করতে তার নিয়ম| খুব সহজিই শিখিয়ে দিলাম শিক্ষক পিন নাম্বার পাওয়ার পদ্ধতি-২০২১। 

মনোযোগ সহকারে আমার পোস্টটি কয়েখবার ভাল করে পড়েন। তারপরে ধীরেধীরে কাজ করেন। কাজ করার সময় কোন চিন্তা করবেন না। এখানে ভুল করার মত কিছুই নাই। 

সম্পূর্ণ কাজটি ভিডিও আকারে দেখতে হলে নিচে লিংকে ক্লিক করুন। ওখানে খুব ‍সুন্দর করে দেখানো হয়েছে কিভাবে আপনারা শিক্ষক পিন নাম্বার বের করবেন। 

No comments

Powered by Blogger.
.