Bangla OCR - Free Online Bengali OCR | Image to Bangla Text Extractor

Bangla OCR এটার সাহায্যে যেকোন বাংলা লিখা ছবি থেকে খুব সহজেই লিখা আলাদা করা যায়।



যেকোন বাংলা লিখার ছবি দেখে দেখে কম্পোজ করার চেয়ে সেই বাংলা লিখার ছবিটিকে স্ক্যান করে বিভিন্ন ওয়েব সাইটের মাধ্যমে লিখা আলাদা করা হয়। বর্তমানে বাংলা ওসিআর করার অনেক ওয়েব সাইট রয়েছে। যার সাহায্যে আমরা খুব সহজেই যেকোন বাংলা লিখা ছবি থেকে সেই লিখা খুব সহজেই আলাদা করতে পারি । কিন্তু ওই সব ওয়েব সাইটে সঠিক ভাবে ওসিআর করতে পারে না। তাছাড়াও ওসিআর করতে অনেক সময় লেগে যায়। 

Web Site Link: Bangla OCR



নতুন যারা আছেন, এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে OCR (ওসিআর) কি?

OCR-এর ফুল মিনিং হচ্ছে Optical Character Recognition। কম্পিউটারে স্ক্যানারের সাহায্যে স্ক্যানকৃত যেকোন ছবি, ডকুমেন্টের ছবিকে ডকুমেন্টের ছবিকে কম্পিউটারে সেই লেখাকে খুব সহজেই এডিট করা , লিখা পরিবর্তন, ডিলিট করা, ছোট-বড় করার যান্ত্রিক বা ইলেকট্রনিক পদ্ধতিকে বুঝায়। আরো সহজ ভাষায় যদি বলা যায়, ওসিআর এমন একটি প্রযুক্তি যার সাহায্যে মোবাইল, ক্যামেরা দিয়ে তোলা ছবি থেকে লিখা, অক্ষর শনাক্ত করে আলাদ করে দেয়। আপনারা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনের যে লিফল্যাট দেখে থাকে। সেই লিফল্যাটকে স্ক্যান করে খুব সহজেই ওসিআর প্রযুক্তি ব্যবহার করে সব লিখাকে আলাদ করে ফেলতে পারবেন। আপনাকে কষ্ট করে আর কম্পোজ করতে হবে না। এছাড়াও যখন কেউ দলিল কম্পোজ করার জন্য আপনাদের কাছে এনে থাকে, আপনারা সেটা স্ক্যান করে ওসিআর প্রযুক্তি ব্যবহার করে সেই লিখা আলাদা করে এমএস ওয়ার্ডে নিয়ে সেই সব লিখার মধ্যে পরিবর্তন করা সহ সকল কিছু করতে পারবেন।

আপনারা যারা নিয়মিত কম্পোজের কাজ করেন, তাদের সকলের কথা চিন্তা করে আজকে একটি ওসিআর ওয়েব সাইট শেয়ার করতে যাচ্ছি । সেই ওয়েব সাইট ব্যবহার করতে আপনাদের কোন ইমেইল এড্রেস এর প্রয়োজন হবে না। সাধারণত গুগল ডক্সের সাহায্যে আপনরা এই কাজটি করে থাকেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি জিমেইল আইডির প্রয়োজন হবে। কিন্তু আমার সাইটি ব্যবহার করতে কোন কিছুই করতে হবে না। তাছাড়া অন্য সকল ওয়েব সাইট থেকে আমার সাইটে সবচেয়ে কম সময়ের মধ্যে আপনি যেকোন বাংলা লিখার ছবিকে ওসিআর প্রযুক্তি ব্যবহার করে লিখা আলাদা করতে পারবেন। 

সর্বপ্রথম আপনারা উপরের লিংকে ক্লিক করতে পারেন অথবা এখানে ক্লিক করলেই সেই ওয়েব সাইটি চলে আসবে নিচের ছবির মত-
Bangla_OCR_-_Free_Online_Bengali_OCR_Image_to_Bangla_Text_Extractor

এবার উপরের লক্ষ্য করে দেখেন লিখা আছে, Choose File। ওখানে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে Open ডায়লগ বক্স আসবে। -
Bangla_OCR_-_Free_Online_Bengali_OCR_Image_to_Bangla_Text_Extractor-2

এখন আপনারা যে বাংলা লিখার ছবি থেকে  লিখা আলাদা করতে চান। সেই ফাইলটি সিলেক্ট করে Open এ ক্লিক করুন। আমি আপাতত একটি বাংলা লিখা ছবি নিচ্ছি।
Bangla_OCR_-_Free_Online_Bengali_OCR_Image_to_Bangla_Text_Extractor-2

এর পরে আপনাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তারপরেই লক্ষ করে দেখেন আপনাদের বাংলা লিখা ছবি থেকে সব লিখা আলাদা হয়ে গিয়েছে। নিচের ছবিটি লক্ষ্যা করুন-
Bangla_OCR_-_Free_Online_Bengali_OCR_Image_to_Bangla_Text_Extractor-4

এবার আপনারা Copy বাটনে ক্লিক করুন। তাহলে আপনার সব লিখা কপি হয়ে যাবে। তারপরে আপনাদের লিখা যেখানে ব্যবহার করতে চান ওখানে গিয়ে পেষ্ট করলেই সব লিখা পেষ্ট হয়ে যাবে। এখান আপনারা এই সব লিখার সব কিছু পরিবর্তণ, লিখা মুছা, ছোট-বড় করা, নতুন নতুন শব্দ যুক্ত করা সব কিছু্ করতে পারবেন। 

তবে এটা কিন্তু ইউনিকোড ফন্ট। এই ইউনিকোড ফন্টকে যদি বিজয় ফন্টে কনভার্ট করতে চান। তাহলে Convert বাটনে ক্লিক করে বিজয় ফন্টে কনভার্ট করতে পারবেন। তবে ইউনিকোড থেকে কিভাবে বিজয় ফন্টে কনভার্ট করতে হয়। এটার উপর নতুন আরেকটা পোষ্ট দিব।

ছবি বাংলা লিখা আলাদা করার সবচেয়ে সহজ ওয়েব সাইট হচ্ছে এটি। এটির সাহায্যে খুব সহজেই আপনারা যেকোন বইয়ের পাতা, বাংলা এস্যাইমেন্ট সহ সকল ধরনের কম্পোজ করা ফাইলকে স্ক্যান করে অথবা মোবাইল-ক্য্যামেরা দ্বারা ছবি তুলে খুব সহজেই এই কাজটি করতে পারবেন।

যদি পোষ্টটি আপনাদের ভালো লেগে থাকে  অবশ্যই আপনারা সকল বন্ধুদের সাথে ও যাবতীয় সোস্যাল মিডিয়াতে শেয়ার করবেন।কমেন্টস করে জানাবেন আর কি কি শিখতে চান- ইনশাআল্লাহ আমি চেষ্টা করবে সকল ধরনের কম্পিউটার জ্ঞান আপনাদের সাথে শেয়ার করতে। 

No comments

Powered by Blogger.
.