মাইক্রোসফট অফিস 2024 সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড এবং ইনস্টল করুন | অফিস 2024 বিনামূল্যে ব্যবহার করুন
মাইক্রোসফট
অফিসের ব্যবহার আমরা সকলেই জানি। নতুন যারা প্রথম অবস্থায় কম্পিউটার প্রশিক্ষন নিয়ে
থাকেন। তারা সকলেই মাইক্রোসফট অফিসের কাজ আগে শিখে। এতে করে তার অন্য সকল সফটওয়্যারের
কাজ শিখতে অনেক সুবিধা হয়।
Download Link:
1. Configuration 2. Office 2024
মাইক্রোসফট অফিসের অনেক ভার্সন বেরিয়েছে। তার মধ্যে মাইক্রোসফট অফিস ২০২৪ বর্তমান সময়ে লেটেস্ট ভার্সন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা মাইক্রোসফট অফিসের এই লেটেস্ট ভার্সন ব্যবহার করতে চান।
তাই আপনাদের সকলের কথা চিন্তা করেই আজকে শেয়ার করতে যাচ্ছি মাইক্রোসফট অফিস
২০২৪। এর আগের একটি পোষ্ট দেখিয়েছি কিভাবে কমান্ড প্রমোটের (cmd) এর মাধ্যমে আপনারা
Microsoft Office 2024 ডাউনলোড এবং ইনস্টল করবেন। ওখানে যে কমানন্ড দেওয়া হয়। তাতে
আগে Microsoft Office 2024 ডাউনলোড হবে। তারপরের কমান্ড দেওয়ার পরে ইনস্টল শুরু হয়ে
যাবে। কিন্তু আজকের পোষ্টে আপনারা Microsoft Office 2024 আমার গুগল ড্রাইভ থেকে ডাউনলোড
করে করে ইনস্টল করতে পারবেন। আর এখানে যেভাবে দেখানো হবে ঠিক মত কমান্ড গুলো ফলো করবেন,
তা না হলে কিন্তু আপনার কম্পিউটারে Microsoft Office 2024 ইনস্টল হবে না।
সর্বপ্রথম পরের লিংক থেকে দুটি ফাইল ডাউনলোড করতে হবে। একটি হচ্ছে Microsoft Office 2024 এবং অন্য টি হচ্ছে Configuration ফাইল।
জীপ
করা ফাইল দুটি এক্সট্রাক (Extract) হলে নিচের মত দেখতে পাবেন। এবার জীপ ফাইল দুটোকে
Cut করে অন্য ড্রাইভে ব্যাকআপ রেখদিন। যাতে করে পরবর্তিতে প্রয়োজন হলে সেই ব্যাকআপ
থেকে পূনরায় ইনস্টল করতে পারবেন-
এবার ফোল্ডারের এড্রেস বারে ক্লিক করে টাইপ করুন cmd তারপরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন-
এর ফলে Command Prompt ওপেন হবে। নিচের ছবিটি ভালো করে লক্ষ্য করেন-
নিচের
দেওয়া কমান্ড লাইনটি কপি করে Command Prompt এ গিয়ে পেষ্ট করে এন্টার প্রেস করুন।
setup /configure configuration.xml
যদি আপনার কম্পিউটারে মাইক্রোসফট অফিস ২০২১ অথবা পুরনো ভার্সন ইন্সটল করা থাকে। তাহলে নিচের মত দেখাবে।
সেই ক্ষেত্রে পুরনো ভার্ষনটি আনইন্সট করে নিবেন। তারপরে পূনরায় কমান্ডটি কপি করে Command Prompt গিয়ে পেষ্ট করে এন্টার প্রেস করুন। তাহলে নিচে মত ছবিটি দেখতে পাবেন।
এখনে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। এর ফলে নিচের ছবিটির মত আসলেই বুঝতে হবে আপনার মাইক্রোসফট অফিস ২০২৪ সম্পূর্ণ ভাবে ইনস্টল শুরু হচ্ছে। নিচের ছবিটি লক্ষ্য করুন-
মাইক্রোসফট
অফিস ২০২৪ ইন্সটল শেষ হলে নিচের মত ছবিটি দেখাবে। এখানে আপনাকে Close বাটনে ক্লিক করতে
হবে। এই ভাবে আপনার মাইক্রোসফট অফিস ২০২৪ ইনস্টল শেষ হবে।
বিশেষ
দৃষ্টি আকর্ষনঃ
এটা অর্জিনাল মাইক্রোসফট অফিস ২০২৪ কিনা সেটা পরীক্ষা করার জন্য এম এস ওয়ার্ড অথবা এম এস এক্সেল ওপেন করে Account এ ক্লিক করেন। ঠিক তখন নিচের মত ছবিটি দেখাতে পারে।
মাইক্রোসফট
অফিস ২০২১, এটা দেখে কেউ আবার রাগ কইরে না। এটা অর্জিনাল অফিস ২০২৪। সেটা পরীক্ষা করার
জন্য দুটো উপায় আছে। একটা হলো কন্ট্রোল প্যানেলে (Control Panel) গিয়ে Programs
and Features এ ক্লিক করে দেখেন অফিসের ভার্সন
কত? নিচের ছবিটি লক্ষ্য করুন-
অন্যটি হলে, Start এ ক্লিক করে Setting এ ক্লিক করুন। তারপরে Apps এ ক্লিক করে। এর পরে Apps & features এর নিচের Search this list এ ক্লিক করে টাইপ করুন Microsoft Office তাহলে আপনার কম্পিউটারে মাইক্রোসফট অফিসের কোন ভার্ষণ ইনস্টল হয়েছে তা দেখিয়ে দিবে। নিচের ছবিটি লক্ষ্য করুন-
আশাকরি শিখতে পেরেছেন কিভাবে Microsoft Office 2024 Professional Plus Free Download And Install করতে হয়। আমার দেখানো প্রত্যেকটি কমান্ড সঠিক ভাবে ফলো করতে হবে। কোন অবস্থাতেই কমান্ড যাতে করে ভুল না হয়।
এছাড়াও আমার অন্য একটি পোষ্টে দেখিয়েছি কিভাবে Microsoft
Office 2024 Professional Plus সরাসরি ইন্টারনেট থেকে মাইক্রোসফটের সার্ভার থেকে ডাউনলোড
করে ইনস্টল করতে হয়। আশাকরি সেই পোষ্টটিও আপনাদের ভালো লেগেছে। যারা সেই পোষ্টটি পড়েননি
তাদের জন্য এই লিংক, এখানে ক্লিক করেই আপনারা সেই পোষ্টটি পেয়ে যাবেন।
No comments