Shamsul Hoque Khan School & College Admission Circular Result 2023 | সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2023

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ২০২৩ শিক্ষাবর্সে  ভর্তি  শুরু হয়েছে। প্রভাতি ও দিবা শাখায় অনলাইনের মাধ্যমে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে 16/11/2022 ইং সকাল ১১টা থেকে। যে সকল ছাত্র-ছাত্রীরা সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ভর্তি  হতে ইচ্ছুক তারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন ফরম পূরণ করতে পারবেন।
Shamsul Hoque Khan School & College Admission Circular Result 2023  শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2023

এছাড়াও আপনাদের যাদের ডেক্সটপ অথবা ল্যাপটপ কম্পিউটারে আছে তারা চাইলে নিজেরদের ফরম বাসায় বসে নিজেরাই পূরণ করতে পারবেন। এই জন্য তাদের কে কোন কম্পিউটারের দোকানে অথবা সাইবার ক্যাফে যেতে হবে না। তাছাড়া ভর্তির ফরম পূরণ করার পরে ভর্তির ফ্রি বাবদ যে টাকা তা টেলিটক সিমের মাধ্যমে জমা  প্রদান করতে হবে। 

এছাড়াও মোবাইল দিয়ে আপনারা চাইলে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ২০২৩ শিক্ষাবর্সে  ভর্তির আবেদন টেলিটক সীমের মাধ্যমে করতে পারবেন।   আপনারা Shamsul Hoque Khan School & College Admission Circular 2023 এবং ভর্তির যাবতীয় নিয়ম নিম্নে দেওয়া আছে। ওখান থেকে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। 

 


সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

পাড়াডগার মাতুয়াইল ডেমরা ঢাকা

ফোন: ০২২২৩৩০৯০০৭, ০২২২৩৩০৯২০৭, ০২২২৩৩০৯৪০১

www.shksc.edu.bd

EIIN-107915

২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি (বাংলা মাধ্যম)

[ স্কুলে দেয়া হবে না ভর্তির ফরম, যেভাবে আবেদন ]

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন ভর্তি সম্পন্ন করার নিমিত্তে ২০২৩ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তির আবেদন আহবান করা যাচ্ছে

প্রভাতি শাখা

১ম শ্রেণি ২য় শ্রেণি (বালক বালিকা)

৩য় শ্রেণি হতে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত (বালিকা)

দিবা শাখা

৩য় শ্রেণি হতে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত (বালক)


আবেদন প্রক্রিয়াঃ

০১। ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের  অবশ্যই নিচের ওয়েব সাইট লিংকে http://gsa.teletalk.com.bd  এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ Teletalk Pre-Paid Mobile নম্বর হতে SMS এর মাধ্যমে আবেদন ফি প্রদান করে ভর্তির আবেদনের কার্যক্রম সম্পন্ন করতে হবে।

০২। আবেদন দাখিলের সময়সীমা:

i) Online- আবেদনপত্র পূরণ আবেদন ফি জমাদান শুরুর তারিখ: ১৬/১১/২০২২ খ্রি. সকাল ১১.০০টা।

ii) Online- আবেদনের শেষ তারিখ: ০৬/১২/২০২২ খ্রি. বিকাল .০০ টা।

উক্ত সময়সীমার মধ্যে প্রার্থীগণ Online- আবেদনপত্র Submit করে User ID পাবেন। প্রাপ্ত User ID ব্যবহার করে Teletalk Pre-paid Mobile নম্বর হতে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ ০৬/১২/২০২২ খ্রি. বিকাল .০০ টার মধ্যে শুধু User ID প্রাপ্ত শিক্ষার্থীগণ ০৬/১২/২০২২ দিবাগত রাত ১২.০০ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন।


Web Application Form পূরণ এর নিয়মাবলী:

১। http://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে Browse করে আবেদনপত্র পূরণ Submit করতে পারবেন।

২। Online - আবেদনপত্রের নির্দেশনা মতে প্রার্থী তার সকল তথ্য পূরণ করবেন। যে সকল প্রার্থী বিভিন্ন কোটায় আবেদন

করবেন তাদের কোটার বিষয়টি অবশ্যই উল্লেখ করতে হবে। অন্যথায় কোটা বিবেচনা করা সম্ভব হবে না।

৩। Online- আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে JPEG ফরমেটে নির্ধারিত স্থানে। Upload করবেন।

ছবিকে কিভাবে (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ pixel) করবেন, তা জানতে এখানে ক্লিক করুন- যেকোন ছবিকে খুব সহজেই 300 x 300 পিক্সেল এবং মিনিমাম ১০০ কিলোবাইট বানিয়ে ফেলুন বাংলা ভিডিও টিউটোরিয়াল

৪। Online- আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID ছবিসহ Applicant's copy পাবেন।

৫। প্রার্থী Online- পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট অথবা Download কপি ভর্তি সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

৬। Online- আবেদনপত্রে সরবরাহকৃত বাছাইকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন প্রেরণ করার পূর্বেই সরবরাহকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে / প্রার্থীর পিতা-মাতা শতভাগ নিশ্চিত হবেন।

 

SMS এর মাধ্যমে আবেদন ফি প্রদানের নিয়মাবলী:

১। Applicant's কপিতে প্রাপ্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid Mobile নম্বর হতে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি বাবদ প্রতিটি Application এর জন্য ১১০/- টাকা জমা দিবেন।

২। প্রথম SMS: GSA<space>User ID (Web Application হতে প্রাপ্ত) লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ: GSA<space>ABCDEF লিখে Send করতে হবে 16222 নম্বরে। ফিরতি SMS শিক্ষার্থীর নামসহ একটি PIN নম্বর পাওয়া যাবে। যা ব্যবহার করে দ্বিতীয় SMS টি করতে হবে।

৩। দ্বিতীয় SMS: GSA<space>YES<space>PIN (প্রথম SMS হতে প্রাপ্ত) লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ: GSA<space>yes>space>123456 লিখে Send করতে হবে 16222 নম্বরে।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online- আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও ভর্তির আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত Online-এর আবেদন কোন অবস্থাতেই গৃহিত হবে না। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে ভর্তি সংক্রান্ত যাবতী য়োগাযোগ করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং SMS এর মাধ্যমে প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ডিজিটাল লটারি অনুষ্ঠান: ১৩/১২/২০২২ খ্রি. মঙ্গলবার।

 

 

(মো: মাহবুবুর রহমান মোল্লা)

প্রিন্সিপাল

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ডেমরা, ঢাকা।

 



People also search for:
সামসুল হক খান স্কুল এন্ড কলেজ বেতন
ডেমরা কলেজ কোথায়
শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ভর্তি 2021
সামসুল হক খান স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি
Shamsul Hoque Khan School and College location
শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ভর্তি 2023
সামসুল হক খান স্কুল এন্ড কলেজ বেতন
ডেমরা কলেজ কোথায়
সামসুল হক খান স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি
Shamsul Haque Khan School Admission Circular 2023
কলেজ রিভিউ : সামসুল হক খান স্কুল এন্ড কলেজ
Shamsul Hoque Khan School Lottery Result 2023 
সামসুল হক খান স্কুল এন্ড কলেজ লটারি ফলাফল




Keywords:
shamsul hoque khan school & college,shamsul hoque khan school and college,shamsul hoque khan school,shamsul hoque khan school and college location,shamsul hoque khan school and college admission,shamsul hoque khan,shamsul hoque school dhaka,shamsul hoque school and college,shamsul hoque khan school u0026 college,shamsul hoque khan school a obydul kader,shamsul haque khan school & college,samsul haque khan school & college,samsul haque school and college

No comments

Powered by Blogger.
.