left cursor key not working in ms word 2007 | Fix Spacebar Not Working on Windows 10
MS Word এ কিছু লিখে Space দিলে সামনের দিকে (ডান দিকে) যায় কিন্তু বাম দিকে আসে না। Left Arrow দিয়ে আপনি যতই চেষ্টা করেন না কেন? নিচের লাইক থেকে উপরের লাইনের শেষের দিকে এসে কার্সর থেমে যায়। শত চেষ্টা করলেও সেটাকে Left Side আনা যায় না। এই সমস্যায় অনেকেই পরেছেন। অনেকেই মনে করে থাকে এটা Spacebar অথবা Keyboard (কি-বোর্ডের) সমস্যা।
প্রকৃত অর্থে এটা হচ্ছে Microsoft Office 2007 SP2 এর ফাংশনগত সমস্যা। Microsoft Office 2007 সব ভার্সনে আপনারা এই ধরনের সমস্যায় পড়বেন না। কারণ এটা শুধু মাত্র Microsoft Office 2007 এর সার্ভিস প্যাক ২ এ হয়ে থাকে। এই সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবেন। নিচের বিস্তারিত দেওয়া হলো-
Microsoft Office 2007 ওপেন থাকা অবস্থায় উপরের কোনায় Office Button এ ক্লিক করে Word Option এ ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ্য করুন-
left cursor key not working in ms word 2007 |
Word Option ডায়লগ বক্স ওপেন হওয়ার পরে বামপাশে
যে লিষ্ট আসবে তাতে লক্ষ্য করে দেখুন Advanced তাতে আপনাকে ক্লিক করতে হবে। নিচের ছবিটি
লক্ষ্য করুন-
Advanced এর আওতায় Editing
Option এর নিচের Cursor Movement লিখা আছে। ঠিক তার নিচে লক্ষ্য করে দেখুন Visual এ
ক্লিক করা আছে। নিচের ছবিটি লক্ষ্য করুন-
এখানে আপনাকে Logical এ ক্লিক করতে
হবে। তাহলে আপনার কার্সর এখন থেকে সব জায়গায় নড়াচড়া করবে।
No comments