Windows 10 32/64 bit ইনস্টল করায় যে ভুল করে | হার্ডডিক্স নস্ট করার আগে পোষ্টটি পড়ুন

 বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে Windows 10 64/32 bit। আপনারা বাজার থেকে Windows 10 64/32 bit এর ডিভিডি ডিক্স কিনে এনে যখন ল্যাপটপ অথবা ডেক্সটপ কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করেন, ঠিক তখনই একটি সমস্যার মুখোমুখি হতে হয়।

Windows 10 3264 bit ইনস্টল করায় যে ভুল করে  হার্ডডিক্স নস্ট করার আগে পোষ্টটি পড়ুন


সেটা হচ্ছে Partition Style নিয়ে। কারণ Windows 10 64/32 bit তৈরী করা হয়েছে GPT(Guide Partition Style) সার্পোটেড। কিন্তু আপনার Laptop অথবা Desktop Computer এর Partition Style হলো MBR(Master Boot Record)।


যার ফলে সেই ডিভিডি ডিক্স দিয়ে আপনরা Windows 10 64/32 bit ইনস্টল করতে পারেন না। ঠিক এই কারণে অনেকেই আছেণ যারা, ঠিক সেই মুহুর্তে Harddisk Partition Style পরিবর্তন করার জন্য Command Prompt এর মাধ্যমে কিছূ Command দিয়ে থাকেন। 


যার ফলে আপনার হার্ডডিক্স আর খূজে পান না Windows Install করার জন্য। এই ধরনের সমস্যায় অনেকেই পরেছেন। বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপ থেকে বিষয়টি জানতে পেরেছি।  

 

তাই আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, হার্ডডিক্সের Partition Style পরিবর্তন না করে Windows Style Change করেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, যে ডিভিডি ডিক্স ব্যবহার করছি, সেটার স্টাইল কি করে পরিবর্তন করব, এটাতো Bootable DVD Disk। এই কারণে আপনারা একটি Bootable Pen drive তৈরী করতে পারেন যেটাতে Windows 10 64/32 bit এর MBR(Master Boot Record) পার্টিশন সার্পোটেড থাকবে।

 

Windows 10 3264 bit ইনস্টল করায় যে ভুল করে  হার্ডডিক্স নস্ট করার আগে পোষ্টটি পড়ুন

খুব সহজেই Windows 10 64/32 bit জেনুইন ভার্সন ডাউনলোড করতে পারবেন এবং খূব সহজেই একটি Bootable Pen drive তৈরী করতে পারবেন। যার ফলে আপনার হার্ডডিক্সটাও ঠিক থাকল। আর আপনি খুব সহজেই Windows 10 64/32 bit Install করতে পারবেন।

 

এই কাজটি করতে হলে সর্বপ্রথম আপনাকে Windows 10 64/32 bit জেনুইন ভার্সণ ডাউনলোড করতে হবে। Windows 10 64/32 bit জেনুইন ভার্সন ডাউনলোড করার জন্য নিচের সফটয়্যারটি ডাউনলোড করুন।

How to download windows 10 Iso file | how to download iso file for windows 10

 

আপনাদের Windows 10 64/32 bit জেনুইন ভার্সণ ডাউনলোড সম্পূর্ণ হলে এখন এটাকে Bootable Pen drive বানাতে হলে আপনাদের আরেকটি সফটওয়্যারের প্রয়োজন হবে সেটা হচ্ছে Rufus । এটার সাহায্যে আপনারা খুব সহজেই Windows 10 64/32 bit এর Bootable Pen drive তৈরী করতে পারবেন।

 

Windows 10 3264 bit ইনস্টল করায় যে ভুল করে  হার্ডডিক্স নস্ট করার আগে পোষ্টটি পড়ুন

তাও আবার আপনার ইচ্ছে মত পার্টিশন স্টাইল দিয়ে সেটা হতে পারে MBR(Master Boot Record) অথবা GPT(Guide Partition Style)। এই জন্য সর্বপ্রথম নিচের লিংক থেকে Rufus Software ডাউনলোড করে নিন। 


how to make bootable usb windows 10 rufus-3.14 | Create a Windows 10 Bootable USB

 আপনারা উপরেরদেওয়া দুটো লিংকে ক্লিক করার পরে বিস্তারিত জানতে পারবেন। উপরের যে লিংক দেওয়া আছে। সেটা থেকে জানতে পারবেন কিভাবে উইন্ডোজ 10 ডাউনলোড করতে পারবেন। এর পরে নিচের লিংকে ক্লিক করে রিফুস সফটওয়্যার ডাউনলোড ও কিভাবে বুটেবল  প্নে ড্রাইভ বানাতে পারবেন।


যাইহোক মনোযোগ সহকারে দুটো পোষ্ট পরে খুব সহজেই একটি বুটেবল প্নে ড্রাইভ বানিয়ে আপনার ল্যাপটপ ও ডেক্সটপ কম্পিউটারে খুব সহজেই উইন্ডোজ ইনস্টল করতে পারবেন। 


 

 

No comments

Powered by Blogger.
.