how to make bootable usb windows 10 rufus-3.14 | Create a Windows 10 Bootable USB
সঠিক নিয়মে Windows 10 এর Bootable প্নে ড্রাইভ কিভাবে বানাবেন?
Windows 10 Bootable প্নে ড্রাইভ বানানোর সঠিক কিছু নিয়ম আছে। সেই নিয়ম অনুসরণ না করে আপনারা সকলেই Windows 10 Bootable প্নে ড্রাইভ বানিয়ে থাকেন। কিন্তু যখন সেটা দিয়ে Windows 10 ইনস্টল করতে যান। ঠিক তখনই আপনার কম্পিউটারে একটা এরর মেসেজ আসে। বিশেষ করে যখন আপনারা সি- ড্রাইভ সিলেক্ট করে ঠিক তখন কিন্তু সেটা ফরম্যাট হয় না।
এই সমস্যার প্রধান কারন হচ্ছে পার্টিশন স্টাইল। সাধারনত Windows 10 জিপিটি পার্টিশন স্টাইল সাপোর্ট করে কিন্তু আপনার হার্ডডিক্স এমবিআর পার্টিশন স্টাইল। যার ফলে আপনি যখন আপনার কম্পিউটারের সি ড্রাইভ সিলেক্ট করেন তখন সেটআপ হতে চায় না। এই কারণে আপনার পার্টিশণ স্টাইল যদি হয় এমবিআ তাহলে আপনাকে এমবিআর সাপোর্ট বুটেবল প্নে ড্রাইভ বানাতে হবে। আর অবশ্যই আপনার বায়োস হতে হবে Lagacy।
এর আগের ৩টা পোষ্টে আমি বায়োস, পার্টিশন স্টাইল ও কিভাবে জানবে যে, আপনার পার্টিশণ স্টাইল কোনটা তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশাকরি আগের পোষ্টগুলো পরলে আপনি বায়োস ও পার্টিশন স্টাইল নিয়ে অনেক ধারনা পাবেন।
তবে আজকের পোষ্টে আমি আপনাদেরকে সঠিক নিয়মে Windows 10 Bootable প্নে ড্রাইভ বানানো শিখাবো। যেই Bootable প্নে ড্রাইভ দিয়ে আপনারা খুব সহজেই উইন্ডোজ ১০ ইনস্টল করতে পারবেন এবং ইনস্টল করার সময় কোন প্রকার ইরর মেসেজ আসবে না -ইনশাআল্লাহ।
এই কাজ করার জন্য আপনাদের ছোট একটি সফটওয়্যার rufus-3.14 প্রয়োজন হবে। নিজের ডাউনলোড লিংক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।
এবার উইন্ডোজ ১০ এর ISO ফাইল প্রয়োজন হবে। এখান থেকে ডাউনলোড করে নিন- Windows 10 ISO File ।
এবার বুটেবল প্নে ড্রাইভ বানানোর সুবিধার্দে একটি ফোল্ডারে Rufus-3.14 সফটওয়্যার ও Windows 10 ISO ফাইলটি রাখুন। তবে যেখানে ডাউনলোড হয়েছে সেখান থেকেও কাজটি করতে পারবেন তাতে কোন সমস্যা নেই।
একটি ৮ জিবির প্নে ড্রাইভ আপনার কম্পিউটারে লাগান। আমরা ৬৪ বিট অথবা ৩২ বিটের বুটেবল প্নে ড্রাইভ বানাবো । তবে আপনি যদি ৬৪ বিট ও ৩২ বিটের একসাথে বুটেবল প্নে ড্রাইভ বানান। তাহলে অবশ্যই চেষ্টা করবেন ১২/১৬ জিবির প্নে ড্রাইভ ব্যবহার করতে।
এবার Rufus-3.14 সফটওয়্যার রান করান। করার সাথে সাথেই একটি ম্যাসেজ আসবে, তাতে লিখা থাকবে যে, আপনি Rufus-3.14 সফটওয়্যারটি অনলাইন থেকে আপডেট করবেন কিনা? এখানে আপনাকে No ক্লিক করতে হবে। কারণ Rufus-3.14 সফটওয়্যার আপডেট করার কোন প্রয়োজন নেই।
No comments