সহজেই Scroll Lock Key কে Dedicated Shutdown Key বানিয়ে ফেলুন | Dedicated Shutdown Key in Keyboard

সহজেই Scroll Lock Key  কে Dedicated Shutdown Key বানিয়ে ফেলুন | Dedicated Shutdown Key in Keyboard

অতীতের অনেক কিবোর্ডে আলাদা Power বাটন থাকত। যার সাহায্যে আমরা পিসিকে খুব সহজেই Shutdown করতে পারতাম। সাধারণত কাজের সময় যদি আমাদেরকে দ্রুত কোথায় যেতে হয়, সেক্ষেত্রে সাধারণত নিয়মে Shutdown দিলে অনেকটা সময় লাগে। কিন্তু কি-বোর্ডের Power বাটনে চাপ দিলেই কম্পিউটার অনেক দ্রুত  Shutdown হয়ে যাবে। কিন্তু বর্তমানে অনেক কিবোর্ডে Power বাটন নেই। যার ফলে আপনাদের কে সাধারণ নিয়মে কম্পিউটার Shutdown দিতে হয়।


সহজেই Scroll Lock Key  কে Dedicated Shutdown Key বানিয়ে ফেলুন | Dedicated Shutdown Key in Keyboard



তাই আজকের পোষ্টের মাধ্যমে জানতে পারবেন কিভাবে কিবোর্ডের যেকোন বাটনকে আপনি Power বাটন অথবা Shutdown বাটন বানাতে পারবেন। এই ক্ষেত্রে আমরা Scroll Lock বাটনকে বেছে নিয়েছি। এই Scroll Lock বাটনকে চাপ দিলেই কম্পিউটার Shutdown হয়ে যাবে। তাছাড়াও আপনি চাইলে যেকোন লেটার বা অক্ষরকেও এই Shutdown বাটন বানাতে পারবেন।


আর এই কাজটি করার জন্য আপনার প্রয়োজন হবে AutoHotkey সফটওয়্যারটি। খুবই ছোট একটি সফটওয়্যার এবং এর পাশাপাশি স্ক্রীপ্টও লিখতে হবে। নিচের লিংকে ক্লিক করে AutoHotkey সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

 

Download Link AutoHotkey 1.1.34.03

Winrar Password: azmolphotoshop


Zip Files কে আনজীপ করতে হবে। এই জন্য আপনাদের Winrar সফটওয়্যারটি প্রয়োজন হবে। Winrar লিংক থেকে ডাউনলোড করে নিন। কিভাবে Winrar সফটওয়্যারটি একটিভ করবেন, সেটা জানতে এখানে ক্লিক করুন-

How to Activate WinRAR | how to activate winrar permanently for free


সহজেই Scroll Lock Key  কে Dedicated Shutdown Key বানিয়ে ফেলুন


যাইহোক Zip Files আনজীপ করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে Extract Files এ ক্লিক করুন-



তারপরে পাসওয়ার্ড যাইবে। উপরে ডাউনলোড লিংকের নিচে  পাসওয়ার্ড দেওয়া আছে। পাসওয়ার্ড দেওয়ার পরে Ok ক্লিক করুন।

এর পরে AutoHotkey_1.1.34.03_setup নামের ফোল্ডারে প্রবেশ করুন। ওখানে আপনি AutoHotkey_1.1.34.03_setup ইএক্সই ফাইলটিতে ডবল ক্লিক করুন। এর ফলে একটি ম্যাসেজ আসবে তাতে আপনাকে YES এ ক্লিক করতে হবে।তারপরে নিচের মত ছবিটি দেখতে পাবেন-
সহজেই Scroll Lock Key  কে Dedicated Shutdown Key বানিয়ে ফেলুন | Dedicated Shutdown Key in Keyboard

এখানে আপনাকে Express Installation এ ক্লিক করতে হবে। তারপরে নিচের মত ছবিটি দেখতে পাবেন।
সহজেই Scroll Lock Key  কে Dedicated Shutdown Key বানিয়ে ফেলুন | Dedicated Shutdown Key in Keyboard

কিছুক্ষন পরেই আপনার AutoHotkey_1.1.34.0 ইনস্টল সম্পূর্ণ হবে। তারপরে নিচের মত ছবিটি দেখতে পাবেন। এখানে আপনাকে Exit এ ক্লিক করতে হবে।

সহজেই Scroll Lock Key  কে Dedicated Shutdown Key বানিয়ে ফেলুন | Dedicated Shutdown Key in Keyboard



এরপরে AutoHotkey স্টার্ট করার জন্য Start Menu ক্লিক করার পরেই মেনুতে  AutoHotkey লিখাতে ক্লিক করুন।
সহজেই Scroll Lock Key  কে Dedicated Shutdown Key বানিয়ে ফেলুন | Dedicated Shutdown Key in Keyboard


ক্লিক করার সাথে  সাথেই আপনারা নিচের মত ছবিটি দেখতে পাবেন। এখানে আপনাদের কোন কাজ নেই। Menu Bar থেকে File এ ক্লিক করে Exit  এ ক্লিক করুন।
সহজেই Scroll Lock Key  কে Dedicated Shutdown Key বানিয়ে ফেলুন | Dedicated Shutdown Key in Keyboard


এবার ডেক্সটপে একটি  Notepad নিন। তারপরে নিচের কোডটি কপি করে পেষ্ট করুন। 
ScrollLock::shutdown, 5

তার আগে কোডের বিস্তারিত আলোচনা করে নেই। 

ScrollLock::shutdown, 1 এভাবে লিখলে কম্পিউটার shutdown হয়ে যাবে। তবে  মান 1 এর সাথে যদি 4 দিয়ে 5 লিখেন তাহলে কম্পিউটারের যাবতীয় প্রোগ্রাম থাকা অবস্থায় shutdown হয়ে যাবে। 

ScrollLock::shutdown, 2 এভাবে লিখলে কম্পিউটার Restart  হয়ে যাবে। তবে  মান 2 এর সাথে যদি 4 দিয়ে 6 লিখেন তাহলে কম্পিউটারের যাবতীয় প্রোগ্রাম থাকা অবস্থায় Restart হয়ে যাবে।

ScrollLock এর জায়গায় আপনি যদি Pause Break, Home,  Insert, PageUp, Page Down লিখেন। তাহলে  ওই সব বাটন প্রেস করার সাথে সাথেই আপনার পিসি shutdown /Restart হয়ে যাবে।

সহজেই Scroll Lock Key  কে Dedicated Shutdown Key বানিয়ে ফেলুন | Dedicated Shutdown Key in Keyboard

তারপরে Menubar থেকে File এ ক্লিক করে Save As  এ ক্লিক করুন। তারপরে যেকোন নাম টাইপ করুন। নামের শেষে .ahk এক্সটেনশন যুক্ত করতে হবে। যেমন: azmolphotoshop.ahk এর পরে Save as Type এর বরাবর ক্লিক করে All Files এ ক্লিক করে Save এ ক্লিক করুন। 

সহজেই Scroll Lock Key  কে Dedicated Shutdown Key বানিয়ে ফেলুন | Dedicated Shutdown Key in Keyboard

উপরের ছবিটি লক্ষ্য করে দেখুন। কালো বর্ডার দেও। এই রকম একটি ফাইল আপনার ডেক্সটপ অথবা আপনি যেখানে ফাইলটি সেভ করেছেন, সেখানে তৈরী হবে। তাতে দ্রুত ডবল ক্লিক করেন। তারপরে আপনার System Tray তে লক্ষ্য করে দেখুন। H নামের একটি লোগো আছে। এবার আপনি কিবোর্ড থেকে যদি ScrollLock চাপেন।তাহলে আপনার কম্পিউটার শার্টডাউন হয়ে যাবে।


আপনি যে ফাইলটিতে ডবল ক্লিক করলে। সেই ফাইলটি সব সময় সিস্টেম ট্রেতে থাকতে হবে। এই কাজটি বার করার চেয়ে আপনারা চাইলে এটাকে Startup এ যুৃক্ত করে রাখতে পারেন।


এই জন্য কিবোর্ড থেকে Win+R চেপে রান কমান্ড ওপেন করেন। তারপরে shell:startup টাইপ করে ওকে ক্লিক করুন। তারপরে azmolphotoshop.ahk ফাইলটি কপি করে Startup ফোল্ডারে পেষ্ট করুন। তারপর থেকে যতবাইর কম্পিউটার ওপেন হবে। ততবারই অটোমেটিক ভাবে সেটা Syetem Tray তে যুক্ত হয়ে যাবে।

এছাড়াও অন্য কোন বাটন দিয়ে যদি নতুন কোন কমান্ড লিখতে চান বা তৈরী করতে চান। তাহলে অবশ্যই জানতে হবে কিবোর্ডের কোন কোন বাটনকে কি নামে চেনা হয়।  সেই লিষ্টের পিডিএফ ফাইল নিচে দেওয়া হলো। পিডিএফ ফাইলটি  ডাউনলোড করে নিন-


আশাকরি আপনারা শিখতে পেরেছেন কিভাবে ScrollLock বাটনকে খুব সহজেই Shutdown বাটন বানানো যায়। 


পোষ্ট আপনারদের সকল সোস্যাল মিডিয়াতে শেয়ার করেন। যাতে করে আপনাদের বন্ধুরাই শিখতে পারে। অবশ্যই কমেন্টস করে জানাবেনআর কোন ধরনের  পোষ্ট আপনাদের প্রয়োজন। অবশ্যই আমি আপনাদের জন্য সকল ধরনের পোষ্ট লিখার চেষ্টা করব।


Keywords:

shutdown key in keyboard, 
how to make a dedicated key in keyboard,
remap key in keyboard,
shutdown button,
shutdown button in keyboard,
computer trick,
pc trick,
How do I assign a key on my keyboard?
How do you set dedicated arrow keys?
Can I customize my keyboard keys?
How do I create a macro key on a normal keyboard?
How to Make Keyboard Symbols and Special Characters
How to Create a Windows Key If You Don't Have One
Dedicated buttons for Copy/Paste on keyboards [closed]
Mini keyboard has no home/end keys; how to type them?
How To Use Function Keys Without Pressing Fn Key On 
A Complete Guide To Mechanical Keyboards
how to program keyboard keys windows 10
how to get special characters on laptop keyboard
how to type @ on keyboard
how to get the symbol on keyboard
how to get symbols on keyboard windows 10
keyboard symbols list
how to make symbols on phone keyboard
macro keypad
How to Shut Down or Sleep Windows 10/11 With a Keyboard
How to shutdown laptop/ PC using shortcut keys
How can you shut off a computer with the keyboard?
How to create hotkeys for Windows sleep and shutdown
Dedicated Shutdown Key in Keyboard 
Shutdown or Restart Windows 11/10 without using mouse cursor
How To Shut Down a Windows PC With the Keyboard
Windows Key Not Working in Windows 11
How to Restart a Computer by Using the Keyboard

No comments

Powered by Blogger.
.