সহজেই Scroll Lock Key কে Dedicated Shutdown Key বানিয়ে ফেলুন | Dedicated Shutdown Key in Keyboard
সহজেই Scroll Lock Key কে Dedicated Shutdown Key বানিয়ে ফেলুন | Dedicated Shutdown Key in Keyboard
অতীতের অনেক কিবোর্ডে আলাদা Power বাটন থাকত। যার সাহায্যে আমরা পিসিকে খুব সহজেই Shutdown করতে পারতাম। সাধারণত কাজের সময় যদি আমাদেরকে দ্রুত কোথায় যেতে হয়, সেক্ষেত্রে সাধারণত নিয়মে Shutdown দিলে অনেকটা সময় লাগে। কিন্তু কি-বোর্ডের Power বাটনে চাপ দিলেই কম্পিউটার অনেক দ্রুত Shutdown হয়ে যাবে। কিন্তু বর্তমানে অনেক কিবোর্ডে Power বাটন নেই। যার ফলে আপনাদের কে সাধারণ নিয়মে কম্পিউটার Shutdown দিতে হয়।
আর এই কাজটি করার জন্য আপনার প্রয়োজন হবে AutoHotkey সফটওয়্যারটি। খুবই ছোট একটি সফটওয়্যার এবং এর পাশাপাশি স্ক্রীপ্টও লিখতে হবে। নিচের লিংকে ক্লিক করে AutoHotkey সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
Download Link AutoHotkey 1.1.34.03
Winrar Password: azmolphotoshop
Zip Files কে আনজীপ করতে হবে। এই জন্য আপনাদের Winrar সফটওয়্যারটি প্রয়োজন হবে। Winrar লিংক থেকে ডাউনলোড করে নিন। কিভাবে Winrar সফটওয়্যারটি একটিভ করবেন, সেটা জানতে এখানে ক্লিক করুন-
How to Activate WinRAR | how to activate winrar permanently for free
যাইহোক Zip Files আনজীপ করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে Extract Files এ ক্লিক করুন-
তারপরে Menubar থেকে File এ ক্লিক করে Save As এ ক্লিক করুন। তারপরে যেকোন নাম টাইপ করুন। নামের শেষে .ahk এক্সটেনশন যুক্ত করতে হবে। যেমন: azmolphotoshop.ahk এর পরে Save as Type এর বরাবর ক্লিক করে All Files এ ক্লিক করে Save এ ক্লিক করুন।
উপরের ছবিটি লক্ষ্য করে দেখুন। কালো বর্ডার দেও। এই রকম একটি ফাইল আপনার ডেক্সটপ অথবা আপনি যেখানে ফাইলটি সেভ করেছেন, সেখানে তৈরী হবে। তাতে দ্রুত ডবল ক্লিক করেন। তারপরে আপনার System Tray তে লক্ষ্য করে দেখুন। H নামের একটি লোগো আছে। এবার আপনি কিবোর্ড থেকে যদি ScrollLock চাপেন।তাহলে আপনার কম্পিউটার শার্টডাউন হয়ে যাবে।
আপনি যে ফাইলটিতে ডবল ক্লিক করলে। সেই ফাইলটি সব সময় সিস্টেম ট্রেতে থাকতে হবে। এই কাজটি বার করার চেয়ে আপনারা চাইলে এটাকে Startup এ যুৃক্ত করে রাখতে পারেন।
আশাকরি আপনারা শিখতে পেরেছেন কিভাবে ScrollLock বাটনকে খুব সহজেই Shutdown বাটন বানানো যায়।
পোষ্ট আপনারদের সকল সোস্যাল মিডিয়াতে শেয়ার করেন। যাতে করে আপনাদের বন্ধুরাই শিখতে পারে। অবশ্যই কমেন্টস করে জানাবেনআর কোন ধরনের পোষ্ট আপনাদের প্রয়োজন। অবশ্যই আমি আপনাদের জন্য সকল ধরনের পোষ্ট লিখার চেষ্টা করব।
Keywords:
shutdown key in keyboard,How do you set dedicated arrow keys?
Can I customize my keyboard keys?
How do I create a macro key on a normal keyboard?
No comments