এক Click সব Files Format সাজিয়ে ফেলুন ভিন্ন ভিন্ন ফোল্ডারে Batch File সাহায্যে
How to Organize Different Extension files in Folder using Batch file | One Click File Organizer Tool
এক Click সব Files Format সাজিয়ে ফেলুন ভিন্ন ভিন্ন ফোল্ডারে ব্যাচ ফাইলের সাহায্যে
বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য আপনারা অনেক ফাইল ডেক্সটপে রাখেন। যার ফলে দেখা যায় বিভিন্ন ফরম্যাটের ফাইলে আপনার পুরো ডেক্সটপ ভরে যায়। তাছাড়া সব গুলো ফাইলের Different Extension থাকে।
যেমন” Jpg, Gif, PNG, .Doc, Folder, PDF File, EXE File, Software সহ আপনার কাজের অনেক ফাইল। এত গুলো File আপনি যদি সাজাতে চান, তাহলে অনেক সময়ে লেগে যাবে। যেমন ধরনের Jpg File গুলো Jpg ফোল্ডারে, PNG File গুলো PNG ফোল্ডারে, PDF ফাইল গুলো PDF ফোল্ডারে এভাবে করে সব গুলো ভিন্ন ভিন্ন ফোল্ডারে রাখতে হবে। আর এই কাজটি করতে আপনাদের অনেক সময় গেলে যাবে।
তাই আপনারা যাতে করে এই কাজটি খুব সহজেই করতে পারেন। অর্থ্যাৎ এক Click সব Files Format সাজিয়ে ফেলতে পারবেন ভিন্ন ভিন্ন ফোল্ডারে Batch File সাহায্যে। ছোট একটি কোড আছে এই কোডটি দিয়ে আপনাকে একটি Batch File তৈরী করতে হবে। কোডটি নিচে দেওয়া হলো-
@echo off
for %%a in (".\*") do (
if "%%~xa" NEQ "" if "%%~dpxa" NEQ "%~dpx0" (
if not exist "%%~xa" mkdir "%%~xa" (
move "%%a" "%%~dpa%%~xa\"
)
)
)
সম্পূর্ণ কোডটি কপি করে Note Pad পেষ্ট করেন।
তারপরে File এ ক্লিক করে Save As এ ক্লিক করুন। এরপর File Name এ যেকোন নাম দিন তারপরে ডট দিয়ে লিখুন bat যেমন: File Format.bat
তারপরে Save as Type এ ক্লিক করে All Files এ ক্লিকে করে Save এ ক্লিক করুন।
এর ফলে একটি Batch File তৈরী হবে। এখন এই Batch File আপনি ডেক্সটপে রেখে ডবল ক্লিক করুন । ক্লিক করার সাথে সাথেই সব গুলো ফাইল ভিন্ন ভিন্ন ফোল্ডারে জমা হবে। তারপরে Batch File টিকে কপি করে আপনার ডাউনলোড ফোল্ডারে রেখে ডবল ক্লিক করুন। দেখবেন সব গুলো ফাইল ভিন্ন ভিন্ন ফোল্ডারে জমা হবে। এছাড়া যেকোন ড্রাইভেও আপনি Batch File কপি করে রেখে ডবল ক্লিক করুন। আগের মতই সব ফাইল ভিন্ন ভিন্ন ফোল্ডারে জমা হবে।
আশাকরি শিখতে পেরেছেন Batch File েএর সাহায্যে কিভাবে যাবতীয় ফাইল ভিন্ন ভিন্ন ফরম্যেটে সাজাতে হয়। খুব সহজ করে শিখানো হয়েছে। আপনারা মনোযোগ সহকারে কয়েকবার পড়লেই কাজ টি করতে পারবেন।
No comments