বাংলা ও ইংরেজি ফন্ট ইনস্টল -আনইনস্টল করার সহজ সফটওয়্যার | Download The Font Thing
কম্পিউটারে বাংলা ও ইংরেজি লিখার জন্য বিশেষ কিছু ফন্ট ইনস্টল করার প্রয়োজন হয়। আবারও কখনও কখনও ফন্টের সমস্যার কারণে সেই সব ফন্ট আনইনস্টল করতে হয়। সাধারণত কম্পিউটার তৈরী করা হয়েছে ইংরেজি ভাষার জন্য। কারণ একমাত্র ইংরেজি ভাষাই যা কিনা সারা বিশ্বে চলে। এই কারণে বিভিন্ন দেশের মানুষ তাদের পছন্দ মত ভাষার ফন্ট তৈরী করে নিয়েছে।
তাছাড়ও ইন্টারনেটে বাংলা লিখার জন্য আমরা ইউনিকোড ফন্ট ব্যবহার করে থাকি। যার সাহায্যে আমরা সকল সোস্যাল মিডিয়াতে বাংলা লিখতে পারি। ইউনিকোড সফটওয়্যারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে অভ্র। যেটা সম্পূর্ণ ভাবে বিনামূল্যে ও ওপেন সোর্স। এই অভ্র সফটওয়্যার আবিস্কার হওয়ার পর থেকে ইন্টারনেটে বাংলা ওয়েব সাইটের সংখ্যা দিনে দিনে বেরেই চলেছে। বর্তমানে অনেকেই বাংলা ব্লগ সাইট করে এডসেন্স এর মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করছে।
তবে কখন কখনও আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লিখতে যাই, ঠিক তখন কিছু কিছু সমস্যা দেখা যায়। যেমন আমরা বাংলা লিখার জন্য SutonnyMJ ফন্ট সিলেক্ট করি। কিন্তু কিছু সময় পরে SutonnyMJ পরিবর্তণ হয়েছে অন্য একটি ইউনিকোড ফন্ট হয়ে যায়। যার ফলে আমাদের বাংলা টাইপ করতে অনেক কষ্ট হয়। তাই আপনাদের সকলের কথা চিন্তা করে আজকের এমন একটি সফটওয়ার শেয়ার করতে যাচ্ছি যার সাহায্যে আপনারা সকল ফণ্ট এর স্টাইল দেখতে পাবেন। সফটওয়্যারটির নাম হচ্ছে The Font Thing। The Font Thing সফটওয়্যার দিয়ে আপনি যেকোন ফন্ট ইনস্টল এবং আনইনস্টল করতে পারবেন। প্রথমে নিচের ডাউনলোড লিংক থেকে সফটওয়্যার ডাউনলোড করে নিন-
এবার আমরা আরো বিস্তারিত জানবো এই সফটওয়্যার সম্পর্কে-
2 নং হচ্ছে আপনি যদি কোন নিদিষ্ট ফন্ট আপনার ডিজাইনের ফন্টের মত কিনা। তার একটি নমুনা দেখতে চান।তাহলে এখানে আপনার লিখাটি লিখেন, তারপরে খুজতে থাকেন।একদম নিচে হচ্ছে ফন্ট সাইজ। আপনি ছোট বড় করে দেখতে পাবেন।
এছাড়াও আপনি যদি নতুন কোন ফন্ট ইনস্টল করতে চান। তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে হাতের বাম পাশে উপরে লিখা আছে Browser তাতে ক্লিক করেন এবং আপনার ফন্ট কোথায় রাখা আছে, সেই ড্রাইভ এবং ফোল্ডারে যাওয়ার সাথে সাথে সব গুলো ফন্ট চলে আসবে। ঠিক ওই সময় আপনার কম্পিউটারে ইনস্টল করা ফন্ট যদি এখানে থাকে সেটাও আপনি খুব সহজেই বুঝতে পারবেন।
মাইক্রোসফট ওয়ার্ড এ আপনার যে ফণ্টগুলো সমস্যা করে। আপনি এই সফটওয়্যারের সাহায্যে সেই সব ফন্ট সিলেক্ট করে আনস্টল করে দিন। তারপরে কম্পিউটার রিস্টার্ট দেন আশাকরি আপনাদের সমস্যার সমাধান হবে।
আমার পোষ্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই বলব আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনার নিচের সোস্যাল মিডিয়া সাইটেও শেয়ার করবেন। আর কমেন্টস করে জানাবেন আর কি কি ধরনের কাজ আপনারা শিখতে চান। আমি সবগুলো আপনাদের শিখানোর চেষ্টা করব।
আসলেই অনেক চমৎকার একটি সফটওয়্যার ধন্যবাদ আজমল ফটোশপ কে
ReplyDelete