কিভাবে 3d album দিয়ে ভিডিও সেভ করবেন | How to 3D Album Commercial Suite Save Video

 3d Photo Album Commercial Suite 3.33 সফটওয়্যারটি ইনস্টল করা এবং কিভাবে এতে ছবি এড করতে হয়। সে বিষয়ের আমি দুটো ভিডিও বানিয়েছি, আশাকরি আপনারা সেই ভিডিও দেখে 3d Photo Album সফটওয়্যারটি ব্যবহার শিখেছেন।


আজকের পোষ্টে আপনারা জানতে পারবেন কিভাবে সেই ফটো এ্যালবাম গুলোকে ভিডিও আকারে Save কতে হয়। সাধারণত যেকোন Video Editing সফটওয়্যর দিয়ে Video Output দেওয়া অনেকটাই সহজ। কিন্তু 3d Photo Album Commercial Suite 3.33 দিয়ে Video Output দেওয়া অতটা সহজ না। এখানে কয়েকটা কাজ করতে হয়। বিশেষ করে নির্দিস্ট কিছু ফোল্ডার তৈরী করে রাখতে হয়। যা আপনারা আগের ভিডিওতে জানতে পেরেছেন। যাইহোক প্রথমে আপনারা যেকোন একটি ইফেক্ট সিলেক্ট করেন। যেটা দিয়ে আপনারা চমৎকার 3d Photo Album বানাতে আগ্রহী।


প্রথমে প্রিভিউ উইন্ডোর নিচে ভাল করে লক্ষ্য করে দেখুন, Build (লালবর্ডার) লিখা আছে তাতে ক্লিক করুন।নিচের ছবিটি লক্ষ্য করুন-

এর পরে যে অপশনটি আসবে, সেখানে আপনাকে temp ফোল্ডারটি লোকেশন দেখিয়ে দিয়ে আসতে হবে। এখানে লক্ষ্য করে দেখুন Application Folder লিখার বরাবর সার্চ আইকনে ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ্য  করুন


এর পরে Select Folder নামের একটি বক্স আসবে। এখানে আপনাকে সেই temp ফোল্ডারটি কোথায় রেখেছেন, তা দেখিয়ে দিয়ে আসতে হবে। তাছাড়া আপনারা চাইলে যেখানে Temp ফোল্ডার রেখেছেন, সেই ফোল্ডারটি ওপেন করে উপরের এড্রেস বারটি পুরা এড্রেস করি করে এখানে পেষ্ট করতে পারেন। তারপরে Okay এ ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ্য করুন

কিভাবে 3d album দিয়ে ভিডিও সেভ করবেন |  How to 3D Album Commercial Suite Save Video

এবার পূনরায় Build এ ক্লিক করুন।

তারপরে Delete এ ক্লিক করুন

এরপরে Yes এ ক্লিক করুন

এরপরে No তে ক্লিক করুন। প্রথম ধাপের কাজটি শেষ হলো।

 এবারে মেনুবার থেকে একটু লক্ষ্য করে দেখেন যে Capture লিখা আছে। ওখানে ক্লিক করুন-

কিভাবে 3d album দিয়ে ভিডিও সেভ করবেন |  How to 3D Album Commercial Suite Save Video


Movie Type

MPEG2

আপনরা যে ফরম্যাটে ভিডিও বানাতে চান। তার সব গুলো ফরম্যাট আপনরা এখানে পাবেন। যেমন MPEG, WIndows Media Video, RealMedia Movie, AVI, DV AVI, MPEG2, VCD NTSC, VCD PALL, SVCD NTSC, SVCD PAL, DVD NTSC, DVD PAL এই সকল ফরম্যাটে আপনি খুব সহজেই ভিডিও আকারে সেভ করতে পারবেন।

Source File

Temp

আপনারা ২য় পর্ব দেখে যে ৩টা ফোল্ডার বানিয়েছেন, তার মধ্যে যে Temp ফোল্ডারটি আছে, সেটার লোকেশন দেখিয়ে দিতে হবে। যে আমরা একটু আগে করে আসলাম।

Movie File

Video

আপনার ভিডিও নির্দিস্ট একটি ফোল্ডারে সেভ থাকবে। এই কারণে Video যে ফোল্ডারটি আছে যা আমরা ২য় পর্বে তৈরী করেছি। সেই ফোল্ডারটি লোকেশেন এখানে দেখিয়ে দিতে হবে। যতবার আপনি ভিডিও বানাবেন, ততবার এই ভিডিও ফোল্ডারে সেভ হবে। তবে প্রত্যেক বার ভিডিওর নতুন নতুন দিতে হবেণ না হলে আগের ভিডিওর সাথে নতুন ভিডিও রিপ্লেস হয়ে যাবেন। যেমন-Abrar khan, abrar khan-1, অথবা যেকোন নতুন  নতুন নাম দিতে পারেন।

Frame Rate

24

এটা হচ্ছে Video Frame Rate, অথ্যাৎ ভিডিও প্রতি ১ সেক্সেন্ডে কতগুলো ছবি থাকবে। সাধারণত এশিয়া মহাদেশে ২৪ ফ্রেম রেট সাপোর্ট করে। আমরা যে ভিডিও দেখি। আসলে তা স্থীর ছবি। সেগুলো অতি দ্রুত দেখা যায় বলে, সেগুলো ভিডিও আকারে আমাদের সামনে আসে।

Frame Size

768 x 576

এখানে আপনাকে ভিডিওর যে পিক্সেল আছে সেটা উল্লেখ করতে হবে। আপনি আরো বেশিও দিতে পারেন। তবে আমি যেটা দিয়েছি, সেটাই দেওয়াটা উত্তম

Movie Quality

100

এখানে যেকোন সংখ্যা থাকতে পারে । আপনাকে এখানে ১০০ দিতে হবে। এটা না দিলে আপনার ভিডিওর মান অনেক কমে যাবে।

Start Frame

0

এখানে আপনাকে কোন সংখ্যা দিতে হবে না। কারণ আপনার ভিডিওর ইফেক্ট কখন শুরু হবে সেটা উল্লেখ করার কোন প্রয়োজন নেই। 

End Frame

0

এখানে আপনাকে কোন সংখ্যা দিতে হবে না।আপনি চাইলে যেকোন সময় ভিডিও সেভ করা বন্ধ করতে পারেন। অন্য সফটয়্যারে যেমন ভিডিও সেভ হওয়া সম্পূর্ণ না হলে, সেটা বন্ধ করা যায় না। কিন্তু যদি আপনি বন্ধ করেন। তাহলে সেটা ভিডিও আকারে সেভ হবে না। তবে এই ক্ষেত্রে থ্রিডি ফটো এ্যালবাম ভিন্ন। আপনি চাইলে যে কোন সময় ভিডিও সেভ করা বন্ধ করতে পারেন। তাতে যতটুকু সময় চলেছে, ঠিক ততটুকু ভিডিও আকারে সেভ হবে।

 


এবার উপরের মত সেটিং হলে,  আপনাকে Start  এ  ক্লিক করুন। এরপরে আপনার ভিডিও সেভ হওয়া শুরু হয়ে যাবে। তবে এখানে কিন্তু আপনার ভিডিও সেভ হওয়া বন্ধ হবে না। আপনাকে নিজে থেকেই বন্ধ করতে হবে। এই জন্য লক্ষ্য করে দেখেন ডান পাশে নিচের কোনায় স্টপ বাটন আছে তাতে আপনাকে ক্লিক করতে হবে। যার ফলে আপনার ভিডিও সেভ করা বন্ধ হবে।  তাছাড়া আপনারা চাইলে নিজের ভিডিও লিংকে ক্লিক করে পূর্নাঙ্গ ভিডিওটি দেখেন। তাহলে আরো ভাল করে শিখতে প ারবেন। 




Keywords:
How to 3D Album Save Video
3d album wedding software free download
3d album software
3d video album software free download
3d album pro
3d wedding album montage software free download
3d-album picture pro
3d album cover
3d-album 3.29 full download
3d album commercial suite latest version
3d wedding album montage software free download
3d album 2020
3d album pro
3d album software
3d-album-cs 4.0 download
3d video album software free download
3d-album 3.29 full download
3d album style pack free download
3d album cs 4.0 free download
3d album all styles pack

No comments

Powered by Blogger.
.