How to show or hide text boundaries and ruler in Microsoft word
Microsoft Office Word এ কাজের সুবিধার্থে Text Boundary ও Ruler ব্যবহার করে থাকে। যাতে করে পেজ সেটআপ করার পরে বুঝা যায় কত খানী জায়গায় আপনি লিখতে পারবেন এবং যেকোন মাপ জাতীয় কাজের জন্য Ruler ব্যবহার করে সেটার মাপ দেখতে পারবেন । সাধারণত পেজের চারটিকে যে ডট ডট দেওয়া থাকে তাকেই বলে Text Boundary এবং পেজের উপরে এবং বাম পাশে স্ক্যালের মত সেটা থাকে তাকে বলে Ruler। নতুন অবস্থায় যখন Microsoft Office Word ইনস্টল করা হয়ে থাকে, ঠিক তখন কিন্তু কোন প্রকার Text Boundary দেওয়া থাকে না। এটা অপশন থেকে নিয়ে আসে। আমরা সাধারণত Microsoft Office 2003 এ খুব সহজেই এই Text Boundary দিতে পারি। কিন্তু যারা Microsoft Office 2007, Microsoft Office 2010, Microsoft Office 2016 এবং Microsoft Office 2019 ব্যবহার করি। তারা অনেকেই জানিনা কিভাবে Text Boundary টা পেজের চারদিকে শো করাতে হয়। তাই আজকের এই পোষ্টে আমি আপনাদের কে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে সকল ভার্সণে দেখাবো কিভাবে আপনারা Text Boundary এবং Ruler শো করাতে হয়।
সর্বপ্রথম মাইক্রোসফট অফিস 2007
Title : How to show or hide text boundaries and ruler in Microsoft word 2007
মাইক্রোসফট অফিস সেটআপ করার পরেই যখন আপনারা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবেন
ঠিক, তখন নিচের মত ছবিটি দেখতে পাবেন।
এখানে লক্ষ্য করে দেখুন উপরের একটি গোল বাটন আছে যাকে Office Button বা Office Icon বলে। এই Office Button এ ক্লিক করে Word options এ ক্লিক করতে হবে।
এতে করে Word Options নামে একটি বক্স ওপেন হবে।
এখানে আপনাকে Advance এ ক্লিক করতে হবে। তারপরে পাশের যে স্ক্রোল বার টি আছে তাতে ক্লিক করে ঠিক মাঝামাঝি নিয়ে আসবে এবং লক্ষ্য করবেন Show Document Content লিখা আছে।Show Document Content লিখা টি আসার পরেই এটার নিচের একটু ভাল করে লক্ষ্য করে দেখুন লিখা আছে
এবার Ruler এর জন্য আপনাকে মেনুবার থেকে View এ ক্লিক করতে। তারপরে Ruler লিখা থাকবে ওখানে ক্লিক করুন। তাহলে আপনার পেজের চারদিকে Ruler চলে আসবে।
উপরের দুটো কাজ করার পরেই আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ডে নিচের মত দেখতে হবে-
ভালো করে লক্ষ্য করে দেখেন Ruler and Text Boundaries দুটো চলে এসেছে।
অনেক দিন ধরে খুজতে ছিলাম। আজকে পেয়ে গেলাম। আপনাকে ধন্যবাদ azmol photoshop
ReplyDelete