How to Turn Off OverType Mode in Microsoft Word
মাইক্রোসফট অফিস ওয়ার্ডে স্পেস দিলে শব্দ বা অক্ষর ডিলেট হয়ে যায়
মাইক্রোসফট অফিস ওয়ার্ড বর্তমান সময়কার একটি জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। আমরা যাবতীয় কম্পোজের কাজ এম এস ওয়ার্ডে করে থাকি। বিশেষ করে অফিসিয়াল চিঠি, জীবন বৃত্তান্ত, দলিল, স্কুল , কলেজের প্রশ্ন সহ বিভিন্ন ধরনের চটি বই।
কিন্তু Microsoft Word এ আমরা কিছু কম্পোজ করে অথবা কোন শব্দ লিখে স্পেস দিয়ে থাকি। ঠিক তখন স্পেস না হয়ে সেই অক্ষর বা শব্দটি ডিলিট হয়ে যায়। আমরা অনেকেই আছি যারা এই ধরনের সমস্যায় পড়েছি। মাইক্রোসফট ওয়ার্ডের এই সম্যার নাম হচ্ছে Overtype Mode অন হয়ে যায়। Overtype Mode যখন অন হয়ে যায়, ঠিক তখন আপনি স্পেস দিলে সেটা স্পেস হয় না অক্ষর ডিলেট হয়ে যায়। কিভাবে আপনারা এই Overtype Mode Turn Off করবেন সেটাই জানতে পারবেন।
সাধারণত আমরা যখন অনেক দ্রুত টাইপ করি ঠিক তখন ডিলেট বাটন চাপার পাশাপাশি ভুল ক্রমে Insert বাটনে চাপ দিয়ে থাকি। ঠিক তখনই আপনার ডেক্সটপ বা ল্যাপটপ এর Overtype Mode অন হয়ে যায়। ঠিক তখন কোন শব্দ বা অক্ষর টাইপ করার পরেই স্পেস দিলে অক্ষরটি মুছে যায়। যধি Overtype Mode অপশনটি অন হয়ে যায়, তখন পূণরায় আরেকবার কি-বোর্ড থেকে Insert বাটনে চাপুন। তাহলে Overtype Mode বন্ধ হয়ে যাবে।
এছাড়াও আপনারা চাইলে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মেনু থেকেও এটাকে বন্ধ করতে পারেন। তবে মেনু থেকে যদি একবার বন্ধ করেন। তাহলে আপনি যত বারই INSERT বাটন চাপুন না কেন, তাতে আর ওভার রাইট অপশন চালু হবে না। সব সময় এটা বন্ধ হযে যাবে। আপনি যতই দ্রুত টাইপ করার মাঝে মাঝে ইনসার্ট বাটন চাপুন না কেন।
এই কাজটি করার জন্য মাইক্রোফট অফিস 2013 থেকে পরের নতুন সব গুলো ভার্সনে একই নিয়ম।
বন্ধুরা আশাকরি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের এই সমস্যার সমাধান হয়েছে। এছাড়াও মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যেকোন সমস্যার কথা লিখে আমাকে কমেন্টস করে জানান। আশাকরি আপনাদের সমস্যার সমাধাণ করে নতুন নতুন পোষ্টের মাধমে জানিয়ে দিব।
তাছাড়া আমার ইউটিউব চ্যানেলে থেকেও ঘুরে আসতে পারেন।
Keyword:
how to turn off overtype in gmail,
microsoft,
what is overtype mode in Microsoft word?
overtype,
how to turn on or off overtype mode in word,
overtype mode in word,
how to write on picture in microsoft word,
how to turn off overtype mode in windows,
how to write on image in microsoft word,
how to turn on overtype in word 2016,
how to put text on an image in microsoft word,
how to turn off overtype in outlook 365,
how do i turn off overtype in word?
আমার প্রায়ই এই কাজটি হতো। এই পোষ্ট পড়ার পরে আর হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ azmol photoshop কে এই ধরনের পোষ্ট করার জন্য।
ReplyDelete