মাইক্রোসফট ওয়ার্ড লেখার নিচে লাল দাগ | লেখার নিচে লাল দাগ আসে কেন
বন্ধুরা স্বাগতম সবাইকে azmol photoshop blog সাইটে। আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা MS Word এ কোন কিছু লিখলে লেখার নিচে লাল ঢেউ ঢেউ দাগ হয়ে যায়। মূলত মাইক্রোসফট ওয়ার্ড তৈরী করা হয়েছে ইংরেজি লিখার জন্য। কিন্তু আমরা বিজয় সফটওয়্যার এবং অভ্র কিবোর্ডের সাহায্যে বাংলা লিখে থাকি।
যখন মাইক্রোসফট ওয়ার্ডে ইংরেজিতে কোন Word অবা Paragraph লিখা হয়, সেই লিখাতে কোন বানান ভূল হলে সেই লিখার নিচে লাল দাগ চলে আসে। এতে করে যে টাইপ করে সে বুঝতে পারে যে, লিখাতে বানান ভুল হয়েছে। তখন সেই বানান ঠিক করা হলে লাল দাগ চলে যায়। তাছাড়া গ্রামাটিকেল কোন ভুল হলে সবুজ দাগ চলে আসে।
কিন্তু আমরা যখন বাংলাতে কোন কিছু টাইপ করি, তখন সব বানান সঠিক হলেও তার নিচে লাল ঢেউ ঢেউ দাগ চলে আসে। যদিও সেই বাংলা বানান সঠিক হোক না কেন? লাল দাগ দেখাবেই। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা সব সময় বাংলা টাইপ করে থাকেন। যার ফলে সারা পেজ জুরে লাল ঢেউ ঢেউ দাগ দেখা যায়, যেটা অনেক বিরক্তর লাগে।
তাই আপনারা চাইলে এই লাল ঢেউ ঢেউ দাগ আসা বন্ধ করতে পারেন। তার পাশাপাশি সবুজ ও
নীল যে দাগ আসে সেটা্ও আর আসবে না। তবে এই আসা বন্ধ করলে কিন্তু আপনারা যখন কোন
ইংরেজিতে কিছু লিখবেন, সেটাতে কোন বানান ভুল হলে কিন্তু আপনি জানতে পারবেন না।
যদি আপনারা মাইক্রোসফট অফিস 2007 ব্যবহার করে থাকেন, তাহলে এটা বন্ধ
করতে হলে আপনাকে সর্বপ্রথম উপরের মেনুবার থেকে Office Button এ ক্লিক করে Word
Options ক্লিক করতে হবে।
তাছারা আপনারা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2016 অথবা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2019 হয়। তাহলে এটা বন্ধ করতে হলে আপনাকে সর্বপ্রথম উপরের মেনুবার থেকে File এ ক্লিক করে Options এ ক্লিক করতে হবে। তাহলে Word Options নামে একটি বক্স আসবে। নিচের ছবিটি লক্ষ্য করুন-
Word Options আসার পরেই বাম পাশের লিষ্টে একটু লক্ষ্য করে দেখেন Proofing লিখা আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এবার একটু লক্ষ্য করে দেখেন যে-
When correcting spelling and grammar in Word লিখা আছে। এই লিখার নিচে যে লাইন আছে সব গুলোর ঠিক চিহ্ন তুলে দিন। ঠিক চিহ্ন তুলার পরে OK ক্লিক করুন। ছবিটি লক্ষ্য করুন-
Check spelling as you type
Use Contextual spelling
Mark grammar errors as you type
Check grammar with spelling
এখন থেকে আপনারা যখনই মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা টাইপ করবেন ঠিক তার নিচে আর কোন লাল ঢেউ ঢেউ দাগ আসবে না। তবে আপনারা যখন ইংরেজিতে কোন কিছু লিখবেন আর সেটাতে যদি বানান ভুল থাকে তাহলে আপনি কিন্তু মোটেও জানতে পারবেন না। তাই আপনি চাইলে ইংরেজিতে টাইপ করলে যেন বানান ভুল ধরে এই জন্য উপরের কাজটি করে শুধু মাত্র নিচের ঠিক চিহ্ন দিয়ে রাখবেন।
Check spelling as you type
Mark grammar errors as you type
তাহলে যখনই ইংরেজি বানান ভুল করবেন সেটা আপনি লাল দাগের মাধ্যমে জানতে পারবেন।
আশাকরি শিখতে পেরেছেন যে, কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লিখার নিচে লাল ঢেউ ঢেউ দাগ আসা বন্ধ করতে হয়।
আমার ওয়েব সাইট azmol photoshop এর সব গুলো পোষ্ট আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব সব গুলো পোষ্টে আপনার বন্ধু ও সোস্যাল মিডিযাতে শেয়ার করবেন।
অনেক ঝামেলা করতো বাংলা লিখার সময়। আজ থেকে আর সমস্যা করবে না। ধন্যবাদ azmol photoshop কে
ReplyDelete