আপনার ওয়েব সাইট থেকে কোন ছবি বা ইমেজ কেউ কপি করতে পারবে না। বন্ধুরা স্বাগতম জানাচ্ছি azmol Photoshop ব্লগ সাইটে। আপনাদের অনেকেই আছেন, যারা গুগলের ব্লগ সাইটে একটি সুন্দর ওয়েব সাইট বানিয়েছেন । আর সেই ওয়েব সাইটে আপনি আপনার খুশি মত নিজেই ইমেজ বা ছবি বানিয়ে ব্যবহার করে থাকেন। কিন্ত অনেক সময় দেখা যায় যে আপনার ব্লগ সাইটে ব্যবহার করা ছবি অন্য সব সাইটে ব্যবহার করছে। আপনারা চাইলে Pictures বা ইমেজ কপি করা বন্ধ করতে পারেন। অর্থ্যাৎ আপনার ব্লগ সাইট থেকে কেউ কোন ইমেজ বা Pictures কপি করতে পারবে না।
খুব সহজ একটি কাজ। ছোট একটি কোড আছে যেই কোড ব্যবহার করার পরে আপনার মাউসের Right Click Disable হয়ে যাবে।যার ফলে আপনার ব্লগ সাইট থেকে কেউ কোন Pictures বা ইমেজ কপি করতে পারবে না। এই জন্য প্রথমে এখান থেকে কোডটি ডাউনলোড করে নিন।
এই কাজটি করতে হলে প্রথমে আপনি আপনার ব্লগ সাইটে লগ ইন করেন। তারপরে Theme এ ক্লিক করতে হবে।
Theme এ ক্লিক করার পরেই Customize এর পাশে ক্লিক করে Edit HTML এ ক্লিক করত হবে।
তারপরে আপনার ব্লগ সাইটের HTML কোড গুলো দেখতে পাবেন। HTML কোড এ আপনাকে ক্লিক করে কি-বোর্ডে থেকে Ctrl+F চাপুন। তারপরে টাইপ করুন </head> তারপরে এন্টার চাপুন।
তারপরে এই </head> tag এর নিচে ডাউনলোড করা কোডটি কপি করে পেষ্ট করুন।
এবার সেভ করে আপনার ওয়েব সাইটে গিয়ে দেখুন আর কোন ছবি বা ইমেজকে কপি করা বা ডাউনলোড করা যাচ্ছে না। এই ভাবে আপনি আপনার ব্লগ সাইটের যাবতীয় Picture কে Copy Right Protect করে রাখতে পারবেন।
আমার ওয়েব সাইটের পোষ্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে আপনার সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার সকল সোস্যাল মিডিয়াতেও শেয়ার করে অন্যকে শিখার সুযোগ করে দিবেন।
No comments