How to Scan a All Document and Make a PDF into One File | How to Merge Files Into One PDF
প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করা ও পিডিএফ ফাইল বানানো
আপনাদের প্রয়োজনীয় যে ফাইল আছে, বিশেষ করে সিভি, জন্মনিবন্ধন, সার্টিফিকেট, নাগরিক সনদ, পাসপোর্ট সহ অন্যান্য যাবতীয় কাগজ, যেগুলো আপনাদের চাকুরীর দরখাস্তের সাথে জমা দিতে হয়। সেই সব কাগজ গুলোকে আপনারা Scan করে কম্পিউটারে সেভ করে রাখতে পারেন। এছাড়ও এই সকল ফাইলকে খুব সহজেই পিডিএফ বানাতে পারবেন।
তবে কোন কোন সময় চাকুরীর জন্য দরখাস্ত লিখে জমা দিলে, সেই সাথে আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্টও জমা দিতে হয়। তাই আপনি যদি সব গুলো কাগজকে স্ক্যান করে একটি পিডিএফ ফাইল বানাতে পারেন, তাহলে মেইল করার সময় আপনাকে বেশি ঝামেলা করতে হবে না। একটি পিডিএফ ফাইল মেইল করার সাথে সাথেই তারা আপনার যাবতীয় কাগজ পত্র পেয়ে যাবে।
এছাড়াও ডাউনলোড করার পরে যখন প্রিন্ট করবে, ঠিক তখন আপনার সিভির সাথে প্রয়োজনীয় সকল কাগজপত্রও প্রিন্ট হয়ে যাবে। এতে করে সবার কাজের অনেক সুবিধা হবে।
সাধারণত আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা স্ক্যানারের যে সফটওয়্যার আছে। সেই সফটওয়্যার
দিয়েই আপনারা যাবতীয় স্ক্যানারের কাজ করে থাকে। তবে স্ক্যান করার জন্য সবচেয়ে
বেস্ট হচ্ছে এডোবি ফটোশপ।
এডোবি ফটোশপ দিয়ে আপনি যখন কোন ডকুমেন্টস স্ক্যানকরবেন। সেই
ডকুমেন্টের যে কিছু কাজ থাকে, যেমন-অপ্রয়োজনীয় দাগ পরিস্কার করা, ইমেজের কালার লাইট-ডীপ
করা, ইমেজের সাইজ কমানো, রেজুলেশন বাড়ানো এবং প্রয়োজন হলে সেই রেজুলেশন কমানো সহ
আরো কাজ আছে যেটা আপনি সরাসরি স্ক্যান করার পরেই করে ফেলতে পারেন।
তাছাড়া স্ক্যানার কি করে ইনস্টল করবেন,তার উপর বিস্তারিত ভিডিও
টিউটোরিয়াল বানানো হয়েছে। আপনাদের মধ্যে যারা জানেন না কিভাবে একটি স্ক্যানার
ইনস্টল করতে হয়, তাদের জন্য নিচে ভিডিওর লিংক দিলাম। এখান থেকে দেখে নিবেন।
এছাড়া একটি দলিল ও এ৪ সাইজের কাগজ কিভাবে স্ক্যান করবেন। সেটাওর
ভিডিও টিউটোরিয়াল আছে। আপনারা চাইলে সরাসরি ইউটিউবে গিয়ে সার্চ করেন Azmol
Photoshop । ওখানে বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল পাবেন, যেটা আপনাদের অনেক কাজে
আসবে।
বন্ধুরা আমার এই ব্লগ সাইট বানিয়েছি শুধূ মাত্র আপনাদের জন্য। যাবতীয়
সফটওয়্যার আপনারা এখানে পাবেন। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে azmolphotoshop.blogspot.com
সাইটি সবার সাথে শেয়ার করেন। আপনার যত সোস্যাল মিডিয়া সাইট আছে, ফেসবুক, টুইটার,
ইসটাগ্রাম সহ সকল সোষ্যাল মিডিয়া ও আপনাদের বন্ধুদের সাথে । যাতে করে সকলেই কম্পিউটার
বিষয়ক সব কিছু শিখতে পারে।
No comments