Create keyboard shortcuts in Adobe Photoshop to Use the Scanner
স্ক্যানার ব্যবহারের জন্য এডোবি ফটোশপে কি-বোর্ড শর্টকার্ট তৈরী করুন
যেকোন ছবি, অথবা বড় কোন কাগজ ই-মেইলে করে পাঠাতে হলে আগে সেই কাগজ অথবা ছবিকে স্ক্যান করতে হবে। সাধারনত আমরা স্ক্যানার ব্যবহার করি এডোবি ফটোশপের সাহায্যে। এছাড়াও স্ক্যান করার নিজস্ব সফটওয়্যার রয়েছে। তবে এডোবি ফটোশপ সবচেয়ে বেষ্ট।
এডোবি ফটোশপ দিয়ে যখন স্ক্যান করা হয়, ঠিক তখন আপনাকে বার বার মেনুবার থেকে গিয়ে কমান্ড দিতে হয়। যার ফলে আপনার স্ক্যান করার গতি অনেক কমে যায়। অথ্যাৎ অনেক সময় নষ্ট হয়, বার বার ফাইল মেনু থেকে ইমপোর্ট এ গিয়ে কমান্ড দিতে হয়। কিন্তু আপনরা যদি এই কাজটি কিবোর্ড দিয়ে করে থাকেন। তাহলে আপনার কাজের গতি অনেক বেরে যাবে। আপনাকে বার বার ফাইল মেনুতে যেতে হবে না। আপনি কি-বোর্ড থেকে কমান্ড দিয়েই খুব দ্রুত স্ক্যান করতে পারবেন।
কিন্তু কিভাবে আপনারা এডোবি ফটোশপ যেকোন ধরনের কি-বোর্ডৃ শর্টকার্ট তৈরী করবেন, সেটা অনেকেই জানেন না। যার ফলে আপনারা বার বার মেনু বারে গিয়ে কোন ধরনের কমান্ড দিতে হবে না। আপনারা কিবোর্ড থেকে F2, F3 অথবা F4 যেকোন একটি সিলেক্ট করেই খুব সহজেই স্ক্যান করতে পারবেন। এডোবি ফটোশপে কিবোর্ড শর্টকার্ট যুক্ত করার পরেই আপনি স্ক্যানারের জন্য যেকোন একটি ফাংশন কী চাপলেই স্ক্যানার চালু হয়ে যাবে।
আপনাদের মধ্যে যাদের ডিজিটাল স্টুডিও আছে। তাদেরকে অবশ্যেই্ কিবোর্ড শর্টকার্ট তৈরী করে নেওয়া উচিত। সারাদিন প্রচুর ছবির কাজ আপনাদের করতে হয়। আর সব গুলো ছবিই স্ক্যানারের সাহায্যে স্ক্যান করতে হয়। এছাড়াও বিভিন্ন ধরনের ভিসার কাগজ, পাসপোর্ট, অফিসিয়াল চিঠি, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড স্ক্যান করে মেইল করে পাঠাতে হয়।
তাই আপনারা যদি স্ক্যানার ব্যবহারের জন্য এডোবি ফটোশপে কি-বোর্ড শর্টকার্ট তৈরী করে নেন। তাহলে আপনাদের যাবতীয় কাজ অনেক দ্রুত করতে পারবেন। কিভাবে স্ক্যানার ব্যবহারের জন্য এডোবি ফটোশপে কি-বোর্ড শর্টকার্ট তৈরী করবেন, সেটা জানতে হলে অবশ্যই নিচের ভিডিওটি খুব ভাল করে দেখেন।
Create A Keyboard Shortcut In Photoshop To Use The Scanner Bangla Video Tutorial
No comments