Adobe Photoshop CS3 Full Bangla Tutorial | Best Graphics Design Software - Part-2

AdobePhotoshop CS3 এর এটি ২য় পোষ্ট । এর আগের পোষ্টে আমরা শিখেছি কিভাবে Adobe Photoshop CS3 ডাউনলোড ও ইনস্টল করতে হয়্ আজকের এই লেসনে আমরা শিখব কিভাবে আপনারা Adobe Photoshop CS3 স্টার্ট করবেন এবং কত নিয়মে Adobe Photoshop CS3 চালু করা যায়। এছাড়াও আজকের লেসনে আমরা Adobe Photoshop CS3 এর যে ইন্টারফেস আছে তার বিস্তারিত জানব।

 

প্রথমে আপনারা Start এ ক্লিক করে All Programs এ ক্লিক করুন। তাহলে সর্ব উপরে Adobe Photoshop CS3 লিখা দেখতে পাবেন। তাতে ক্লিক করলে আপনাদের Adobe Photoshop CS3 শুরু হয়ে যাবে।

 



এছাড়াও আপনারা চাইলে Adobe Photoshop CS3 কে Pin করে রাখতে পারেন Start Menu ও Taskbar। এতে করে বার বার Adobe Photoshop CS3 ওপেন করার জন্য Start এ ক্লিক করে All Programs এ ক্লিক করতে হবে না। যখন ইচ্ছা হয় Start Menu ও Taskbar এ ক্লিক করেই আপনারা Adobe Photoshop CS3 চালু করতে পারবেন, এতে করে সময় বাচবে। কিভাবে কাজটি করবেন সেটা এখন দেখিয়ে দিব।



ঠিক আগের মতই Start এ ক্লিক করে All Programs এ ক্লিক করুন। তাহলে সর্ব উপরে Adobe Photoshop CS3 লিখা দেখতে পাবেন। সেখানে মাউসের কার্সর নিয়ে রাইট বাটন ক্লিক করে প্রথমে Pin to Taskbar এ ক্লিক করুন এরপরে পূনরায় Adobe Photoshop CS3 মাউসের রাইট বাটন ক্লিক করে Pin to Start Menu এ ক্লিক করুন।  তাহলে Adobe Photoshop CS3 Taskbar এবং Start Menu সর্বদা থাকবে।

 



এবার নিচের ছবিটি লক্ষ্য করুন। এটাই হচ্ছে আমাদের Adobe Photoshop CS3 ইন্টারফেস। আজকে আমরা মেনুবার, টুলবার, প্যালেন্ট সহ সম্পূর্ণ Adobe Photoshop CS3 এর সাথে পরিচিতি হবো।


এবার নিচের ছবিটি লক্ষ্য করুন। এটাই হচ্ছে আমাদের Adobe Photoshop CS3 ইন্টারফেস। আজকে আমরা মেনুবার, টুলবার, প্যালেন্ট সহ সম্পূর্ণ Adobe Photoshop CS3 এর সাথে পরিচিতি হবো। 


ফটোশপের ইন্টারফেস পরিচিতি
ফটোশপে কাজ করার পূর্বে আমাদের এটা ইন্টারফেস সম্পর্কে জানতে হবে তাহলে ফটোশপে কাজ করতে অনেক সুবিধা হবে অন্য সব সফটওয়্যারের চেয়ে  ফটোশপ সব দিয়ে এগিয়ে কারণ অন্য সব সফটওয়্যার যেভাবে আপগ্রেড করেছে তাতে করে কাজ করতে অনেক সমস্যা পরতে হয় কিন্তু এডোবি ফটোশপ আগে যা ছিলো এখনই তাই আছে শুধু মাত্র নতুন নতুন মেনু যুক্ত টুলবারে এসেছে অনেকটা ভিন্নতা এই কাররণে আপনারা ফটোশপের যেকোন র্ভাসন শিখেন না কেন? সব গুলো ভার্সণ কাজ করতে পারবেন  




1 টাইটেল বার
এডোবি ফটোশপ স্ক্রিনের সব থেকে উপরে, File, Edit, Image, Layer, Select, Filter, Analysis, View, Windows, Help এগুলার উপরে টাইটেল বার অবস্থিত, অর্থাৎ Adobe Photoshop কথাটির সাথে ডকুমেন্টের নাম যে বারে থাকে তাকে টাইটেল বার বলে এর কাজ হচ্ছে ডকুমেন্টের নাম ধারণ করা আপনি যখন কোন ডকুমেন্ট বা ছবি  অথবা ডিজাইনের কাজ করবেন ঠিক তখন সেই ডকুমেন্ট বা ছবিটি সেভ করার সময় যে নাম দিবেন, সেই নামটি ঠিক উপরে শো করবেন্ এই কারণেই্ এটাকে বলে Title Bar

2 মেনু বার
টাইটেল বারের ঠিক নিচে যেখানে File, Edit, Image, Layer, Select, Filter, Analysis, View, Windows, Help এই 10টির প্রত্যেকটিকে মেনুবার বলে আর এই মেনুগুলো একটি বারের উপর সাজানো হয়েছে যাকে Menu bar বলে এই মেনুগুলোর প্রত্যেকটির অধিনে আবার অনেকগুলো করে সাব-মেনু আছে যেগুলোকে ব্যবহার করে ব্যাবহারকারী কাজকে প্রানবন্ত করতে পারবে এছাড়াও ফটোশপের কাজ মানেই হচ্ছে কি-বোর্ডের সাহায্যে কথা প্রদান মেনুবার থেকেই আপনরা খুব সহজেই জানতে পারবেন প্রত্যেক টি মেনুর শর্টকার্ট কমান্ডা
 
3 টুলস বক্স
টুলস বক্সটি ডিফল্ট অবস্থায় এডোবি ফটোশপ স্ক্রিনের বাম প্রান্তে উলম্ব ভাবে থাকে এডোবি ফটোশপের যতগুলো ভার্সন আছে তার সব গুলোতেই সব সময় বাম পাশেই পাবেন তবে কোন কোন ভার্সনে টুলবার টি পাশাপাশি দুটো টুল এক থাকে আবার কোন কোন ভার্সনে অর্থ্যাৎ লেটেস্ট ভার্ষন গুলোতে টুলবার একটি লাইনে থাকে উপর থেকে নিচ ব্যাবহারকারী সুবির্ধাতে েএই টুলবাসরটি দেওয়া হয়েছে Move Tool, Rectangular Marquee Tool, Lasso Tool, Magic Wind Tool, Crop Tool ইত্যাদি ব্যবহার করে ডিজাইন করতে পারে
 
4 জুম ইন্ডিকেটর
আমরা যেই ডকুমেন্ডে নিয়ে কাজ করছি সেটা কত % জুম আছে তা এখান থেকে দেখা যায় এর অবস্থান টুলস বারের নিচে এবং স্ট্যাটাস বারের বাম পাশে এখানে ক্লিক করে নির্দিষ্ট % জুম টাইপ করে এন্টার করলে আপনার ডকুমেন্ডটি  % জুম হয়ে যাবে নিজের ইচ্ছেমত জুমকে নিয়ন্ত্রণ করার জন্য এটা একটা সহজ পদ্বতি ডিজাইনের কাজ কে খুব নিখুত ভাবে করার জন্য এই জুম টুলটি ব্যবহার করা হয়
 
5 স্ট্যাটাস বার
যে ডকুমেন্টে আমরা কাজ করছি, সেখানে কোন টুল ব্যবহৃত হচ্ছে, কত% জুম দেওযা আছে  ইত্যাদী সম্পর্কিত তথ্য স্টেটাস বারের মাধ্যমে যানা যায় এর অবস্থান ডকুমেন্টের একেবারে নিচে জুম ইন্ডিকেটরের ডান পাশে
 
6 টাস্কবার
ডেস্কটপের নিচের দিকে বামপাশ থেকে ডানপাশ পর্যন্ত যে উলম্ব বারটি থাকে তা হলো টাস্কবার যখন কোন কাজকে মিনিমাইজ করা হয় তখন কাজগুলো সব এই টাস্কবারে এসে জমা হয় এবং প্রয়োজনের সময় আবার এখানে ক্লিক করলে কাজটি ম্যাক্সিমাইজ হয়ে যায় অনেক সময় দেখা যায় আমরা কয়েকটি ডকুমেন্ট নিয়ে কাজ করছি তখন একটি ডকুমেন্ট ছাড়া বাকী গুলো কে মিনিমাইজ করে রাখা যায়
 
7 প্যালেট
ডিজাইনকে প্রানবন্ত এবং খুব সহজে করার জন্য প্যালেটের সাহায্য নিয়ে কাজ করতে হয় ফটোশপ চালু করার সাথে সাথেই প্রয়োজনীয় সব প্যালেট চলে আসবে  তবে  অনেক সময় আপনার উইন্ডোতে সবগুলো প্যালেটে নাও থাকেতে পারে, সেক্ষেতে আপনাকে আপনার প্রয়োজনীয় প্যালেট নিয়ে আসার জন্য মেনুবার থেকে উইন্ডো মেনুতে গিয়ে উক্ত প্যালেটের নামে ক্লিক করলে প্যালেটটি চলে আসবে প্যালেটগুলো Default অবস্থায় ডান পাশে অবস্থান করে, তবে আপনি এগুলোকে ড্রাগ করে এদিক সেদিক আপনার পছন্দমত স্থানে নিয়ে আসতে পারবেন
 
 


No comments

Powered by Blogger.
.