Fancy Text Generator Free - 𝓑𝓮𝓼𝓽 & 𝓢𝓽𝔂𝓵𝓲𝓼𝓱 Fonts

Fancy text crafts ওয়েব সাইটের মাধ্যমে যেকোন স্টাইলিস টেক্স বানাতে পারবেন

বন্ধরা সবাইকে স্বাগতম জানাচ্ছি Azmol Photoshop ওয়েব সাইটে। আজকে আমি আপনাদের সাথে আমার নতুন একটি সাইটের পরিচয় করিয়ে দিব। যেই সাইটের সাহায্যে আপনারা বিভিন্ন ধরনের Fancy text Generate এবং Imoji যুক্ত করতে পারবেন। এছাড়াও এই সাইটের যাবতীয় লিখা ইউনিকোড সাপোর্ট করে। যার ফলে যত ধরনের স্টাইলিশ ফন্ট হোক না কেন সব জায়গায় শেয়ার করতে পারবেন।

আপনাদের বন্ধুদের জন্মদিনের শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা, ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা সহ বিভিন্ন ধরনের শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন ধরনের Fancy text তৈরী করে তাদের যাবতীয় সোস্যাল মিডিয়া-Facebook, Instagram, Twitter, E-Mail এ শেয়ার করতে পারবেন। আমার ওয়েব সাইটের নাম হচ্ছে Fancy Text Generator Free - 𝓑𝓮𝓼𝓽 & 𝓢𝓽𝔂𝓵𝓲𝓼𝓱 Fonts ওয়েব সাইটের ঠিকানা হচ্ছে-www.fancytextcrafts.blogspot.com

fancy text crafts ওয়েব সাইটটি ব্যবহার-

সর্বপ্রথম আপনারা যেকোন ব্রাউজার ওপেন করুন। পরে এই লিংকে ক্লিক করে অথবা ওয়েব সাইটের এড্রেসটি যেকোন ব্রাউজারে টাইপ করে ওয়েব সাইটে প্রবেশ করুন। ওয়েব সাইটি দেখতে ঠিক নিচের মত হবে।

Fancy Text Generator Free - 𝓑𝓮𝓼𝓽 & 𝓢𝓽𝔂𝓵𝓲𝓼𝓱 Fonts


এবার উপরের দিকে লক্ষ্য করে দেখুন লিখা আছে Your text Here এইখানে আপনার শুভেচ্ছা বার্তাটি (Happy Birthday To You, Eid Mubarak) টাইপ করুন। তারপরে নিচের দিকে স্ক্রোল করুন। আর ভালো করে দেখেন বিভিন্ন ধরনের স্টাইলিস লিখা দেখা যাচ্ছে।



যে লিখার স্টাইল আপনাদের পছন্দ হয়। ঠিক সেই লাইনের বরাবর লিখা আছে Copy। ওই কপি বাটনে ক্লিক করে Fancy Text লিখাটি কপি হবে। এর পরে আপনার পছন্দ মত যেকোন সোস্যাল মিডিয়া Facebook, Twitter, Instagram এর বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা, বিবাহ বার্ষিকি, ঈদের শুভেচ্ছা সহ যাবতীয় আনন্দঘন মুহুর্তের শুভেচ্ছা জানাতে পারবেন এই কারণে লিখাটি তার ওয়ালে গিয়ে পেষ্ট(ctrl+v) করুন। 

এই Fancy Text Generator Free - 𝓑𝓮𝓼𝓽 & 𝓢𝓽𝔂𝓵𝓲𝓼𝓱 Fonts ওয়েব সাইটের মাধ্যমে আপনারা যেকোন ধরনের স্টাইলিস লিখা খুব সহজেই বানাতে পারবেন। সাইটির ব্যবহার খুব সহজ এই কারণে আপনারা নিজেরা ব্যবহার করবেন এবং অন্যদের ব্যবহার করার জন্য যাবতীয় সোস্যাল মিডিয়াতে শেয়ার করুন। আপনারা ল্যাপটপ কম্পিউটার, ডেক্সটপ কম্পিউটার এমনকি মোবাইল দিয়েও ব্যবহার করতে পারবেন। 

No comments

Powered by Blogger.
.