How to Clear Recent Pictures in MS Paint on Windows 10 & 11

How to Clear Recent Pictures in MS Paint on Windows 10 & 11

আমাদের কম্পিউটারের যাবতীয় কাজ কে আমারা যদি ছবি আকারে ধরে রাখতে চাই। তাহলে প্রিন্টস্কীন এর কোন তুলনা হয় না। তবে কিবোর্ড থেকে Print Screen বাটন চাপার পরেই আপনার কম্পিউটারের যাবতীয় স্কীণ কপি হয়ে যায়। আর এই কপি করা ছবিকে পেষ্ট করতে হলে আপনাদের সকলের প্রিয় MS Paint ।


  এছাড়াও এডোবি ফটোশপ দিয়েও এই কপি করা ইমেজকে পেষ্ট করতে  পারেন। এবং যেকোন কাজে ব্যবহার করতে পারবেন। তবে যারা ওয়েব সাইটে টেক বিষয়ে পোষ্ট লিখে থাকেন, মূলত তারাই এই Print Screen বাটনের কাজটি করে থাকে। কিন্তু আপনারা যখনই কোন ছবি বা ইমেজ এমএস পেইন্টের সাহায্যে সেভ করে থাকেন। সেটার History কিন্তু Recent files এ রয়ে যায়। যার ফলে যেকেউ আপনার কম্পিউটারের প্রবেশ করে MS Paint এর মাধ্যমে জানতে পারবে আপনি কি কি কাজ করছেন। এছাড়াও যদি অফিসে বসেও আপনারা টেক বিষয়ে কিছু লিখেন অথবা ফেসবুকের জন্য আপনার কম্পিউৃটারের কোন স্কীনশর্ট  নিয়ে থাকেন, তাহলে সেই সব সেভ হয়ে থাকবে। 


তাই আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে MS Paint এর Recent files History Clear করতে হবে। এই কাজটি আপনারা Windows 10 & 11 সহ যেকোন ভার্সনে করতে পারবেন।
সাধারনত অন্য যেকোন সফটওয়্যারের সেভ করা রিসেন্ট ফাইলগুলো খুব সহজেই Clear করা যায়। কিন্তু এমএস পেইন্ট এর ক্ষেত্রে একটু ভিন্ন। এখানে Clear অপশন নেই, যেটার সাহায্যে আপনারা Recent ফাইলসকে ক্লিয়ার করতে পারেন। 

Clear Recent Pictures in MS Paint এই কাজটি আমরা ৩টি নিয়মে করব-
প্রথমে রেজিস্ট্রি এডিটর
দ্বিতীয় সেভ ফাইল ডিলিট
তৃতীয় রেজিস্ট্রি ফাইল


প্রথমে রেজিস্ট্রি এডিটর
সর্বপ্রথম MS Paint চালু করা থাকলে, সেটা আগে Close করে দিন। তারপরে Run অপশন চালু করতে হবে। এই জন্য কিবোর্ড থেকে Winkey+R চাপুন। তাহলে আপনার কম্পিউটারের Run অপশন চালু হবে-

এবার এখানে টাইপ করুন regedit  তারপরে Ok বাটনে ক্লিক করুন
 

এবার আপনার রেজিষ্ট্রি এডিটর(Registry Editor)  ওপেন হবে।

এবার এখান থেকে আপনাকে নিচের লোকেশনমত যেতে হবে

HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Applets\Paint\Recent File List

প্রয়োজনে আপনি উপরের লাইনটি কপি করে Computer লিখার বরাবর পেষ্ট করে Enter Press করুন-

এবার এখানে ভালো করে লক্ষ্য করে দেখেন, আপনি যত গুলো ফাইল সেভ করেছেন, সব গুলো ফাইলের নাম দেখা যাচ্ছে। আপনি সব ‍গুলো ফাইলকে সিলেক্ট করে ডিলিট করে দিন।

 তাহলে সব Recent Files Clear হয়ে যাবে

এবার আপনারা MS Paint ওপেন করে দেখুন। কোন প্রকার Recent files নেই। 

এটি হচ্ছে একটি নিয়ম। এই নিয়মে আপনারা খুব সহজেই এম এস পেইন্ট এর রিস্টেন ফাইল হিস্টোরি ক্লিয়ার করতে পারবেন।

দ্বিতীয় নিয়ম সেভ ফাইল ডিলিট
এবার আমরা আরেকটি নিয়ম শিখব যে নিয়মে খুব সহজেই রিসেন্ট ফাইল ডিলিট করতে পারবেন।
এই জন্য সর্বপ্রথম এম এস পেইন্ট ক্লোজ করে দিন। তারপরে আপনারা যে ফোল্ডারে ফাইলগুলো সেভ করেছেন, সেই ফোল্ডারে নামটি পরিবর্তন করুন।
এবার পূনরায় এম এস পেইন্ট ওপেন করুন। তারপরে ফাইল এ ক্লিক করে সেভ করা ফাইলে ক্লিক করুন।



তাহলে নিচের মত একটি ম্যাসেজ আসবে, এখানে আপনাকে OK বাটনে ক্লিক করতে হবে। আর আপনার এম এস পেইন্ট রিসেন্ট ফাইল হিস্টোরি ডিলিট হয়ে যাবে। 

এভাবে করে সব গুলো ফাইলে ক্লিক করবেন আর ম্যাসেজটি আসলে ওকে বাটনে ক্লিক করবেন। তাহলেই সব Recent Files Clear হয়ে যাবে।
তবে আপনারা চাইলে কাজ শেষ করে সেভ করা ফোল্ডারটি ডিলিট করে দিতে পারেন। তারপরে রিসেন্ট ফাইলে ক্লিক করার সাথে সাথেই উপরের মত ম্যাসেজ আসলে ওকে বাটনে ক্লিক করুন। তাহলেও আপনার recent file clear হয়ে যাবে।

তৃতীয় রেজিস্ট্রি ফাইল
এবার আমরা সবচেয়ে সহজ উপায়ে recent files clear করা শিখব। এই জন্য আপনাদের প্রয়োজন হবে একটি রেজিস্ট্রি ফাইল। এই জন্য নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিন-

ডাউনলোড শেষ হলে নিচের মত একটি জীপ ফোল্ডার পাবেন-

এই জীপ ফাইলকে আনজীপ করার জন্য আপনার প্রয়োজন হবে WinRAR, 7-Zip, Peazip Software যেকোন একটি ডাউনলোড করে ইনস্টল করে নিবেন। তারপরে ফাইলটিকে আনজীপ করবেন। এই জন্য ফাইলটির গায়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে Extract Here এ ক্লিক করুন। 


 Extract Here এ ক্লিক করার সাথে সাথেই একটি Register file পাবেন-


Register file এ দ্রুত ডবল ক্লিক করুন। 
তারপরে একটি ম্যাসেজ আসলে ওখানে Yes বাটনে ক্লিক করুন তারপরে Ok বাটনে ক্লিক করুন। তাহলে আপনার এম এস পেইন্ট এর রিসেন্ট ফাইল হিস্টোরি সব ক্লিয়ার হয়ে যাবে। 

আশাকরি শিখতে পেরেছেন কিভাবে ৩টি নিয়মে খুব সহজেই MS Pain এর যাবতীয় সেভ করা রিসেন্ট ফাইল হিস্টোরি ডিলিট করতে হয়। 
   








Tags:
windows 10,how to delete recent pictures in paint windows 10,paint,how to paint in computer,how to delete paint recent pictures from list in windows,microsoft paint,how to reset settings of paints on windows 10,how to reset microsoft paint settings on windows 10,paint - delete recent pictures from list in windows,how to install ms paint in windows 10,how to delete recent pictures from windows (7810) paint,ms paint recent files - windows 10,ms paint

No comments

Powered by Blogger.
.