অনলাইন চাকুরির আবেদন ফরমের জন্য Photo and Signature কে নির্দিষ্ট পিক্সেলে সাইজ করুন সহজেই

অনলাইন চাকুরির আবেদন ফরম পূরন করার জন্য ছবি ও স্বাক্ষর কে নির্দিষ্ট একটি সাইজ করতে হয়। সেটা হচ্ছে Pictures কে 300 x 300 Pixel এবং Signatura কে 300 x 80 Pixel Size। এই সাইজটি অনেকেই করতে জানেন না। যার ফলে নিজেদের চাকুরীর ফরম পূলন করার জন্য সাইবার ক্যাফে অথবা কোন কম্পিউটারের দোকানে যেতে হয়। তাই আপনাদের সকলের কথা চিন্তা করেই আজকে শেয়ার করতে যাচ্ছি খুবই দরকারী একটি ভিডিও। যার সাহায্যে আপনারা খুব সহজেই শিখতে পারবেন কিভাবে অনলাইন চাকুরির আবেদন ফরমের জন্য Photo and Signature কে নির্দিষ্ট পিক্সেলে সাইজ করতে হয়। 




Download Link: Adobe Photoshop CS3

সাধারণত যেকোন সাইবার ক্যাফেতে গিয়ে চাকুরীর ফরম পূরণ করতে আপনাদের খরচ হয় 150- 200 টাকা। কিন্তু আপনাদের বাসায় ল্যাপটপ অথবা ডেক্সটপ কম্পিউটার থাকতেও আপনারা এই কাজটি করতে পারে না। তাই  মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখুন। তাহলে আপনারাও শিখে যাবেন কিভাবে একটি ছবিকে নির্দিষ্ট সাইজ করতে হয়।



Tags:
অনলাইন চাকুরির আবেদন ফরমের জন্য photo and signature কে নির্দিষ্ট পিক্সেলে সাইজ করুন সহজেই,how to resize photo and signature,photo and signature,অনলাইন চাকুরির আবেদন ফরমের জন্য,photo and signature কে নির্দিষ্ট পিক্সেলে সাইজ করুন সহজেই,চাকুরির আবেদন ফরমের জন্য photo & signature,resize photo,signature 300*80,ছবির সাইজ ৩০০ গুন ৩০০,how to resize photo,সরকারি চাকুরীর আবেদনের জন্য ছবি ও স্বাক্ষর সাইজ করুন,যে কোন চাকুরীর আবেদনের জন্য (photo size) জন্য ছবি সাইজ করুন

No comments

Powered by Blogger.
.