বাংলা ও ইংরেজি একসাথে টাইপ করুন How to Write Bangla and English at a Time

 কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে একসাথে বাংলা ও ইংরেজি টাইপ করবেন, সেটা অনেকেই জানেন না। তাই আজকের পোষ্টে আমি আপনাদের শিখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে খুব সহজেই একসাথে বাংলা ও English টাইপ করতে হয়।

বাংলা ও ইংরেজি একসাথে টাইপ করুন  How to Write Bangla and English at a Time


এম এস ওয়ার্ডে বাংলা টাইপ করার মাঝে English টাইপ করার প্রয়োজন হয়। বিশেস করে প্রশ্ন কম্পোজ করার ক্ষেত্রে এই কাজটি করতে হয়। তাই ইংলিশের সাথে বাংলা ফন্ট টাইপ করুন দ্রুত কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। তাহলে আপনার কম্পোজের সময় অনেক বেচে যাবে।এছাড়াও বিভিন্ন সময় নোট টাইপ করতে হয় Bangla ও English ফন্ট একসাথে থাকে। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বাংলা থেকে ইংরেজি ফন্ট পরিবর্তণ করুন খুব দ্রুত মাউস ছাড়া এটা জানে না।

 

তাই আজকের পোষ্টটি মনোযোগ সহকারে দেখুন ও পড়ুন, তাহলে আপনি বাংলা ও ইংরেজি ফন্ট দ্রুত পরিবর্তন করতে পারবেন এবং Bangla টাইপ করার সাথে সাথেই ইংরেজি ফন্ট পরিবর্তণ করে ইংরেজি টাইপ করতে পারবেন। একসাথে Bangla ও English টাইপ করার সহজ কৌসল শিখতে পারবেন।


প্রথমে এম এস ওয়ার্ড ওপেন করেন। তারপরে উপরের কোনায় যে গোল বল আছে, যাকে অফিস বাটন বলে তাতে ক্লিক করে Office Option বাটনে ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ্য করুন-

বাংলা ও ইংরেজি একসাথে টাইপ করুন  How to Write Bangla and English at a Time


এর পরে বামপাশে লক্ষ্য করে দেখুন Customize লিখা আছে তাতে আপনাকে ক্লিক করতে হবে। নিচের ছবিটি লক্ষ্য করে দেখিুন, লাল বর্ডার দেওয়া।

বাংলা ও ইংরেজি একসাথে টাইপ করুন  How to Write Bangla and English at a Time


তারপরে পাশাপাশি দুটি বক্স আসবে।প্রথমে বক্সের একদম নিচে একটু লক্ষ্য করে দেখুন Customize লিখা আছে, তাতে ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ্য করে দেখিুন, লাল বর্ডার দেওয়া।

বাংলা ও ইংরেজি একসাথে টাইপ করুন  How to Write Bangla and English at a Time


Customize Keyboard নামে একটি বক্স আসবে ।এখানে আপনাকে কিবোর্ড শর্টকাট তৈরী করতে হবে। এই জন্য সর্বপ্রথম Catagories এর আন্ডারে যে ক্যাটাগরি আছে সেটার পাশে যে স্ক্রোল বার সেটাকে ক্লিক করে একদম নিচে নিয়ে আসুন। তাহলে ফন্ট লিখা দেখতে পাবেন। সেই ফন্ট লিখাতে ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ্য করে দেখিুন, লাল বর্ডার দেওয়া।

বাংলা ও ইংরেজি একসাথে টাইপ করুন  How to Write Bangla and English at a Time


Fonts এ ক্লিক করার সাথে সাথেই আপনার কম্পিউটারে যত ফন্ট ইনস্টল করা আছে। সেই সব ফন্টের লিষ্ট চলে আসবে। এবার Fonts এর আওতায় আপনি যে ফন্টের কি-বোর্ড শর্টকাট তৈরী করতে চান। সেটা সিলেক্ট করুন। আমি প্রথমে ইংরেজি ফন্টের কি-বোর্ড শর্টকার্ট তৈরী করব। এই জণ্য দ্রুত Ti টাইপ করুন। তাহলে Times New Roman ফন্টটি আসবে, তাতে ক্লিক করতে হবে। এর পরে নিচে Press new shortcut Key লিখার নিচে ক্লিক করে কি-বোর্ড থেকে Alt+1 চাপুন। তারপরে Assign এ ক্লিক করুন।

 

বাংলা ও ইংরেজি একসাথে টাইপ করুন  How to Write Bangla and English at a Time

এর পরে পূনরায় ফন্টের লিষ্ট থেকে Fonts এর আন্ডারে বাংলা ফন্ট SutonnyMJ সিলেক্ট করেন। এর পরে নিচে Press new shortcut Key লিখার নিচে ক্লিক করে কি-বোর্ড থেকে Alt+2 চাপুন। তারপরে Assign এ ক্লিক করুন।

বাংলা ও ইংরেজি একসাথে টাইপ করুন  How to Write Bangla and English at a Time


এর পর থেকে বাংলা টাইপ করতে হলে কি-বোর্ড থেকে Alt+2 চাপুন। তাহলে বাংলা লিখতে পারবেন। ইংরেজি লিখতে হলে কিবোর্ড থেকে Alt+1 চাপুন।  এই দুটি কাজ করার মাঝে শুধু মাত্র আপনাকে আরেকটি কাজ করতে হবে। সেই কাজটি হলো কি-বোর্ডের লেওয়াট পরিবর্তন করা, তার জন্য কিবোর্ড থেকে Ctrl+Alt+B চাপতে হবে। যখন ইংরেজি থেকে বাংলা লিখবেন, তখন একবার প্রেস করবেন Ctrl+Alt+B। আবার যখন বাংলা থেকে ইংরেজি লিখবেন তখন কিবোর্ড থেকে Ctrl+Alt+B চাপতে হবে।

 

আপনার কম্পোজ করার সময় অনেক গুলো বেচে গেলে। সাধারনত বাংলা থেকে ইংরেজি টাইপ করতে হলে  ফন্ট পরিবর্তন করা এবং ফন্ট সাইজ পরিবর্তণ করা অনেকটা সময় নষ্ট হয়। কিন্তু আজকে পর থেকে আর এই কষ্ট করতে হবে না। মনোযোগ দিয়ে পোষ্টটি পড়ুন এবং একা একা কাজটি করার চেষ্টা করুন।

 

অবশ্যই পোষ্টটি শেয়ার করতে ভুলবেন না। আপনার সকল সোস্যাল মিডিয়াতে শেয়ার করবেন। কমেন্টস করে জানাবেন কেমন হলো এবং আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন।

 

No comments

Powered by Blogger.
.