Low Resolution ছবিকে খুব সহজেই High Resolution বানিয়ে ফেলুন

সাধারণত নেট থেকে যে ছবি ডাউনলোড করে থাকেন। তার বেশির ভাব pictures থাকে low resolution। যার ফলে সেই low resolution ছবিকে আপনারা কোন কাজে লাগে পারেন না। আপনাদের কাজের জন্য সর্বদা প্রয়োজন হয় high resolution ছবি।

Low Resolution ছবিকে খুব সহজেই High Resolution বানিয়ে ফেলুন


অনেক ওয়েব সাইট আছে যারা তাদের সাইটে সর্বদা lowresolution ছবি ব্যবহার করে থাকে। এতে করে সেই ওয়েব সাইট খুব সহজেই এবং দ্রুত লোড হয়।এই কারণে আপনারা যখনই কোন ছবি গুগলে সার্চ করে থাকেন, ঠিক তখন সেই low resolution ছবি আপনার সামনে চলে আসে। আর আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন।

কিন্তু সমস্যা দারায় সেই ছবিকে আপনারা কোন কাজে লাগাতে পারেন না। তাই আজকে দেখাবো কিভাবে lowresolution ছবিকে খুব সহজেই high resolution ছবি বানাতে হয়। খুব সহজ একটি উপায় আশাকরি আপনাদের সকলের খুব পছন্দ হবে।

সর্বপ্রথম Adobe Photoshop 2022 এ আপনার সেই low resolution ছবিটি ওপেন করুন। এর পরে মেনুবার থেকে Edit এ ক্লিক করে Preference এ ক্লিক করে Technology Preview এ ক্লিক করুন। 

Low Resolution ছবিকে খুব সহজেই High Resolution বানিয়ে ফেলুন

তারপরে এখানে ঠিক চিহ্ন দিয়ে OK ক্লিক করুন।

Low Resolution ছবিকে খুব সহজেই High Resolution বানিয়ে ফেলুন

এরপরে পূনরায় মেনুবার থেকে Image এ ক্লিক করে Image Size এ ক্লিক করুন।

Low Resolution ছবিকে খুব সহজেই High Resolution বানিয়ে ফেলুন

তারপরে যে ডায়লগ বক্স আসবে এখানে রেজুলেশন 300 দিন এবং নিচের দিকে লক্ষ্য করে দেখেন এখানে Preserve Details 2.0 এই লিখাটিতে ক্লিক করে ওকে ক্লিক করুন।

তারপরে আপনার সেই low resolution ছবিটি হয়ে যাবে high resolution ছবি। যেটা আগের চেয়ে অনেক স্মুথ দেখা যাবে।

Low Resolution ছবিকে খুব সহজেই High Resolution বানিয়ে ফেলুন

এটি যে নেট থেকে ডাউনলোড করা low resolution ছবি, তা কেউ বিশ্বাস করতে পারবে না। এই ভাবে আপনারা যাবতীয় low resolution ছবিকে সামান্য কয়েকটা কমান্ড এর মাধ্যমে বানিয়ে ফেলতে পারবেন high resolution ছবি।

আমার ওয়েব সাইটের পোষ্ট যদি আপনাদের কাছে ভাল লেগে থাকে। তাহলে অবশ্যই বলব পোষ্টটি আপনার সকর সোস্যাল মিডিয়াতে শেয়ার করবেন। যাতে করে আপনার সকল বন্ধুরা খুব সহজেই শিখতে পারে।

No comments

Powered by Blogger.
.