How to Open or Save as WebP Image Files in Photoshop
WebP Image কিভাবে Photoshop Open or Save করবেন। সেটাই আজকের পোষ্টের মাধ্যমে জানতে পারবেন।
আজকের এই পোষ্ট অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের ওয়েব সাইট রয়েছে। সেটা হতে পারে ওয়ার্ডপ্রেসে অথবা ব্লগ সাইটে। সাধারণত আমরা যখন কোন ছবি ওয়েব সাইটে আপলোড করি।
সেটা jpeg হোক বা png ফাইলকে কম্প্রেস করে আপলোড করলে, ছবির কোয়ালিটি নষ্ট হয়ে যায়। কিন্তু WebP ফরম্যাটের যেকোন ছবিকে আপনারা খুব সহজেই ওয়েব সাইটে ব্যবহার করতে পারবেন। এবং ছবির কোয়ালিটি অনেক ভালো থাকবে।
বর্তমানে WebP ফরম্যাটের ফাইলকে অনেক ব্রাউজার সাপোর্ট করছে। কিন্তু আগে যেটা করে নি, যার ফরে WebP ফরম্যাটের ব্যবহার তখন কম ছিলো। কিন্তু বর্তমানে এর চিাহিদা অন্য সব ছবির চেয়ে অনেক গুণে বেরে যাচ্ছে। বিশেষ করে ওয়েব সাইট বানানোর ক্ষেত্রে। যে ওয়েবসাইটে কম সাইজের ছবি থাকবে। সেই ওয়েব সাইট অনেক দ্রুত লোড হবে।
সাধারণত Adobe Photoshop এর কোন ভার্সনে WebP Image Open or Save করা যায় না। যার ফলে আপনারা Adobe Photoshop কোন ভার্ষনের WebP টি যুক্ত করা নেই। কিন্তু বর্তমানে একটি প্লাগ্নিস আছে।যার সাহায্যে আপনারা খুব সহজেই Adobe Photoshop এর যেকোন ভার্সন WebP Image Open or Save করার অপশন যুক্ত করতে পারবেন।
Keywords:
how to open or save as webp image files in photoshop,how to create webp image in photoshop,how to open webp in photoshop,how to save image in webp format in photoshop,webp images in photoshop,open or save as webp image files in photoshop,webp in photoshop,how to export webp from photoshop,photoshop,how to open webp file in photoshop,webp in photoshop cc,how to,adobe photoshop,how to save webp file in photoshop,how to open or save a webp image in photoshop
No comments