How to Open or Save as WebP Image Files in Photoshop

WebP Image কিভাবে Photoshop Open or Save করবেন। সেটাই আজকের পোষ্টের মাধ্যমে জানতে পারবেন। 

আজকের এই পোষ্ট অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের ওয়েব সাইট রয়েছে। সেটা হতে পারে ওয়ার্ডপ্রেসে অথবা ব্লগ সাইটে। সাধারণত আমরা যখন কোন ছবি ওয়েব সাইটে আপলোড করি।

সেটা jpeg হোক বা png ফাইলকে কম্প্রেস করে আপলোড করলে, ছবির কোয়ালিটি নষ্ট হয়ে যায়।  কিন্তু WebP ফরম্যাটের যেকোন ছবিকে আপনারা খুব সহজেই ওয়েব সাইটে ব্যবহার করতে পারবেন। এবং ছবির কোয়ালিটি অনেক ভালো থাকবে।

বর্তমানে WebP ফরম্যাটের ফাইলকে অনেক ব্রাউজার সাপোর্ট করছে। কিন্তু আগে যেটা করে নি, যার ফরে WebP ফরম্যাটের ব্যবহার তখন কম ছিলো। কিন্তু বর্তমানে এর চিাহিদা অন্য সব ছবির চেয়ে অনেক গুণে বেরে যাচ্ছে। বিশেষ করে ওয়েব সাইট বানানোর ক্ষেত্রে। যে ওয়েবসাইটে কম সাইজের ছবি থাকবে। সেই ওয়েব সাইট অনেক দ্রুত লোড হবে। 

সাধারণত Adobe Photoshop এর কোন ভার্সনে WebP Image Open or Save করা যায় না। যার ফলে আপনারা Adobe Photoshop কোন ভার্ষনের WebP টি যুক্ত করা নেই। কিন্তু বর্তমানে একটি প্লাগ্নিস আছে।যার সাহায্যে আপনারা খুব সহজেই Adobe Photoshop এর যেকোন ভার্সন WebP Image Open or Save করার অপশন যুক্ত করতে পারবেন।


প্লাগ্নিসটি ডাউনলোড করে Adobe Photoshop এর সেটআপ ফাইলের ভিতরে প্লাগ্নিস ফোল্ডারে রেখে দিলেই হবে। তারপরে আপনারা Adobe Photoshop ওপেন করার সাথে সাথেই সেটি আপনার সেভ করার সময় File type এর মধ্যে দেখতে পাবেন WebP অপশনটি চলে আসবে। এছাড়াও আপনারা Adobe Photoshop WebP ফরম্যাটের ফাইল ওপেন করলে, সেটা সরাসরি ওপেন হবে।

Password: azmolphotoshop

উপরের লিংকে ক্লিক করলে WebP_v0.5b9_win নামের একটি জীপ ফাইল পাবেন। সেই জীপ ফাইলকে আনজীপ করতে হবে। এই জন্য আপনাদের প্রয়োজন হবে ইউনরার সফটওয়্যার। 

How to Open or Save as WebP Image Files in Photoshop

ফাইলটিকে আনজীপ করার পরেই দুটি ফোল্ডার পাবেন। একটি হচ্ছে 32 বীট এবং অপরটি হচ্ছে 64 বীট। আপনি যে বীটের ফটোশপ ব্যবহার করবেন। সেই বীটের ফাইলটি ব্যবহার করবেন।

How to Open or Save as WebP Image Files in Photoshop


আমি 64 বীটের ফোল্ডারে গিয়ে WebP ফাইলটি কপি করলাম। আমার কম্পিউটারে Adobe Photoshop 2021 ইনস্টল করা আছে। কপি করা শেষ হলে আপনারা সরাসরি নিচের লোকেশনে যাবেন। 
C:\Program Files\Adobe\Adobe Photoshop 2021\Required\Plug-ins\File Formats ওখানে গিয়ে ফাইলটি পেষ্ট করুন। 

How to Open or Save as WebP Image Files in Photoshop


এর পরে Adobe Photoshop 2021 ওপেন করে দেখুন। আপনার সেভ ও ওপেন অপশনে WebP ফরম্যাট চলে এসেছে। এখন থেকে আপনারা WebP Image Files খুব সহজেই Photoshop দিয়ে ওপেন করতে পারবেন।







Keywords:

how to open or save as webp image files in photoshop,how to create webp image in photoshop,how to open webp in photoshop,how to save image in webp format in photoshop,webp images in photoshop,open or save as webp image files in photoshop,webp in photoshop,how to export webp from photoshop,photoshop,how to open webp file in photoshop,webp in photoshop cc,how to,adobe photoshop,how to save webp file in photoshop,how to open or save a webp image in photoshop


No comments

Powered by Blogger.
.