মাইক্রোসফট এক্সেলে বাংলায় Number কে word এ কনভার্ট করুন || MS Excel Tutorial Bangla
মাইক্রোসফট এক্সেলে বাংলায় Number কে Word এ কনভার্ট করুন খুব সহজেই
Convert Number into word in Excel in Bangladeshi Taka (BDT)
বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজমল ফটোশপ ব্লগ সাইটে। আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে Number কে word কনভার্ট করবেন তাও আবার Bangladeshi Taka (BDT)। সাধারণত আপনারা অনেকেই আছেন যারা এই কাজটি করেন সেটা ইংরেজিতে। যেটা আমি এর আগের একটি পোষ্টে দেখিয়েছি, কিভাবে How to Convert Number to Words in MS Excel With Taka | number to words in excel taka
যারা ওই পোষ্টটি দেখেন নাই। উপরের লিংকে ক্লিক করে আগের পোষ্টটি দেখেন।
আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বিভিন্ন সময় কম্পিউটারে ইনভয়েস তৈরী করে থাকেন। সেখানে মোট টাকার সংখ্যাকে কথায় লিখতে হয়। এছাড়াও মাইক্রোসফট এক্সেলে আপনারা অনেকেই আছেন যারা বিল তৈরী করে থাকেন। সেখানেও টাকার সংখ্যাকে কথায় লিখতে হয়। তাছাড়া অনেকেই আছেন বিভিন্ন কোম্পানীর আয়-ব্যায় হিসাব মাইক্রোসফট এক্সেলে করে থাকেন। তখন আপনাদের কে সেই হিসাব অথ্যাৎ টাকার মোট সংখ্যাকে কথায় লিখতে হয়। এত বড় বড় হিসাব আপনারা মাইক্রোসফট এক্সেলে করে থাকেন। যার ফলে এত বড় সংখ্যা কথায় লিখতে যদি ভুল হয়, তাহলে অনেক সমস্যা হতে পারেন। তাই আপনাদের সকলের কথা চিন্তা করে আজকে নিয়ে আসলাম বাংলাতে Number কে word কনভার্ট করা।
প্রথমে নিচের লিংকে ক্লিক করে করে এড-অণসটি ডাউনলোড করে নিন।
ডাউনলোড সম্পূর্ণ হলে আপনাদের কম্পিউটারের যেকোন ড্রাইভে রাখুন। তারপরে মাইক্রোসফট এক্সেল ওপেন করেন। নিচের ছবিটি লক্ষ্য করুন-
তবে মাইক্রোসফট অফিস 2007 এর ক্ষেত্রে File থাকবে না। ওকানে থাকবে Office Button ওখানে আপনাকে ক্লিক করে Excel Options এ ক্লিক করতে হবে। তাহলে নিচের মত ছবিটি আসবে
এবার একদম নিচের দিকে লক্ষ্য করে দেখুন Manage এর বরাবর লিখা Excel Add-ins ঠিক তার সামনে লিখা আছে Go আপনাকে ওখানে ক্লিক করতে হবে। নিচের ছবিটি লক্ষ্য করুন-
এবার এখানে আপনাকে Browse ক্লিক করতে হবে। তাহলে ব্রাউজ নামের একটি বক্স আসবে।
ওখানে আপনি যে ড্রাইভে Convert Number into word করার জন্য এড-অনসটি রেখেছেন। সেখানে গিয়ে সেটি ক্লিক করুন এবং ওকে ক্লিক করুন। তারপরে আরেকবার ওকে ক্লিক করুন। এবার আপনার প্রাথমিক কাজ শেষ।
আপনি যেখানে Number into word করতে আগ্রহী সেখানে কিছু সংখ্যা লিখেন। তারপরে ঠিক তার নিচে অথবা্ অন্য কোথাও ক্লিক করে সূত্র লিখুন =BDTConvert( লিখার পরে আপনি যে ঘরে সংখ্যাটি লিখেছেন, সেটাতেক্লিক করে ) ব্রাকেট ক্লোজ করে দিন। তারপরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন। তারপরে আপনার সব গুলো লিখা উল্টাপাল্টা যাচ্ছিলো। আপনাকে লিখা সিলেক্ট করে বাংলা ফন্টি সুতনি এমজে দিতে হবে। তাহলে যে লিখাগুলো সম্পূর্ণ ভাবে লিখেছেন। সেটা কথায় লিখা হয়ে যাবে।
আশাকরি আপনাদের সকলের খুব উপকার হওয়ার পোষ্ট। এই ধরনের আরো পোষ্ট পেতে ওয়েব সাইটকে বুক্রমার্ক করে রাখেন। যাতে করে আজমল ফটোশপ ওয়েব সাইটি আপনাদের সব সময় হাতে কাছেই থাকে। এছাড়াও অতি তাড়াতাড়ি আপনারা আমার ওয়েব সাইট বানাতে হবে।
Keyword:
convert number to words in excel
excel bangla tutorial
number to text in excel bangla
SpellNumber Bangladeshi Taka Function In Excel
Convert Number to Words Bangladesh Taka (BDT) in Excel
Convert Number to Words in Excel Bangladesh Taka (BDT)
How to Convert Number into Word in Excel in Bangladeshi Taka
How do I convert numbers to words in Excel?
How do I convert numbers to text in Excel?
How do I convert numbers to text in numbers?
How do I convert BD to USD in Excel?
Convert Number to Words in Excel Bangladesh Taka (BDT .
Excel Number to in word (Taka)
Convert Digits to in Word Bangladeshi Currency
MS Excel এ অটো ইনোয়ার্ড, যেমন ১০০ লিখলে One Hundred
spell number in excel download
convert numbers to arabic words in excel
number to word taka online english
number to words in excel without vba
how to convert currency to words in excel
how to write taka in words in english
how to convert number to words in excel in rupees
1 crore taka in number
Convert numbers into words - Azmol Photoshop
SpellNumber Bangladeshi Taka Function In Excel
Excel: convert number to text with Spell Number add-in
Convert Numbers To Word In Excel (Spell Number)
number to words in excel without vba
spell number in excel not working
spell number code
how to convert number to text in excel
spell number in excel pesos
numbers to words code
how to change numbers in excel to english
convert number to words in excel 2007
No comments