যেকোন Motherboard এর Manufacturer Model Version & Serial Number সহজেই খুজে নিন

যেকোন Motherboard এর Manufacturer Model Version & Serial Number সহজেই খুজে নিন {Azmol Photoshop}

যোকোন ল্যাপটপ অথবা ডেক্সটপ কম্পিউটারের যে Motherboard আছে। তার সব গুলো Driver Install করলেই সেই কম্পিউটারের যাবতীয় কাজ খুব সহজেই করা যায়। কিন্তু আপনারা যদি Motherboard Driver Install না করেন, তাহলে Graphics Card, VGA Card, Sound Card, Lan Port এই সব ঠিক মত কাজ করবে না। কিন্তু আপনারা যারা নতুন Desktop অথবা Laptop Computer কিনে থাকেন। সেটার সাথে Motherboard Driver CD অথবা DVD দিয়ে থাকে।

যেকোন Motherboard এর Manufacturer Model Version & Serial Number সহজেই খুজে নিন


কিন্তু পুরনো কম্পিউটার কিনলে অনকে সময় সেই Motherboard কোন প্রকার ড্রাইভার সিডি দেওয়া থাকে না। ঠিক তখন আপনাদেরকে Internet থেকে সব Driver Download করতে হয়। তাই আপনারা যদি আপনাদের মাদারবোর্ডের Manufacturer, Model Version & Serial Number (ভার্সন, সিরিয়াল নাম্বার) কোন কোম্পানির তৈরী না জানেন, তাহলে সেই মাদারবোর্ডের ড্রাইভার খুজে পাওয়া অনেক কষ্টকর।


তাই আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম খুব সহজ একটি পদ্ধতি। যার মাধ্যমে আপনার ল্যাপটপ অথবা ডেক্সটপ কম্পিউটারে যাবতীয় তথ্য খুব সহজেই খুজে বের করতে পারবেন। আর তখনেই আপনি আপনার মাদার বোর্ডের যাবতীয় ড্রাইভার খুব সহজেই নেট থেকে ডাউনলোড করে সব ড্রাইভার ইনস্টল করতে পারবেন।

সকল প্রকার মাদারবোর্ডের Model Version & Serial Number খুজে বের করার ৩টা পদ্ধতি আছে। আমরা একে একে সব গুলো পদ্ধতি শিখে নিব।

প্রথম পদ্ধতি-(মাদারবোর্ডের Model Version & Serial Number খুজে বের করার)

এই কাজটি করতে হলে সর্বপ্রথম আপনাকে যেতে হবে Star এ ক্লিক করে টাইপ করুন CMD তারপরে cmd(Command Prompt) আসলে তাতে মাউসের রাইট বাটন ক্লিক করে Run Administrator এ ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ্য করে দেখুন-

যেকোন Motherboard এর Manufacturer Model Version & Serial Number সহজেই খুজে নিন

ক্লিক করার পরেই আপনার কম্পিউটারের Administrator Command Prompt রান হবে। তারপরে নিচে দেওয়া কোডটি আপনাদেরকে নিভূল ভাবে টাইপ করতে হবে। কোডটি অনেক বড় তাই নিচে দেওয়া হলে এখান থেকে কোডটি সম্পূর্ণ ভাবে কপি করে Administrator Command Prompt এ গিয়ে পেষ্ট করে এবং কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন।

কোড - wmic baseboard get product,manufacturer,version,serialnumber

যেকোন Motherboard এর Manufacturer Model Version & Serial Number সহজেই খুজে নিন

প্রথম সাদা বর্ডার দেওয়া বক্সটি আপনার কোড এবং এন্টার প্রেস করার পরের মাদারবোর্ডে যাবতীয় ইনফরমেশন।



দ্বিতীয় পদ্ধতি-(মাদারবোর্ডের Model Version & Serial Number খুজে বের করার)

সর্বপ্রথম কিবোর্ড থেকে Windows Key + R চাপুন। তাতে আপনার কম্পিউটারের রান অবশন চালু হবে। এবার msinfo32 কোডটি কপি করে রানে গিয়ে পেষ্ট করুন এবং ওকে ক্লিক করুন।
যেকোন Motherboard এর Manufacturer Model Version & Serial Number সহজেই খুজে নিন

ক্লিক করার সাথে সাথেই নিচের মত অপশন আসবে । তাতে আপনার কম্পিউটারের যাবতীয় তথ্য দেওয়া থাকবে। কালো বর্ডার দেওয়া গুলোতে লক্ষ্য করুন এবং আপনার কম্পিউটারের তথ্যের সাথে মিলিয়ে নিবেন।
যেকোন Motherboard এর Manufacturer Model Version & Serial Number সহজেই খুজে নিন



তৃতীয় পদ্ধতি-(মাদারবোর্ডের Model Version & Serial Number খুজে বের করার)

Windows PowerShell এর মাধ্যমেও আমরা এই কাজটি করতে পারি। PowerShell এটি একটি ছোট টুল। হুবহু দেখতে Command Prompt মত এবং এটার ব্যবহারও অনেক সহজ। এবার আপনাকে যে কাজটি করতে হবে Start এ ক্লিক করে টাইপ করুন PowerShell। তারপরে Windows PowerShell চালু হলে তাতে ক্লিক করুন। 

যেকোন Motherboard এর Manufacturer Model Version & Serial Number সহজেই খুজে নিন

এর পরে Windows PowerShell ওপেন হবে। তারপরে আপনাকে নিচের সম্পূর্ণ কোর্ডটি Get-WmiObject win32_baseboard | Format-List Product,Manufacturer,SerialNumber,Version 

কপি পরে পেষ্ট করে এন্টার প্রেস করুন। এবার নিচের ছবিটি লক্ষ্য করে দেখুন। আপনার মাদারবোর্ডের যাবতীয় তথ্য চলে এসেছে।
যেকোন Motherboard এর Manufacturer Model Version & Serial Number সহজেই খুজে নিন


আশাকরি এখন থেকে আর যেকোন মাদারবোর্ডের যাবতীয় Manufacturer Model Version & Serial Number সহজেই খুজে নিতে কোন কষ্ট হবে না। তিনটি পদ্ধতি খুব মনোযোগ সহকারে দেখুন এবং কয়েকবার চর্চা করুন। তাহলে আপনি যেকোন ল্যাপটপ অথবা ডেক্সটপ কম্পিউটারের যাবতীয় Manufacturer Model Version & Serial Number সহজেই খুজে বের করতে পারবেন।

No comments

Powered by Blogger.
.