How to Insert Picture in 3d Photo Album Commercial Suite 3.33

3d Photo Album Commercial Suite 3.33 এ আপনারা কিভাবে ছবি আপলোড করবেন সেটা  অনেকেই জানেন না। সাধারণত অন্য যে সফটওয়্যার গুলো রয়েছে।  সেই সব সফটওয়্যার নির্দিস্ট টাইম লাইন থাকে। কিন্তু 3d Photo Album Commercial Suite 3.33 এ নির্দিস্ট কোন টাইম লাইন নেই। আপনারা একটি ফোল্ডার তৈরী করবেন। সেই ফোল্ডারে যাবতীয় ছবি রেখে দিলেই অটোমেটিক ভাবে 3d Photo Album Commercial Suite 3.33 সফটওয়্যার   ইফেক্ট তৈরী করে ফেলবে।


বন্ধুরা স্বাগতম জানাচ্ছি azmol photoshop (আজমল ফটোশপ ) ওয়েব সাইটে।  আজকের পোষ্টে জানতে পারবেন কিভাবে 3d Photo Album Commercial  সফটওয়্যারে ছবি ইনসার্ট করে ডিজিটাল এল্যাবাম তৈরী করতে হয়। স্লাইড শো বা ফটো দিয়ে এ্যালবাম তৈরী করার যত সফটওয়্যার আছে। তার মধ্যে 3d Photo Album সবচেয়ে সহজ একটি সফটওয়্যার। ফটো এ্যালবাম তৈরী করার জন্য এটার কোন টাইম লাইন নেই। 

এর আগে দেখিয়েছি 3d Photo Album Commercial Suite 3.33 কিভাবে ইনস্টল করতে হয়। যারা দেখেননি তাদেরকে বলব নিচের লিংকে ক্লিক করে দেখে নিন-

3d Photo Album ছবি  Insert করার জন্য আপনারা ৩টা ফোল্ডার তৈরী করবেন। একটির নাম দিবেন Image, পরেরটি নাম হবে Temp এবং সর্ব শেষ যে ফোল্ডারটি হবে সেটা হচ্ছে Video। নিচের ছবিটি লক্ষ্য করুন-



আপনাদের প্রয়োজনীয়  যত ছবি আছে, সেই ছবিগুলো কে image ফোল্ডার রাখবেন। রাখার পরে 3d Photo Album Commercial Suite  সফটওয়্যারটি ওপেন করবেন। নিচের ছবিটি লক্ষ্য করুন-



এবার ভাল করে লক্ষ্য করে দেখেন যে, উপরে লিখা আছে Folder: এবং এর বরাবর লিখা-C:\Program Files\3D-Album-CS\SamplePhoto ঠিক এই লাইনের শেখে সার্চ
 যে আইকন আছে তাতে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে নিচের মেনুটি আসবে। 



উপরের মত মেনুটি আসলে SamplePhoto এ ক্লিক করুন। তাহলে একটি লম্বা লিষ্ট আসবে। তাতে আপনার কম্পিউটারের যাবতীয় ড্রাইভ গুলো দেখা যাবে। আপনি যে ড্রাইভে আপনার ফোল্ডার তৈরী করেছেন। সেই ড্রাইভ সিলেক্ট করেন, তারপরে সেই ইমেজ ফোল্ডারটি সিলেক্ট করেন। করার সাথে সাথেই আপনার সব ছবিগুলো দেখতে পাবেন। লাল বর্ডার দেওয়া আছে-এবার ওকে ক্লিক করুন।



থ্রিডি ফটো এ্যালবাম সফটওয়্যার গিয়ে আপনি আপনার ইচ্ছে মত ইফেক্ট সিলেক্ট করেন। দেখবেন অটোমেটিক ভাবে ডিজাইন তৈরী হয়েছে। খুব সহজ একটি কাজ, আপনারা মনোযোগ সহকারে কয়েকবার দেখেন। তাহলে আপনি শিখে যাবেন কিভাবে  3d Photo Album  এ ছবি Insert করতে হয়। 

আমার পোষ্ট গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই সব গুলো পোষ্ট সোস্যাল মিডিয়াতে শেয়ার করবেন। যাতে করে আপনার পাশাপাশি আপনার বন্ধুরা শিখতে পারেন। েএছাড়াও এই পোষ্টটি ভিডিও আকারে দেখতে হলে নিচের লিংকে ক্লিক করুন-




No comments

Powered by Blogger.
.